নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেরণাসুখোনদী

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩


প্রেরণা

কে সৃজেছে বিরহ সখা কে সৃজেছে যে
সুখ; কার যাতনা সহে না তব বুক?
প্রজাপতি মন উড়ে যায় ফুলে দুলে
ভ্রমরেরা যে মধু অন্বেষনে উন্মুখ।
অন্ধ যদি খুঁজে নিতে পারে আবাসন
কালারা যদি বুঝাতে পারে মনোকথা
ভালবাসা তাহলে কেন পারবেনা তা
সেতো অমরাবতী নদী স্নিগ্ধ বাতায়ন।

নরনারী মিলে গড়েছে গৃহ— সুখের
আমরা দুজনে পারবোনা কেনো তবে
মায়াবতী, বেসেছি যে ভালো . কবে!
শুধু তোমারে , তবু তুমি দ্বীপ— দূরের ।
এসো সখি করি মাখামাখি আনমনে
বাবুই যে ভাবে মগ্ন চিত্তে বাসা বুণে ।



সুখোনদী

অকিবতা লেখা নিয়ে পার করি বেলা
কোন কাজে মন নেই শুধু অবহেলা ।
এ ভাবে বেঁচে থাকা মরণসম যেন
এ ব্যথা তবু মোর প্রিয়া বুঝেনা কেন?

পাখিরা সব গান ধরেছে মিলনের
হিজলের বন উঠে দুলে স্বপনের
প্রতিশ্রতি নিয়ে প্রাণে কলতান
ব্যথা ভরা মন যেন করে জয়গান।
কাছে আসলে যেন কবিতা হয় শুরু
ভালোবাসলে রাধারা যেন মরো মরো
মানবতা কি বলে শুনো হৃদয় কানে
ব্যথা সব যাবে চলে অন্য কোনো খানে।
অাস্থা রেখে প্রাণে দুহাত বাড়াও যদি
ভালবাসা করবে সৃজন সুখোনদী ।


ছবি : নেট

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবির সনেট গুণ দেখে, খুব সুন্দর বলেছেন সনেটে। প্রথম চার লাইন মনে হল আমার মনের কথাগুলোই বলে গেছেন কবি শব্দের সুক্ষ্ণ কারুকাজে। মুগ্ধতা ও শুভকামনা রইল প্রিয় কবির জন্য।

তবে আমার কাছে সুখোনদী'টাই বেশি ভালো লাগলো। এখানে সব হৃদয় ছোঁয়া কথামালা। গ্রেট।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

নিরন্তর শুভকামনা রইলো নাঈম জাহাঙ্গীর নয়ন ।
:

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

ওমেরা বলেছেন: কবিতা যেমন তেমন ছবি দুটো অপূর্ব । ধন্যবাদ ভাইয়া ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকবে ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসো সখি করি মাখামাখি আনমনে
বাবুই যে ভাবে মগ্ন চিত্তে বাসা বুণে ।

বাহ ! মুগ্ধতার আবেশ রয়েই গেল :)

+++++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী আমার অখাদ্য লেখা আপনার ভাল লেগেছে যেনে খুশি হলাম। অনুপ্রেরণা পেলাম ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

সনেট কবি বলেছেন:




কবি সেলিম আনোয়ারের ‘প্রেরণা ও সুখোনদী’ কবিতার ছায়া অবলম্বনে-

কে সৃজেছে বিরহের নদী অন্তহীন
যাতনায় গড়ে তারে বুকের ভিতর
কার ফুল বনে সুখ প্রজাপতি উড়ে,
ভ্রমরের দল মধু অম্বেষণ করে।?
তাঁর সৃষ্টি কাননের অন্ধপায় বাসা
আর কালার অন্তর বুঝে হৃদয়ের
ভাষাগুলো অনুভবে, তবে কেন হবে
ভালবাসা অপারগ খুঁজতে ঠিকানা?

ভালবাসা দিয়ে বাসা বেঁধে চল প্রিয়া
বাবুই পাখির মতো সুনিপূণ ভাবে
সুখ যেথা বয়ে যাবে বাধাহীন ভাবে।
সেথায় দু’জন এসো মিলি আনোমনে
তোমার দূরেতে থাকা কোন দ্বীপদেশ
আজ থেকে বন্ধ হোক বিরহ বিদায়ে।


-প্রিয় কবি কিছু ভুল থাকায় ৪ নং মন্তব্য মুছে দিন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি ৪নং মন্তব্য মুছে দেয়া হলো ।
ফলে আপনার এই মন্তব্যটি এখন ৪ নম্বর হয়েছে ।

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
সনেটের জন্য অশেষ কৃতজ্ঞতা।

আপনার সনেটের সঙ্গে আমার নামও যাচ্ছে। তাই আপনাকে আবারো ধন্যবাদ ।
একজন সনেট কবির কবিতা বই প্রকাশ পেলে আমার নামও থাকবে ব্যাপারটি ভাবতে দারুন ভাল লাগছে ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো+

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে অনেক ধন্যবাদ
।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:



দুটো ছবিই সুন্দর লেগেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় চাঁদগাজী কবিতা কথা কিছু বললেন না ? :(

ছবি ভাল হয়ে জেনে রক্ষা ।


শুভকামনা থাকলো । #:-S

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০

সুমন কর বলেছেন: সুখোনদী, বেশি ভালো লাগল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা সুমন কর।

ভাল থাকবেন সবসময় শুভকামনা থাকলো ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ লেখা!

দুটোই ভালো হয়েছে! চাইলে আলাদা আলাদা করে পোস্টদিতে পারতেন!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ।তবে একসঙ্গে চারটা কবিতা রাখার বিধান আছে? থাকুক না দুইটা একসঙ্গে । ;)

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন: কে সৃজেছে বিরহ সখা কে সৃজেছে যে
সুখ; কার যাতনা সহে না তব বুক?
- বাহ দারুণ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

প্রিয়জনের দেয়া যাতনা সহেনা প্রাণ । এমন অনেক দৃষ্টান্ত আছে।শত্রুর দেয়া কঠিন তম কষ্ট করা যায় ।প্রেমাস্পদের টা নয় । :(

এতে সম্পর্কের গভীড়তা বুঝা যায় ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

শামছুল ইসলাম বলেছেন: প্রেরণাসুখোনদী, দুটি কবিতার পিছনেই দেখতে পাচ্ছি একজনের করুণা দৃষ্টির দিকে কবি তাকিয়ে আছে । এ যেন নজরুলের সেই কবিতারই অন্য একটি রূপ,
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণ-কর,
অর্দ্ধেক তার করিয়াছে নারী, অর্দ্ধেক তার নর।


খুব ভালো লাগলো ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট করেছেন। কমেন্টে ভাললাগা ।

সেই সে অকরুন করবে কি মোরে বরণ
তারই আশাতে কাটাইছি যে প্রতিক্ষণ।

সে কি আসবে না কাছে হিমালয় হয়ে
সে কি ভালবাসবেনা মুক্ত বলাকা হয়ে । :(

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১

ভ্রমরের ডানা বলেছেন:




অপূর্ব সনেটে ভাল লাগার উছ্বাস জানিয়ে গেলাম! সত্যি চমৎকার বানী....

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: বিতা ভালো লাগাতে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা ।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

প্রথমকথা বলেছেন: পাখিরা সব গান ধরেছে মিলনের
হিজলের বন উঠে দুলে স্বপনের
প্রতিশ্রতি নিয়ে প্রাণে কলতান
ব্যথা ভরা মন যেন করে জয়গান।
কাছে আসলে যেন কবিতা হয় শুরু
ভালোবাসলে রাধারা যেন মরো মরো
মানবতা কি বলে শুনো হৃদয় কানে
ব্যথা সব যাবে চলে অন্য কোনো খানে।
অাস্থা রেখে প্রাণে দুহাত বাড়াও যদি
ভালবাসা করবে সৃজন সুখোনদী ।


এসো সখি করি মাখামাখি আনমনে
বাবুই যে ভাবে মগ্ন চিত্তে বাসা বুণে ।


মুগ্ধ কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

গুলশান কিবরীয়া বলেছেন: " অন্ধ যদি খুঁজে নিতে পারে আবাসন
কালারা যদি বুঝাতে পারে মনোকথা
ভালবাসা তাহলে কেন পারবেনা তা"

আসলেই তো কেন পারবে না , সেকি এতোই কঠিন । কবির আক্ষেপ তো থাকবেই । এজন্যই তো কবিতারা আসে ।
চমৎকার !!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা রইলো ।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর কবিতাযুগল । ভাল লেগেছে কবিতা সরলতার বাক্য বিন্যাস ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা রইলো ।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

উম্মে সায়মা বলেছেন: বাহ। ভালো লাগল সেলিম ভাই।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন সবসময় । এই শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.