নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অশ্রু নয়ন ঝরি

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

তাদের জন্য ভাবনার নেই শেষ
কতদিন দেখিনা আজকে সেই
প্রতিক্ষার হবে শেষ । আসবেন
তারা উড়ে হাওয়াই জাহাজে চড়ে
আমার হৃদয়ে আজ আনন্দ কারুকাজ।

আমাদের গৃহ খানি যাবে আজ ভরে
মা বাবার পবিত্র পদচারণায় বহুদিন পরে।

হজ্জ সমাপন শেষে আসবেন তারা
মমতা আর আদর নিয়ে
তাদের অশেষ ঋণে ঋণি এই জীবন
শোধাইবো কি দিয়ে।

মা আমার বটের ছায়া
বাবা ধ্রুব তারা।
তাদের আদর শাসনে রচিত
আমার বসুন্ধরা।

নিরাপদে আসুক তারা
এই প্রার্থনা করি
তাদের জন্য শুভকামনায়
অশ্রু নয়ন ঝরি।

স্রষ্টার পরে তারাই বড় আসমান সমান
তাই শ্রদ্ধা ভরে স্মরণ করি গাই তাহাদের গান।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব খুব ভালো অনুভব। সুন্দর কবিতা গড়েছেন প্রিয় কবি।

আপনার বাবা মা'র জন্য শুভকামনা রইল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনা য় ধন্যবাদ । ভাল থাকবেন সবসময়।
বাবা মা র অপেক্ষায় আছি ঢাকা বিমানবন্দরে।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

মোস্তফা সোহেল বলেছেন:
স্রষ্টার পরে তারাই বড় আসমান সমান
তাই শ্রদ্ধা ভরে স্মরণ করি গাই তাহাদের গান।

ভাল লিখেছেন। মা-বাবা সন্তানের জন্য আশির্বাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য। মা বাবার সেবায় বেহেশত মেলে।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

ওমেরা বলেছেন: আবেগ দিয়ে লিখা কবিতা হৃদয় ছুঁয়ে যায় । খুব ভাল হয়েছে ভাইয়া ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: বাবা আমাদের দেখে অনেক কেঁদেছেন।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


সবকিছু পদ্যে প্রকাশ করা সহজ নয়, মনে হয়!

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্রষ্টার পরেই যাঁর স্থান, তিনি আমাদের নবীজি (সাঃ) সেলিম ভাই। তারপর মা আর তারপর বাবা। ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সেটা অস্বীকার করছিনা । আল্লাহ র হুকুম আর নবীর তরিকা ।এ দূটো মিলে পরিপূর্ণ দ্বীন।
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন+

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: বাবা আর মা র প্রতি ভালোবাসা আছে বলেই আপনি কমেন্ট করেছেন। কারণ এই কবিতা বাবা মায়ের অপেক্ষায় থাকা এক সন্তানের প্রাণের আকুতি নিয়ে । আমার কাছে বাবা র সঙজ্ঞা হলো আমি খেলে যেন তার খাওয়া হলো।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

মলাসইলমুইনা বলেছেন: বটের গাছটাকে কিন্তু যত্ন করতে হবেই | এখনকার এবং পরের দুনিয়ায় ছায়া পেতে | সেই যত্ন যেন আরো অনেক দিন পুরোপুরি করতে পারেন সেই কামনা থাকলো | অনেক ধন্যবাদ |

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন সবসময় এই শুভকামনা রইলো ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

জাহিদ অনিক বলেছেন:
নিরাপদে আসুক তারা
এই প্রার্থনা করি
তাদের জন্য শুভকামনায়
অশ্রু নয়ন ঝরি।



সুন্দর

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য শুভকামনা রইলো ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:



এই উষ্ণতা মলিন হওয়ার নয়। সম্পর্কের ছায়ায় মা বাবা হচ্ছে সবচেয়ে বড় ছায়া, অবিচ্ছেদ্য ছায়া ।

কবিতা বেশ ভাল লেগেছে ।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন:
বাবা মা হজ্জ ক‌রে চলে আসছে ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

সোহাগ সালেহ বলেছেন: আপনার বাবা মায়ের কথা পড়লাম আবেগ দিয়ে,
ফিরে আসুক তারা স্রষ্টার অসীম নেয়ামত নিয়ে।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: কিছুক্ষণ আগেই ফেবুতে দেখলাম এবং জানলাম।

কবিতা ভালো হয়েছে।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

এডওয়ার্ড মায়া বলেছেন: কবি সাব কাচা খেজুর খাইতে দিয়েন ।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: পবিত্র হজ্বব্রত পালন শেষে আপনার মা বাবার গৃহ প্রত্যাবর্তন নিরাপদ হোক, সুখের হোক, শান্তির হোক!
মা আমার বটের ছায়া
বাবা ধ্রুব তারা।
তাদের আদর শাসনে রচিত
আমার বসুন্ধরা
- চমৎকার! ভাল লেগেছে।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

আখেনাটেন বলেছেন: মা আমার বটের ছায়া
বাবা ধ্রুব তারা।
তাদের আদর শাসনে রচিত
আমার বসুন্ধরা।
-- হুম।

ভালোলাগা লেখনিতে।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

তারেক ফাহিম বলেছেন: মা আমার বটের ছায়া
বাবা ধ্রুব তারা।
তাদের আদর শাসনে রচিত
আমার বসুন্ধরা।[/su

সত্যি বাক্যটি আমার আগেই ভালো গেলেগেছে মন্তব্য করতে গিয়ে দেখি ভালো লাগার বাক্যটি আমার মত কয়েকজনেরই ভালো লাগলো, ভালো থাকবেন নিরন্তন শুভেচ্ছা রহিল বটের ছায়া আর ধ্রুব তারাদের প্রতি।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাবা- মা’র জন্য সালাম ও শ্রদ্ধা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.