নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ছাড়পত্র অথবা....

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০



কবিতার রাজত্বে কবিই রাজা,
কবিই জানেন,
কোনটা পুরষ্কার কোনটা সাজা?

সাদা কাগজ হতে পারে
হৃদয়টা উজাড় করে
প্রেমের আহ্বান।

যে কাগজে আছে লেখা,
প্রেমপত্র হতে পারে তা।

অথবা হতে পারে
ছাড়পত্র এক_বিচ্ছেদ বার্তা।

চিরসবুজ তুমি,
তবু কেন লেখো —বেদনার রঙে?

তুমি ঠিকই জানো —নরম হলো মমতা
কঠিন হলো শাসন।
তোমার বেলায় ওসব অর্থ
করেছি বারণ।

ভালোবাসাকে করো দুইভাগ।
একটি নরম অন্যটি শক্ত ধাপ।
দুটো মিলিয়েই
ভালোবাসার আসল পরিমাপ।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

রেইড ইন স্কাই বলেছেন: ভাল লাগল ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:১২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লাগল।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: নীলপরি কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ছবির মেয়েটিও নীল পোষাকে নীলপরি হলো। আর আপনি পরিদের মধ্যে প্রথম কমেন্ট করাতে অমনটা করা হয়েছে ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালো হয়েছে বলাতে অনুপ্রেরণা পেলাম ।
কবিগুরুর কিংবা বিদ্রোহী কবির জমানা তো শেষ।

কবিতা তাদের বলয় থেকে বেড় হতে হবে ।তবে তাদের অস্বীকার করে নয় ।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:


কবিতায় একগুচ্ছ ভাললাগা ।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: একগুচ্ছ ধন্যবাদ আপনাকেও দিলাম ।
কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
কবিতাটি কিন্তু দূর্বোদ্ধ নয় । :)

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:


আসল ভালোবাসার অনুভুতিকে মাপা সম্ভব নয়; পালিত ভালোবাসা পানির অনুপাতে বাড়ে কমে, কবিকে সেটা অনুধাবন করতে হবে।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ভালবাসায় জোয়ার ভাটা আছে। সবসময় ভালোবাসা তুঙ্গে থাকলে তো সকল কাজ ফেলে মানুষ ওটা নিয়েই থাকবে।
জনসংখ্যা বিস্ফোরণ হবে । B-)

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১

নিয়াজ সুমন বলেছেন: বাহ! চমৎকার কবিত।
কিছু বিষয় অনুভবে থাকা চাই, মাপামাপির দরকার নাই!

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কিছু অনুভব কিছু ছুঁয়া এই নিয়েই প্রেম।


কমেন্টে আর পাঠে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা ।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতার রাজত্বে কবিই রাজা,
কবিই জানেন,
কোনটা পুরষ্কার কোনটা সাজা?
অসাধারণ বলেছেন। +++

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন
কবিতা ভালো লেগেছে......+++

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

আর ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬

উম্মে সায়মা বলেছেন: কবিতা ভাল লাগল সেলিম ভাই।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

জুনিয়ার ব্লগার বলেছেন: চুন্দর+ :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.