নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ংবদার খোঁপায় সুশোভিত নীলোৎপল

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩



সহ প্রয়ানেষু অথবা নিরুদ্দেশ সহযাত্রী
যে কবিতা,
তার নেই কোন পরাজয়।

কি ক্ষতি প্রয়ানে!!
সহযাত্রী যখন সাধনার পূর্ণ শশি
অথবা আবশ্যক মনোহর অবনী।

ছায়াপথ অথবা গ্যালাক্সি
যেখানে নেই প্রিয়তমার প্রগাঢ় শ্বাস
এ হৃদয়ে তা কখনোই কাঙ্খিত নয় ।

প্রিয়ংবদার খোঁপায় সুশোভিত যে নীলোৎপল
বেদনা তারে কে কয়?
গন্তব্যে পৌঁছে পথ হারানো !!
কেবলই ভালবাসা ময়।

কবিতা সম্ভার হোক এমন সমৃদ্ধ—
তা যেনো ঠিক পাঠকের তৃষ্ণা মেটানো
সুশীতল ঝরণা ধারা;
ভালোবাসা ঘেরা উৎকলিকা—চিরন্তন শাশ্বত সুন্দর।

নয় কোন প্রনোদনা আর!
নয় আর কোন প্রসাধনের অবতরণ।
বিজয়ীর বেশে জীবনে হোক
— চির সাধনার—
সেই আনন্দময়ীর আগমন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো কবিতার কথাগুলো, মুগ্ধতা রইল

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

মলাসইলমুইনা বলেছেন: " কবিতা সম্ভার হোক এমন সমৃদ্ধ—
তা যেনো পাঠকের তৃষ্ণা মেটানো
সুশীতল ঝরণা ধারা;
ভালোবাসা ঘেরা উৎকলিকা—চিরন্তন শাশ্বত সুন্দর।"

"যদি বলি 'কঠিনেরে ভালোবসিলাম ..." (এটাইতো মনে হয় কবিতার লাইনটা, না ) তাহলে কোনো সমস্যা হবে? কঠিন কত জিনিসই তো ভালো লাগে ( আমার সেই ক্রিকেট ব্যাটটা আর চকচকে লালচে গ্রিনিকেল বলটা!) ! আপনার কবিতাও তেমন লাগলো| কঠিন কিছু দারুন সুন্দর |

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি গুরুর সেই বিখ্যাত উক্তি মনে পড়ে গেলো
আমি কঠিনেরে ভালোবাসিলাম। কারণ কঠিন করে না প্রবঞ্চনা ।

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেললাম কঠিন কিছু।

কঠিন সুন্দর হতে পারে । কিংবা কঠিনই সুন্দর।নিখাদ। তাইতো বার বার কাছে যাওয়া ।কাজের সুতোয় কিংবা কবিতায়।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


নীলোৎপল ফোটার সময় হয়েছে? গতকাল থেকে নীলোৎপল আসছে ব্লগে

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালোলাগা । নীলোৎপল থাকবে প্রিয়তমার খোঁপায়। তবেই তার চির বাঙময় সুন্দরম ।।



অশেষ কৃতজ্ঞতা চাঁদগাজী। :)

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


বাহ! সুন্দর! কত কত নীলোৎপল মনে বাসা বেধে যায়!

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: ভালো লাগলো।

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:





চমৎকার । নিশ্চয় আপনার ঘরনীর খোঁপায় সুশোভিত নীলোৎপল ঘুঁজে দিতে চাইছেন । তবে দেন হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে ! আপনার ঘরনী এবং কিউট ছেলেটা কেমন আছে ? ইদানিং ছেলেকে নিয়ে ছবি দিচ্ছেন। চমৎকার নিষ্পাপ ছবি । দেখে মনে হলো ছেলেটা আপনার মতই হয়েছে । অনেক শুভ কামনা । এভাবেই ভাল থাকুন ।

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা রইলো।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা।

ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা......

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় ।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: বিজয়ীর বেশে জীবনে হোক
— চির সাধনার—
সেই আনন্দময়ীর আগমন
-- প্রত্যাশা পূরণ হোক!
কবিতার শিরোনামটা খুব সুন্দর!
কবিতায় ভাল লাগা + +

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬

জাহিদ অনিক বলেছেন:


শিরোনামটাই একটা কবিতা

১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: শিরোনামে আমিও বেশ সন্তুষ্ট। অনেক সময় কবিতা লিখে নাম খুঁজে বেড়াই ।পাইনা ।এটা কবিতার বইয়ের নাম হতে পারে । B-)

১১| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

নিয়াজ সুমন বলেছেন:
কবিতা ভালোলাগায় কবির জন্য ছোট উপহার।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: খুব সুন্দর উপহার ।

অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা । :)

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক গুলো শব্দের অর্থ জানা নেই, তাই বুঝি নাই :(

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি স্বপ্নবাজ অভি!!

ব্লগে সুস্বাগতম। বহুদিন পর ব্লগে আপনার আগমন ।অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর +

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১

জুন বলেছেন: নয় কোন প্রনোদনা আর!
নয় আর কোন প্রসাধনের অবতরণ।
বিজয়ীর বেশে জীবনে হোক
— চির সাধনার—

আপনার রাবিন্দ্রীক কাব্যে ভালোলাগা রইলো সেলিম আনোয়ার ।
+

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা +

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । ++++

১৭| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা রইল কবিতায় ।

১৮| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। ভলো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.