নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

টিয়ে পাখি আর মা !!!!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩



মা যে অনেক বড়!!!!
তার তুল্য কেহ পৃথিবীতে নেই।
হয়তো আকাশটা মায়ের কাছাকাছি ...
যখন করি বাস— এ জমিনেই...
শিশু বেলায় বেশ থেকেছি
মায়ের পাশাপাশি ।

আমাদের ঘরে একটা পাখি থাকে
খুব অনুকরণ প্রিয়ো
যা করি তা করার অনন্ত প্রচেষ্টায় থাকে সেও!!

আমাদের মত করে তার হাঁটার খুব শখ
সে বড়জোর মিনিট খানেক থাকে দাঁড়িয়ে
তারপর ধপাস ...তবু গর্বিত মুখে হাসে
আমাদের খাবারে তার ভীষণ আগ্রহ
নিজেরটা তার লাগে না যে ভালো।

ঘুম থেকে ওঠে
এক স্বর্গীয় হাসি দিয়ে
কিনে নেবে সারাটা দিন
বাকী গুলো দান...
একঘেয়েমি তার লাগে নাকো ভালো
পছন্দ তার খোলা আসমান।

সে খেলবে ...
কখনো রাতের শেষ প্রহর অবদি
বেড়াতে তার প্রচন্ড আগ্রহ
প্রতিদিন শিখছে কিছু প্রাণপ্রিয়ো টিয়ে পাখি ।

আমি কেবল তার কাছে একটি শিখাই শিখি
মা যে সবার কত বড় তাকে দেখেই লিখি... ।

ছোট বেলায়
এমন ভালোবাসা দিয়েছিলেন আকাশসমান মা
এই ঘরে টিয়েটি না এলে শেখা হতো না।

মায়ের চোখে সন্তানের অবয়বে অাছে কত রূপ!
তাকে দেখেই বুঝিছে যে তাই করি বন্দনা।

মা এখন আমার থেকে দূরে
টিয়ে পাখিরও মনটা খারাপ তাকেই মনে করে।

ছোট্ট টিয়ে পাখি— আর মমতাময়ী মা
ত্রিভূবনে তার নেই যে তুলনা।

মন্তব্য ২৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মায়ের জন্য লেখা সবচেয়ে সুন্দর আর দামী লেখা। ধন্যবাদ সেলিম ভাই।
পৃথিবীতে মায়ের কোন তুলনাই নেই। আপনার মা এখন আপনার থেকে দূরে মানে? কোথায়? জানিনা তো?

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে অনেক ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা । ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

মা ভাল থাকুক থাকুক ভালো প্রিয়তমা।
শিশুরা থাকুক ফুলের মতো পরে নতুন জামা । ;) :P !:#P

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মা দূরেই থাকেন। ট্রাফিক জ্যাম বিড়ম্বনা। অফিসের কাছে থাকতে গিয়ে মায়ের কাছে থাকা হলোনা । মা ও আসলেন না। তিনি এখন আছেন দূরে ।জায়নামাজে বসে বসে করছেন প্রার্থনা ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

তারেক ফাহিম বলেছেন: মমতাময় লেখা

ভালো লাগলো (প্লাস)

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

এফ.কে আশিক বলেছেন: মাকে নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে।
শুভকামনা রইল ভালো থাকুন সব সময়...

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনার মেয়েকে টিয়ে পাখী ডেকেছেন আদর করে, অনেক আদরের কন্যা; কন্যার মাধ্যমে মাকে অনুভব করেছেন, মনে হলো!

তবে, কবিতার গঠন কিছুটা কামারের হাতে পিটানো লোহার মতো

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ঠিকই ধরেছেন। শিশুরা দারুন অনুকরণ প্রিয় । টিয়ে পাখির মত। আমাদের কাশতে দেখে দেখি সেও কাশে এবং আর্টিফিশিয়াল কাশ নিশ্চিত হওয়ার পর অবাক হলাম ।
কবিতা ব্যাপক হার্ড!!??? নাকি গাঁথুনি ভীষণ শক্ত । :)

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:




ভাল লেগেছে মায়ের কবিতা । মায়ের অনুভব অমূল্য অনুভব ।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোখের সামনে সন্তানের তিল তিল করে বেড়ে উঠা মা বাবার জন্য এর অসাধারণ অভিজ্ঞতা।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।+

৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট আর পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে++



২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো মায়ের বন্দনার কবিতা | কবিতার এই লাইনটা তাকে দেখেই বুঝিছে যে তাই করি বন্দনা। কি এভাবেই লিখতে চেয়েছিলেন ?

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: মা বাবা কত আদরে যতনে আমাকে মানুষ করেছেন সালমানের জন্ম না হলে আমি বুঝতামনা । তার কাজ খাওয়া দাওয়া ঘুম হাসা ইত্যাদি। যখন তখন মলমূত্র ত্যাগ।তারপরও তার প্রতি দারুন মায়া। দেখলেই হৃদয়টা ভরে উঠে আনন্দে। তাকে কাছেই বেধে রাখি যতটা সম্ভব।

মা শুধু গর্ভধারন করেন নি। অনেক ভালবেসে লালন পালন করেছেন। তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই ।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিলেন মা'কে নিয়ে, মুগ্ধ করেছন কবি কথামালায়।


শুভকামনা আপনার জন্য।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: এই টিয়ে পাখি আমাদের সালমান। সে নকল কাশি কাশে । :)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

শামছুল ইসলাম বলেছেন: মা ও টিয়ে পাখি নিয়ে চমৎকার হৃদয়গ্রাহী কবিতা ।
+++

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

অশেষ কৃতজ্ঞতা জানবেন।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

পার্থ তালুকদার বলেছেন: সন্তানের মাঝে মাকে খুঁজে পাওয়া।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: ছোট্ট টিয়ে পাখি— আর মমতাময়ী মা
ত্রিভূবনে তার নেই যে তুলনা।



++

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: আর লিখবো না কোন কবিতা । অনেক ঝামেলায় আছি।দারুন প্রতিকূল পরিবেশ। :( আল বিদা ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.