নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চিরচেনা নগরী

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৯


চিরচেনা নগরী
যেখানে কেটেছে
সুদীর্ঘ প্রহর.....
হঠাৎ অচেনা হয়ে ওঠো!
এখানে কেবল সুরম্য অট্টালিকা
ব্যস্ত রাজপথ—নিরেট পাথরে গড়া নাগরিক মন
তবু সান্ধ্য রেস্তোরায়_হয়তো কখনো মেলেছে
এতটুকু ফুসরত।
তারপর আধারের আভরণে—ঘুমন্ত নগরী।
ব্যস্ততার মাঝেও
জেগে থাকে নির্ঘুম জগৎ।
রাতের গভীরে কুয়াশার চাদরে মোড়ে
রচিত হয় পূর্ণ চন্দ্রিমা।
আধোজাগরণের নষ্টালজিয়া,
তাতে প্রেয়সীর ললাটে
জোটে একরাশ চুম্বন
নগরীর ঠোঁটে কামনার রক্তগোলাপ ফুটে
প্রিয়তমা নগরী!
তোমারে রেখেছি মনে
প্রহর গুণে গুণে ।
হৃদয়ের কড়া নেড়ে
কৌশলে লুকিয়ে রাখা
তাও ঢের ভালো
তবু দাগ যেন না লাগে
গায়ে, চাঁদের মতন।
গড়ে ওঠো সুপ্রিয় নগরী
সুপরিকল্পনায়,
নিঁখুত অবকাঠামো নিয়ে ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


প্রাণবন্ত নগরী, সাধারণ মানুষের নগরী, অনেক কাহিীির ন গরী; কবিতা ভালো লেগেছে

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাললাগায় ানেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২

ভানুসিংহ তথত বলেছেন: ভাল লেগেছে :-<

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

ডার্ক ম্যান বলেছেন: ভাবতাছি আপনার কাছে এক সপ্তাহ কিভাবে কবিতা লিখতে হবে সে দীক্ষা নিব

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: হা হা। কবিতা পড়লে লেখার চেষ্টা করলে হয়ে।


লিখতে থাকুন কবিতা লিখতে থাকুন গান
প্রচেষ্টা সব সম্ভব , মুশকিল আহসান । =p~

৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

রুরু বলেছেন: গড়ে ওঠো সুপ্রিয় নগরী
সুপরিকল্পনায়,
নিঁখুত অবকাঠামো নিয়ে।
খুব ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: মজার ব্যাপার হলো এখন লেখা কপিপেস্ট করা যায় না। লেখা চুরির ব্যাপারটি দুরুহ হয়েছে।ভয় কিছুটা হলেও কমেছে। আশা করি আমার লেখা চুরি হবে না। এখন শুদ্ধ বানানে লিখতে আর ভয় থাকবে না । :)

আর একটি কবিতা লিখে ফেললাম ।


ভালোবাসা মিথ্যে নয় মিথ্যে অহংকার
শ্রদ্ধামাখা ভালোবাসা কামনা সবার,
খোলামেলা প্রেম সস্তা অতি
পশুত্ব তাতে মেশা , তাতে ব্যক্তিত্বের নতি।

প্রিয়তমা হলো ফুলের মতন
সবার অগোচরে নাও ঘ্রাণ তার
করিয়া যতন।
হৃদয়মালতি মম প্রেমে করোনা সংশয়
ডাকলে আমায় কাছে পাবে যখন সম্ভব হয়।
যদি না দেই দেখা
ভেবে নিও দারুন ব্যস্ত
দেবো না তোমায় ধোকা।
এখনের কবিতা সেও তোমায় স্মরণ করে
আমাদের মিলন হবে ।
সব বাধা দূর হবে।
তুমি কেবল আমারই কবিতা
আমি করবো সৃজন সোনার মেয়ে
আমাদের প্রণয় অবশ্যসম্ভাবী
পৃথিবীর কেউ পারবে না দমাতে ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

শামচুল হক বলেছেন: দারুণ কবিতা, খুব ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: নগরী ঢাকা আসলে আমার প্রিয়তমা । !:#P

৬| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

এফ.কে আশিক বলেছেন: গড়ে ওঠো সুপ্রিয় নগরী
সুপরিকল্পনায়,
নিঁখুত অবকাঠামো নিয়ে।

দারুন বলেছেন...
কবিতায় ভালো লাগা রইল প্রিয় কবি...।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার অন্য কবিতা থেকে ভিন্ন রুপের একটি চমৎকার কবিতা।

১০| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এই নগরী আমারও বড় প্রিয়। দারুন কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.