নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঝরাপাতার কাব্য

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭




শীতের শিশির ভোরের বেলায়
জমে সবুজ ঘাসের ডগায়;
রবির কিরণ পড়লে তাতে—অদৃশ্য এক কাব্য হয়ে
তা কোথায় যে লুকায়?

তবু শীতের আগমনে ভয়ের কিগো আছে?
প্রাণের প্রিয়তমা
শীতের রেশমি চাদর হয়ে আসে যদি কাছে।

একটু উষ্ণতা আর অপার মমতা
দারুন মধুর লাগে।
হৃদয়মালতী একটুখানি যদি
মধুর নামে ডাকে।

হিমেল উত্তর হাওয়া, দানো প্রিয়ার তনে
এমনোতরো শীত ;
ঝরাপাতার নূপুর পায়ে
সে উঠে যেনো গেয়ে
মিলন সঙ্গীত।

কনকনে শীত —একটু খানি ঢালো
বাসন্তী শিহরণ তার প্রাণে;
যেনো সে আমায়
নেয় টেনে কাছে ভালোবেসে এক টানে।

ভালোবাসা মোদের—নয়তো শীতের শিশির
যা নিমিষে যায় উবে,
ভালোবাসা মোদের ভোরের রবি পূবে;
প্রতিনিয়ত বিলিয়ে কিরণ পশ্চিমে যায় ডুবে।


মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লিখেছেন ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমন্টে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতাখানি পড়িয়া একটাখানা লাইক প্রদান করিয়াছি। :)

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ পিকে। :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: ঝরা পাতায় মুগ্ধতা

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: মাহবুবুল আজাদ বলেছেন: ঝরা পাতায় মুগ্ধতা

অশেষ কৃতজ্ঞতা সুন্দর কমেন্টে ।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা ভাল লেগেছে।শুভ কামনা।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে ভালো লাগলো। ভাল থকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: ঝরা পাতার কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রামানিক বলেছেন: ঝরা পাতার কবিতা ভালো লাগল। ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সবসময় সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১১

চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। কবিতা পড়া হয়না ইদানিং।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ভালো লাগা রেখে যাওয়ায়। অশেষ কৃতজ্ঞতা দিয়ে দিলাম আর শুভকামনা ।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে ।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের কমেন্ট আমাকে আর সুন্দর লিখতে উৎসাহিত করবে ।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:



সবই কি দুরাশা?

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: না দুরাশা নয় আশা ।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: শীতের শিশির ভেজা ভালোবাসার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। সাদা মনের মানুষ । ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কাব্যিক ব্যঞ্জনাময়।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আপনি আবারো লিখছেন । খুব ভালো লাগছে ।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কাব্যিক ব্যঞ্জনাময়।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে সেলিম ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

বিলিয়ার রহমান বলেছেন: বেশ লিখেছেন!!:)


+

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




ভালোবাসা শীতের শিশিরের মতোই , যতোক্ষন থাকে ততক্ষনই ঝিলমিল ..... ঝিলমিল । তার পরক্ষনেই শিশিরের মতেই উবে যাও তার নিয়তি ।
তবুও শিশির পড়ে পাতায় পাতায়, এক গ্রীষ্মে সে পাতারা আবার ঝরেই যায় । তাই বোধহয় ঝরাপাতার কাব্য !!!!
সুন্দর হয়েছে ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট।

তবে ভালোবাসা নয় শিশিরের মতন ।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিজন রয় বলেছেন: কেমন অাছেন?

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো আপনি কেমন আছেন??

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা চমৎকার ভালো লাগায় ।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন ।ভালো লাগল

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২০| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৭

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, কবিতা পড়ার পর ঝরে গেলাম,পরে গেলাম ঝরাপাতার মতো অবস্থা হলো ভালো লাগায় (অনেক ভালো লাগলে কাঁপতে পারেই মানুষ, ধুমধাম করে পরে যেতেই পারে তাই না?) | এই দ্যা কবিতাটার জন্য অনেক ধন্যবাদ নিন |

২১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

শামছুল ইসলাম বলেছেন: ঝরাপাতার কাব্য - কবিতার নামটা সুন্দর, কবিতাটাও সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.