নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পাঠানো শেষ ডিজিটাল ছবিটা

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫



কতজনে চেয়েছিলো
কতজনে চায়নি;
অদৃষ্টের পরিহাস
কাছে তারে পাইনি।

মনে মনে ভালোবাসা
হয়েছিলো জানিতা;
দ্বিধাদ্বন্দ্বে পরিণয়
ব্যর্থতায় মানিতা।

আমরা যে ক্রমাগত
দূরে সরে গিয়েছি;
তবু হৃদয় বন্ধনে
অটুট যে থেকেছি।

আমার পাঠানো শেষ
ডিজিটাল ছবিটা;
বলে দেবে সবকিছু
বুঝবে যে তুমি তা।

বেদনার পত্রখানা
তাই আর লিখিনি;
ছবিটাই বলে দিবে
নাপাবার যাতনি।

ফ্যাকাশে সে চেহারাতে
বলিরেখা যে স্পষ্ট;
অনায়াসে বুঝা যায়
না পাওয়ার কষ্ট।

তৃষ্ণাভরা দুনয়ন
বলেছে কি তোমারে?
এ হৃদয়ে অন্যকেহ
গড়েনি আবাস যে।

ব্যথাভরা অবয়ব
এ কারণে পাঠানো;
ভালোবেসে মুছে দাও
বেদনার মাতামো।

একটাই প্রেম তুমি
বাকী সব বানানো;
দূরে ঠেলে দিতে প্রেম
সুবিন্যাসে সাজানো।

বিলম্ব আর করোনা
ওগো প্রাণ সজনী;
কাছে টেনে নাও মোরে
হয়ে মোর ঘরণী।

বানোয়াট সব কথা
এখনি ভুলে যাও;
বিশ্বাসে মেলায় বস্তু
কথাটি মেনে নাও।
হৃদয়ের ছোট্ট ঘরে
আমারে ঠাঁই দাও।




মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি আপনার ১ম কবিতাটাকে একটু এদিক ওদিক করে প্রতিবারেই পোষ্ট করছেন; আমি ভাব ও মননে আজ অবধি আলাদা কিছু দেখলাম না; "তাকে পাওয়া গেলো না" , এটাই সারাংশ

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: তাকে পাওয়া গেলো না......তাকে পাওয়া যাবে.......
এটাই তো কবিতা।
এবার মাত্রা মিলিয়ে লিখলাম....
আমার প্রিয়তমা দুঃখ ভালোবাসে.....
না পাওয়ার বেদনা না থাকলে তার মনে দাগ কাটে না .... :)

ক্রমাগত দাগ কাটা প্রচেষ্টা চলছে....কখনো ছন্দ কখনো ছন্দহীন আবার কখনো মুক্তগদ্য ।
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা আর কি।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

কুঁড়ের_বাদশা বলেছেন: এতো কষ্টের কবিতা পড়তে ভাল লাগে না! :)

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আসলে নিজের পান্ডিত্য জাহির করি।না হলে প্রেমিকার মন ভরবে না। আমি সনেট থেকে শুরু করে সকল ফরমেটে কবিতা লিখতে পারঙ্গম ।কবিতা আমার কাছে কিছুনা ।সেটা বুঝিয়ে দিলুম। ;)

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

অর্ক বলেছেন: গভীর বিরহের কবিতা! ভালো লাগলো। অন্ত্যমিলকে তো এমনিতেই ভয় পাই। শুভেচ্ছা রইলো ভাই। কে যে আপনার এই সর্বনাশ করলো!

হা হা হা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কে রে কেরে
সর্বনাশ করিলোরে......

সর্বনাশ করিয়া আর কবিতা
পড়িলো নারে .....

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবির দুখভরা কবিতা পাঠ করতে করতে পাঠক ক্লান্ত। কবির সময় হয়েছে প্রেমের জয়গান করে কবিতা লিখা (ব্যক্তিগত অভিমত)।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লাগলো ভাই ।
আপনার এখন কবিতা লেখার মুড চলছে তাইনা । তাই রোজ কবিতা লিখতে পারছেন ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনি কি আপনার ১ম কবিতাটাকে একটু এদিক ওদিক করে প্রতিবারেই পোষ্ট করছেন; আমি ভাব ও মননে আজ অবধি আলাদা কিছু দেখলাম না; "তাকে পাওয়া গেলো না" , এটাই সারাংশ


হাহাহাহাহাহা......... চাঁদগাজী ভাই দেখি একটুখানি বিরহ ও বুঝে না ;)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

মলাসইলমুইনা বলেছেন: ঠিকঠাক মন্তব্য করতে এসে
সোনাহানির মন্তব্যে হেসে
স্ক্রল করে যেই উপরে গেলাম
প্রথম মন্তব্যে কেন এখানে এলাম,
কি করবো, বেমালুম ভুলেই গেলাম
মন্তব্য না করেই ফিরে চললাম ||

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ছান্দসিক বিরহগাঁথা।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: http://alaponblog.com/single_page.php?id=529

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.