নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ছোট বোনের বিয়ে

২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৫

আমার ছোট্ট বোন
চড়ুই পাখির মতো
কখন যে বড়ো হলো?
এইতো সেদিন তারে আমার কোলে
দিয়েছি দোল সে বড়ো যে হলো কখন!
তার চেয়ে দামী আর কেহই নাই
আমার অন্তরায়।
কষ্টগুলো তার যাদুতে হয়ে যেত মধুর মতো
সে যে আমার চাঁদের আলো
রাতের আধারে
এক পশলা বৃষ্টি যেন গ্রীষ্মের খরতাপে।
আমার দুনয়নের মনি
হৃদয়ে সুখের খনি।
বিয়ে তার হয়ে গেল
ও কি দূরে চলে গেল
আমার চোখে টলোমলো অশ্রু কেন?
বরটি তার অনেক ভালো
দুজনার খুনসুটিতে চোখে দেখি ভোরের আলো।
তবু অশ্রু টলোমলো
হৃদয়ে মোর এক ই প্রার্থনা
ওরা যেন সুখে থাকে
হৃদয়টা মোর যেন ভরে থাকে আলোয়
কষ্ট যেন না ছোঁয় তাকে
এই আশির্বাদ দিলাম তাকে
নতুন ভোরের আলোয়

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন:

২| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:২১

স্বপ্ন কুহক বলেছেন: ছবির মানুষটি কি আপনি ।।?

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ছবিতে হুমায়ূন ফরীদি, সায়েম, ফরহাদ আর নাহিন আছে।

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৩

সৈয়দ তাজুল বলেছেন: আপনার ভাই প্যাঁচিয়ে কথা না বললে মনে হয় পেট ভরে না! X(( স্বপ্ন কুহকের উত্তর সহজে দিতে পারতেন!


প্রত্যেক ভাই তার বোনকে মাবাবার পর সবচেয়ে বেশি ভালবাসে।

নিরন্তর শুভকামনা থাকলো আপনার বোনটির জন্য।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সামনের জন আমি । আমার ছবি। নিখুঁত উত্তর ্ দিতে গেলে অমন হবে। আর এমন ভাবে উত্তর দেয়ার কারণ তিনি যেন আবার কমেন্ট নিয়ে উপস্থিত হতে পারেন। এখন তো আর কেউ বেশি কমেন্ট করেন না। আর সময় পেলে আমি কমেন্ট করি।

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার বোন সুখী হোক!

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। আপনিও ভালো থাকুন অনেক।

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবিদের সাথে আমার জমে না:(

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আমি আবার লিখি কবিতা। আমি চেষ্টা করবো জমানোর।

৬| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

সৈয়দ তাজুল বলেছেন: ফিরে এসে আলোচনায় যুক্ত হওয়ার জন্য প্রথমে নোটিফিকেশন আসাটা প্রয়োজন। কিন্তু অনেকেই নোটিফিকেশন পায় না। তাই আসতেও পারে না।

আপনার প্রত্যেকটি কবিতায় আমার মন্তব্য আছে! কিন্তু আপনার প্রতিমন্তব্যের একটা নোটিফিকেশনও আমি পাইনি! এটারও পাইনি!

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমি ও সবগুলো পাইনা। কাঙ্ক্ষিত কয়েকটি আরও পাইনা।

৭| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯

মিরোরডডল বলেছেন: এখন কি হবে!!! আমি আমার ভাই কে miss করছি :-(

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আহারে আমার বোন । সে তো আর আগের মতো কাছে থাকতে পারবে না। আমার ছোট্ট বোন ও এতো কাজ করবে কিভাবে?

৮| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭

রোকনুজ্জামান খান বলেছেন: অনাবিল সুখময় হোক
আপনার বোনের জীবন।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো।

৯| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ছোট্ট আদরের বোনকে একসময় অন্যের হাতে তুলে দিতে হয় এটাই নিয়ম।বিষয়টি খুবই কষ্টের।সব বোনদের জন্য শুভ কামনা।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ । সব বোনদের জন্য শুভকামনা।

১০| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কবিতা যে বুঝিনা ভাই।
সোজা জিনিষ সহজ ভাষায় বুঝি!!

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
কবিতা বুঝতে হবে নৈলে যে জীবন বৃথা।

১১| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আমার কোনো বোন নেই। আহ আমার যদি একটা বোন থাকতো!!!

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনি তো দেখি এদিক দিয়ে দারুন দূর্ভাগা। আমার বোনের নাই তুলনা। তারে দেখলে মনটা ভালো হয়ে যায় । কঠিন সময়ে সে হবে সহায়। ও না থাকলে আমার জীবন একেবারে অসহায়। সে ই বোন যাচ্ছে দূরে।

১২| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনার ছোট বোনের জন্য দোয়া ও শুভকামনা র'লো।
কবিতায় অভিব্যক্ত আবেগ স্পর্শ করে গেলো!
কবিতায় ভাল লাগা + +

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এখন নামায পড়তে যাবো। দোয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা রইলো।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

ওমেরা বলেছেন: ভাই লিখেছে তার বোনকে নিয়ে কবিতা ভাল না হয়ে পারেই না।

আমি যখন ছোট্ট ছিলাম আমার ভাইয়ারা কথায় কথায় আমাকে নিয়ে কবিতা লিখত , না, না, লিখত না বলত ।

একটা বলি ,

আমার একটা ছোট্ট বোন চঞ্চলতায় সেরা
আকাশেতে বোনটি আমার শুভ্র একটি তারা।

আপনার বোনকে আল্লাহ সারা জীবন সুখা রাখুক।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো ওমেরা।
আমার বোনটি তখন অনেক ছোট। হাতে নিয়ে দোল খাওয়াতাম। তার পর যখন আরও বড়ো হলো ওর কান্ডকারখানা দেখতাম। মনটা আমার ভালো হয়ে যেত। যার নাই কোন বোন তারে তো বুঝানো যাবে না।

আমার ছোট বোন ফেরেশতার মতো নিষ্পাপ
তারে দেখলে অন্তর জুড়ায় যেন সে স্রষ্টার আশীর্বাদ।

অশেষ কৃতজ্ঞতা জানবেন ওমেরা/শুভ্রতারা।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪

শামচুল হক বলেছেন: আপনার বোনের জন্য দোয়া রইল।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা ।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২১

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা পৃথিবীর সব ছোটবোনদের জন্য।
সুন্দর কবিতা।।।।।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা পৃথিবীর সব ছোটবোনদের জন্য।
সুন্দর কবিতা।।।।।

অনেক ধন্যবাদ শুভকামনায় ও পাঠে ।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সব ছোটবোনদের জন্য স্নেহপূর্ণ ভালোবাসা। আপনার বোনের অনাগত ভবিষ্যতের সুখ-শান্তি কামনা করছি।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

ভালোথাকবেন সবসময় ।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

সোহানী বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার বোনরে জন্য...................................

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনা অশেষ কৃতজ্ঞতা । আপনিও ভালো থাকুন সবসময় ।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

কাতিআশা বলেছেন: আপনার ছোট বোনটির জন্য শুভকামনা রইল!
..আমার জীবনে একটা জিনিষ মিসিং আছে, সেটা হচ্ছে ভাই!..যদিও আমার বোনদের হাসব্যান্ড গুলো খুবি ভাল,---নিজের ভাইদের মত দ্বায়িত্ববোধ আছে, ---এদিক দিয়ে আমি অবশ্য লাকি!

২০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৬

জসীম অসীম বলেছেন: সেলিম আনোয়ার ভাই, ক্ষমা করবেন, লেখা বা ব্লগ বিচ্ছিন্ন বিষয়ে একটি প্রশ্ন করছি: ২০১৫ সালের নভেম্বর মাস থেকে আমি কেন আর কোনো নতুন ব্লগ লিখতে পারছি না, অনুগ্রহ করে জানান এবং এর একটি সমাধান দিন।

২১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুখসমৃদ্ধি আর হাসি আনন্দের ভরে থাকুক বোনটির আগামী,
শুভকামনা রইল।

খুব সুন্দর বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ফুটিয়ে তুলেছেন কবিবর।
কাব্য কথায় মুগ্ধতা জানবেন।

শুভকামনা আপনার জন্য

২২| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৬

বলেছেন: বোনকে, ভাইয়ের চাইতে আর কেউ বেশি ভালোবাসে এটা আমি বিশ্বাস করতে পারি না।

বোনের প্রতি ভালোবাসা রইলো

২৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বোনের জন্য ভাইয়ের মনেরটান অনাবিল সুন্দর।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩

ক্স বলেছেন: বোনের বিয়ে মানে দায়িত্ব হস্তান্তর। মায়াকে ভালবাসায় রূপান্তর।
আশ্চর্য এই সংসার। স্বামী আর ভাই - সচরাচর একই বয়েসী দুজন পুরুষ। কিন্তু দুইজনের অবস্থান দুই বিপরীত মেরুতে। একজন আস্থার আর একজন নির্ভরতার প্রতীক। একজন স্থায়ী বর্তমান, আরেকজন বাস্তব অতীত, সম্ভাব্য ভবিষ্যৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.