নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কালবোশেখী ঝড়

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

কালবৈশাখী ঝড
স্বৈরাচারের সিংহাসন
শূণ্যে তুলে ধর,

তারপর দে ছুড়ে
সাগরের ওপারে।

মানুষ নামের পশুগুলো যারা
এদেশের মানুষের সব লুটিলো
তাদের ধ্বংস কর।

কলবোশেখী ঝড় !
কর ভেঙ্গে তছনছ কর,
বাংলাদেশের শত্রু গুলো
মার আছড়ে জমিনের উপর।
ধর কুলাঙ্গার ধর।

আমার প্রিয়ার রূদ্ধ কপাট
ভেঙে ফেল আমার তরে
ঝড়ের বেগে আনবো তারে
আমার নীড়ে এ প্রাণ বদ্ধ পরিকর।

কালবৈশাখী ঝড়
স্বৈরাচারের গদিটি শূণ্যে তুলে ধর।

ঝড়ের তোড়ে যাক উড়ে
আবর্জনা সব।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯

এম আর তালুকদার বলেছেন: প৾াকৃতিক শক্তিকে আহব্বান করতেছেন মানুষের শক্তি কি সব পরাজিত হল !!!

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা নয়। মানুষ তো করবে প্রকৃতিও করবে। ন্যায়ের পক্ষে স্বয়ং স্রষ্টা ।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


আসুক ঝড়, উড়ানে নিক দৈত্যদের আস্তানাগুলো।
( প্রিয়ার ঘরের দরজা জানালও তাতে উড়ে যাবে কিন্তু, আপনি আসলেই তা চাচ্ছেন?)

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।
ঘরের চাবি পাওয়ার আগ পর্যন্ত এটাই উত্তম। চাবী লাগবে না ।
কাছে গেলে মোমের মত গলে যাবে ফেরাতে পারবে না । :P

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ঝড়ের সময় এর কবিতা। ঝড় মানুষের সহায়তা করবে শুধু।

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: কাজী নজরুল ইসলামের মতো আপনার এই কবিতায় 'তেজ' আছে।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্মদিনে আামার জন্ম। তার প্রভাব একটু থাকতে পারে । এট লিস্ট তেজটা না হয় থাকলো ।
দ্রোহ ! বুঝলেন দ্রোহ! বিদ্রোহ ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: আমার প্রিয়ার রূদ্ধ কপাট
ভেঙে ফেল আমার তরে
ঝড়ের বেগে আনবো তারে
আমার নীড়ে এ প্রাণ বদ্ধ পরিকর.....
অসাধারণ

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ। তারা আমার মিলন কে আটকাবে। অসম্ভব!
মিলন হতেই হবে...।

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

সৈয়দ তাজুল বলেছেন: ধবংসের পর আসে নতুনন...

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বলেছেন। গরম প্রকৃতি ঠান্ডা হয়ে যায়। দারুন পরিবেশ। বেশ উপভোগ্য। এটাই নিয়ম ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ঝড়ে ঝড়ে প্রতিবাদ।
বৈশাখী ঝড় হোক ঝড় বাহিনীর অভিযানের ডানা।
অসভ্যতার প্রাচীর ভেঙ্গে
সভ্যতার হাতছানিতে দিক সাড়া।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে অশেষ কৃতজ্ঞতা কবি হাফেজ আহমেদ ।


নিরন্তর শুভকামনা আমার জন্য ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

কলাবাগান১ বলেছেন: কালবৈশাখী ঝড় লন্ডন থেকে সিংহাসন ঊড়িয়ে এনে দে

স্বৈরাচারের দেশে এমন খোলামেলা সমালোচনা করলে....

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও।
স্রোতের প্রতিকূলে জন্ম বেশির ভাগ কবিতা নিখাত কবিতার । চাটুকারিতা কবিতা নয় ।

প্রিয়ার ভালোবাসাও নিখাদ কবিতা ।

৯| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঝড়ের কবিতা ভালো লিখেছেন।।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় শাহরিয়ার কবীর
মহা বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেইদিন হবো শান্ত.........

১০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পশুরা নিপাত যাক্, ভালো মানুষ মুক্তি পাক।।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আমার কলম বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষের পক্ষে ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: এটা কেবল মাত্র মানবিকতার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.