নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ধিক্কার- ভালোবাসা , বিপন্ন মানবতাতোমার হিয়া ছুঁই।

১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৪২



ধিক্কার- ভালোবাসা

গণতন্ত্রের কন্ঠস্বর রূদ্ধ করিতে যারা
বদ্ধ পরিকর,
ঘৃণা জানাই তাদের চরম ধিকৃত হোক তারা
অবনীর উপর।

যারা জীবন দিয়েছেন
মুক্তির সংগ্রামে
যারা একাত্তুরের মহান কারিগর
গণতন্ত্রের পতাকা
সমুন্নত রাখিতে আজো যারা
আছে দৃঢ় প্রতিজ্ঞমনে;
তাদের জানাই আকুন্ঠ ভালোবাসা
শ্রদ্ধবনত মনে
মাথা উঁচু করে থাকুক তারা
বাংলার জমিনে।



বিপন্ন মানবতা

কোন এক স্বামী হারা রমনী
কোন এক সন্তান হারা জননী
একজন বয়োবৃদ্ধ দারুণ অসুস্থ
গণতন্ত্রের ঝান্ডা তারি হাতে ন্যস্ত।
ভাঙলেও মচকাবেন না যিনি শত অন্যায়ের কাছে
এভাবেই অভ্যস্থ তিনি।
সে যে আজও আছে কারাগারে
মিথ্যে প্রহসনে;
তাই বিপন্ন মানবতা
ডুকরে কাঁদে নিভৃতে নির্জনে।

প্রভু শক্তি দাও তারে প্রাণে
ভেঙে দাও প্রহসনের কারাগার;
গণতন্ত্র মুক্ত করো আর ধ্বংস করো
এক চোখা দৈত্য দানব পাপিষ্ঠ আত্নার ।



তোমার হিয়া ছুঁই।

অবরোধ বাসিনী
এবার দ্বার খোলো,
খোলা হাওয়ায়
জুড়াও তোমার মন
অতীত ব্যথা ভুলো।

আমারে লও সাথে
আজিকে সন্ধ্যারাতে

হাছনা হেনা জুঁই
আলো আঁধারির খেলাতে
তোমার হিয়া ছুঁই।


মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

সৈয়দ তাজুল বলেছেন: সেলিম আনোয়ার ভাই,

কবিতা তিনটাই অসাধারণ হয়েছে।

বিপ্লবী কবিতা

গণতন্ত্রকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র মুক্তিযুদ্ধা ছাড়া উপরের রাজনীতিবিদরা কোন চেষ্টা করেননি!

১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী রাজনীতিবিদরা দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে । তারা গণতন্ত্র হত্যা করেছে। দেশে এক দলীয় শাসনব্যবস্থার প্রচলন করেছে।

২| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।

পাকিস্তান সেনা বাহিনী ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে বাংগালী জাতির স্বাধীনার স্বপ্নকে ধুলিস্যাৎ করে; তারা সেটা করেছে জেনারেল জিয়া, এরশাদ ও বেগম জিয়াকে ব্যবহার করে।

১৬ ই জুন, ২০১৮ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এরশাদ তো মাথা ব্যথার কারণ নয়। সে মুক্তিযুদ্ধা নয় । যে জেলে যেতে ভয় পায় সে আবার নেতা নাকি? সামরিক স্বৈরাচার । ব্যাপক দূর্ণীতিবাজ ।

জেনারেল জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, দেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন । আর বেগম জিয়া দেশের গণতন্ত্র সমুন্নত করেছেন, বিএনপিকে সামরিক দল থেকে গণমানুষের দলে পরিণত করেছেন।

৩| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক।

১৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদ মোবারক সনেট কবি ।

৪| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

সিগন্যাস বলেছেন: বাহ বাহ সুন্দর লিখেছেন।+++

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ++++ । নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

৫| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী রাজনীতিবিদরা দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে । তারা গণতন্ত্র হত্যা করেছে। দেশে এক দলীয় শাসনব্যবস্থার প্রচলন করেছে। "

-বাংলাদেশে কে বেশী গণতান্ত্রিক ছিলেন, বা আছেন: ১) শেখ সাহেব ২) জেনারেল জিয়া ৩) জেনারেল এরশাদ ৪) বেগম জিয়া ৫) শেখ হাসিনা?

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: ১। খালেদা জিয়া,
২্।জিয়াউর রহমান
৩। শেখ সাহেব

বাকী দুইজন স্বৈরাচার।
এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক বৈধতা পেয়েছে হাছিনার কাছ থেকে।
আর হাছিনা স্বৈর শাসক হয়েছে।
৪। এরশাদ
..স্বৈর শাসক তালিকায় রাখা যাবে না ।

খালেদা জিয়া কারণ তিনি বেসামরিক নেতা গণতান্ত্রিক নেতা
জিয়াউর রহমান ২ কারণ তিনি সামরিক শাসক হলেও শেখ সাহেবের স্বৈরশাসন থেকে জাতিকে মুক্তি দিয়েছিলেন।
বঙ্গবন্ধু অনেক বড় নেতা। কিন্ত বাকশাল গঠন এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তিন এ আছেন । তার মুক্তিঅসমান্য অবদান অস্বীকার করা চলবে না। দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা রাষ্ট্রযন্ত্রের টপ পজিশনে জায়গা করে নিতে পারছি।

৬| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ!!! তিনটি কবিতাই মন ছুৃঁয়ে গেল। পবিত্র ঈদ উল ফিতরে, কবিকে অনেক অনেক শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কারাগারে
উঠেছে ঈদের চাঁদ
ঐ চাঁদ বলে ডেকে
কাঁদ বাঙালী কাঁদ!

অনির্বচাতি, স্বৈরাচারিতায়
ডুবে রয় আঁধারে দেশ
যার শুরু আছে নিশ্চয়ই একদিন
হবেই তার শেষ!

বিপন্ন সময় চিৎকার করে
গুম খান আর ক্রশফায়ারে
রাষ্ট্রের মৌলিক স্তম্ভ খসে খসে পড়ে
সংসদে বসে কানার হাটবাজার!

সত্য বচন নির্বাসনে
সুবোধ পালিয়ে বেড়ায়
শুধু কাব্যে কি হবে কবি
চাই সশস্ত্র জাগরন আত্মার স্বত্ত্বার।

ঈদ মোবারক কবি :)

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: জাতি জেগে উঠলো বলে । খুব শীঘ্রই স্বৈরাচার প্রেতাত্নারা পালাতে শুরু করবে দেশ থেকে ।

৮| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: সামুতে যারা কবিতাই লিখে তাদের মধ্যে আপনিই সবচেয়ে সেরা।

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: আসলে আই এম দা বেস্ট। আমার কবিতা সবকিছু ধারণ করতে পারে। রবি বাবু আর নজরুল তা পারতেন না। তারা হিন্দু ধর্মে ব্যাপার স্যাপারে আমার এগিয়ে আছে বোধ হয় । বাকী সবকিছুতে আমি এগিয়ে আছে। ব্লগের সেরা নই আমি সেরা কবি ...... :)

৯| ১৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। ঈদের শুভেচ্ছা রইলো।
+।

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "জেনারেল জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, দেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন । "

-আপনাকে হয়তো গণতন্ত্র উপহার দিয়েছেন; শেখ সাহেব ও উনার পরিবারকে বুলেট উপহার দিয়েছেন!

১৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: শেখ সাহেব আর তার পরিবারকে বুলেট উপহার দিয়েছেন কি না তা জানা নেই। জিয়াউর রহমানের মত সৎ দেশ প্রেমিক দেশের স্বার্থে বাহিরে কাজ করতে পারেন না । আপনারা তো বলে থাকেন তিনি মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের স্বার্থ উদ্ধার করেছেন। আপনাদের কথা পাগলের প্রলাপের মত। স্বাধীনতা যুদ্ধে জিয়ার ভূমিকা সবাই জানে। তিনি বীর উত্তম। স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন, যুদ্ধ করেছিলেন দেশ ছেড়ে পালিয়ে যান নি। জিয়া কে এক নম্বরে রাখতাম । খালেদা জিয়ার উৎপত্তি গণতান্ত্রিক দলে এবং গণতন্ত্রে বিষয়ে তিনি আপোষহীন থেকেছেন, স্বৈরাচাররা তাকে জেলে পর্যন্ত পাঠিয়েছেন । গোপন সূত্র মতে তার কাছে ১০০ আসনের বিনিময়ে নিগোয়েশনে ডিজিএফ আই পাঠানো হয়েছিলো জেলে। খালেদা আপোষ প্রত্যাখান করেছেন। এই না হলে গণতন্ত্রের শীর্ষ নেতা । আপোষ করলে আপনাদের মতো দলকানাদের কাছে ভালো হতেন । ১/১১ এ যেমন শেখ হাছিনা ফখরুদ্দিন সরকারের সব অন্যায় রাজনৈতিক বৈধতা দিয়ে অন্যায় ভাবে ক্ষমতার মসনদে বসেছিলেন।

আমাকে তিনি গণতন্ত্র দিবেন কেন তিনি দেশকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। যেমন ভাবে শেখ হাছিনা আর শেখ সাহেব আপনাকে গণতন্ত্র দিয়ে দেশে স্বৈরশাসন ও বাকশাল প্রতিষ্ঠা করে ছিলেন। খন্দকার মোশতাককে দেবতা বানিয়েছিলেন।

১১| ১৬ ই জুন, ২০১৮ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার তিনটে কবিতা, ভাল লিখেছেন।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো প্রফেশানেল; কিন্তু জেনারেল জিয়া একজন সামরিক জান্তার লোক হওয়া সত্বেও উনাকে আপনি গণতান্ত্রিক বলছেন; আপনার ভাবনায় সমস্যা আছে।

১৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাবনা একেবারে সাফ। জিয়া জনগনের সরাসরি নির্বাচত বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট । তাকে গণতান্ত্রিক না বলে উপায় নে ই। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের জনক ।তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ।

১৩| ১৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৫

বৃষ্টি বিন্দু বলেছেন: কবি ভাই, আপনাকে জানাই ঈদুল ফিতর এর অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক।

১৮ ই জুন, ২০১৮ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।

১৪| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০০

জাহিদ অনিক বলেছেন: মোটামুটি ভালো লাগলো; ইদের শুভেচ্ছা । ইদ মোবারাক।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদের শুভেচ্ছা । মোটামুটি তবুতো লাগলো ।

১৫| ১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৮

নতুন নকিব বলেছেন:



কবিতা ভাল লাগলো। ঈদ শুভেচ্ছা।

১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদ শুভেচ্ছা ।

১৬| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৪:১৯

অক্পটে বলেছেন: তিনটি কবিতাই মন ছুঁয়ে গেল। তবে "বিপন্ন মানবতা" পড়ে কষ্টটা বাড়ছে। আর এই কষ্টটাকেই শক্তিতে রূপান্তরিত করতে হবে।

৩০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বলেছেন । এশিয়ার মেন্ডেলা হলেন খালেদা জিয়া। তাকে মুক্ত করতে হবে । খালেদা দেখিয়ে দিলেন তিনি কত বড়ো নেতা।
সত্যি এদেশ নিয়ে আমার গর্বের শেষ নেই । এদেশ খালেদার মতো নেতা জন্মেছে। মাইকেলের মত কবি জন্মেছে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.