নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল ২০১৮, ব্রাজিলের হ্যামিলিয়নের বাঁশিওয়ালা নেইমার জুনিয়র অভিনয় করেন না, মেসি কে আর চায়না আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপে ফেবারিট ছবিতে কবিতায়

২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:৫১



ডুগডুগি বাজিয়ে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা খেলার মাঠে যাচ্ছেন । কতটা আমোদে নেইমার ভাবেন তো । মাঠে তাকে প্রচন্ড ফাউলের জন্য মুখিয়ে আছে কঠিন প্রতিপক্ষ তিনি সেটা জানেন।

আমার বাঁশির সুরে
ভালোবাসার অচিনপুরে
লাগলো কিরে দোলা?
দখিনের বাতায়ন এসে
জুড়োবে এই প্রাণ
যায়না তারে ভোলা ।



মাঠে সবচেয়ে বেশি ফাউলের স্বীকার

আমায় সবাই মারছো
মেরে মেরে সঙ্গে আবার
গালমন্দ করছো
তোমরা যতই মারো
লক্ষ্য অব্যর্থ আমারো
অগণিত ভক্তের ভালোবাসার রসে
সিক্ত আমায় করছো ।



এটা অভিনয় নয় ।তার বিরুদ্ধে চক্রান্ত।

এই কী তব বিধান?
যে মেরেছে আমারে
করছো কেবল তুমি
তার রক্ষাবিধান ।




ঈশ্বর আছেন। ঈশ্বর রক্ষা করলেন। গোল হলো।




এইবার কবিতা। কান্নায় ভেঙে পড়লেন নেইমার। কত বাঁধা, কত আঘাত, উল্টো রেফারির চোখ রাঙানো হলুদ কার্ড প্রদর্শন প্রাণে কি আর শয়। কতকিছুর পর কষ্টার্জিত জয়।
নেইমার নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন এই কান্না আনন্দের, ‘এখানে (রাশিয়া) আসতে আমি কিসের মধ্য দিয়ে গিয়েছি, তা সবাই জানে না। এই কান্না আনন্দের, সমস্যা কাটিয়ে ওঠার এবং জয়ের ইচ্ছা প্রকাশের।’

বাজলো খেলা শেষের বাঁশি খেলা শেষে
নেইমার তখন হাঁটুগেড়ে সবুজ মাঠে বসে
বিশ্বকাপ নামের রমনীটারে
ভালোবাসার অর্ঘ্য করিছে নিবেদন
যার দিকে দু'হাত বাড়িয়ে
শত যুবক নিত্য দেখিছে স্বপন ।
দু'চোখে তার অশ্রুকণা
নিজেকে পেয়েছেন ফিরে
বুকে তাঁর লেগেছিল বুঝি সুখের মতন ব্যথা,
সে জানে যেতে হবে তার অনেকদূরে
মনে তার রিনরিনিয়ে বাজে কতো কথা।
বন্ধুর পথ আরো আাছে
স্বপ্নের ঠিকানায় পৌঁছতে হলে
আরো অনেক বাঁধা আছে
বিজয়মাল্য সহজে আসে না গলে ।




উচ্ছ্বাস । গোল উৎসব । বিজয়ের উচ্ছ্বাস।


ব্যথায় ব্যথায় জর্জড়িত- আমিতো
তোমার আঘাতে আঘাতে ধূলিধূসরিত
কতোদিন ধরে হেচকা টানে
আটকে দিয়ে - বায়ে ডানে
ধাক্কা দিয়ে দিয়েছো ফেলে সবুজ ঘাসে
সতর্ক করে চোখ রাঙিয়ে
ধমকে দিয়ে চমকে দিয়ে
হলুদ কার্ড দেখিয়ে দিয়ে
লক্ষ্যভেদী শট গুলো একে একে
দক্ষ হাতে- দিয়ে আটকিয়ে
অবশেষে একি দেখি অক্ষি মেলিয়া?
গোলপোস্টটা খোলেই দিলে
আমিও তৃপ্ত গোল দিয়ে।
আমার সব ক্লান্তি গুলি ।
এভাবেই করো হে দূর
ভালোবাসা জাল ফেলিয়া
যৌবনের অনুরাগে তোমার ঐ খানে মৌবনে টেনে
তবে কী সখি এটাই রীতি
সাফল্য গাঁথা অমরগীতির
দারুন সুখ - গোলপোস্ট
পারো যদি দাওনা রেখে যতনে
তোমারটা কেবল আমার লাগি।

--------------------------------------
বিশ্বকাপ ২০১৪ বিশ্বকাপের শুরুতে সেই কি আলোচনা। এবারের বিশ্বকাপ মেসির তথা আর্জেন্টিনার। ব্রাজিলের সমর্থকরা কাপের দাবী জানালে গোলক ধাধা উত্তর রাশিয়ার বিশ্বকাপটা ব্রাজিলের। ২০১৪ তে মেসির শেষ বিশ্বকাপ। পরেরটায় বয়স হয়ে যাবে। খেলার মাঠে মেসিকে অন্য দলের খেলোয়াড়রা পারলে পূজা আর্চনা করে। আর নেইমারের বেলায় ঠিক উল্টো। তার বেলায় ভালো খেলতে মানা। ফাউলের পর ফাউল। রেফারি সেগুলো আমলে নেয়না। ফাউলে ফাউলে জার্মানির বিপক্ষে খেলতেই পারল না নেইমার । ব্রাজিল ৭-১ গোলে হেরে গেলো। নেইমার থাকলে এমনটি হতো না । জার্মানি হারতো। মোদ্দাকথা ব্রাজিলকে বাইরে ফেলে দেয়া হলো। আর্জেন্টিনা রানার আপ। মেসি সেরা খেলোয়াড়। তার অনেক পরে চমকে গেলাম মেসি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। মেসি ফিরলেন কিন্তু পেনাল্টি মিস করলেন। বাজে খেললেন। বাজে খেলে ক্রোয়েশিয়ার সঙ্গে প্রতিরোধের চেষ্টাও করলেন না। তার এমন খেলার শর্তে কি এর আগের বিশ্বকাপের সাফল্য? ব্রাজিলের বঞ্চনা আর আর্জেন্টিনার পুরষ্কার। মেসি এখনো ফুটবল গড বাংলাদেশের মানুষের কাছে। আর্জেন্টিনার কাছে নয় । আর্জেন্টিনার মানুষ চায় মেসির অবসর ঘোষণা। জাতীয় দলে মেসি আর না ।

আর্জেন্টিনার অভিজ্ঞ সাংবাদিক ফার্নান্দো নিয়েম্ব্রো জানিয়েই দিয়েছেন, ‘বার্সেলোনার জার্সি গায়ে মেসি যেমন খেলেন, তার কানাকড়িও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেন না। মেসির এখন অবসর নিয়ে নেওয়া উচিত। ওর দেশকে দেওয়ার মতো আর কিছু নেই।’সূত্র প্রথম আলো। উল্লেখ্য আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসি অবসর নিলে দেশের প্রেসিডেন্ট এর অনুরোধে তিনি আবার জাতীয় দলে ফিরে আসেন। এখন সেদেশের মানুষের দাবী মেসির অবসর।


অবণীর বুকে
করিতে পারো হে অর্জন
ক্ষণিকের সফলতা,
একদিন তা শেষ হয়ে যায়
সফলতা মিশে যায় অবজ্ঞায়
থাকে পরে শুধু খড়কুটোর মতো ব্যর্থতা।



১৯৮২ এবং ১৯৮৬ বিশ্বকাপেও ব্রাজিল ছিল শক্তিশালী দল ।বিশ্বকাপ জেতার মতো ।

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৭

কাইকর বলেছেন: লাইক দিলাম।

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লাইকে অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা আপনার জন্য। জয়তু ব্রাজিল ।

২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সিগন্যাস বলেছেন: অবস্থা আরো খারাপ হবে।মেসিকে তার নিজের দেশের মানুষ অবজ্ঞা করছে

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই ।তার জনপ্রিয়তা থাকবে স্পেনে বার্সেলোনা আর বাংলাদেশে । আরজেন্টিনার মানুষ তার উপর ক্ষেপেছে ।

৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২

তারেক_মাহমুদ বলেছেন: নেইমার একজন আবেগী দেশপ্রেমিক খেলোয়াড়ের নাম দেশের জন্য প্রাণ দিয়ে লড়ে যান স্যালুট নেইমার।

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই প্রমাণ করলেন খেলার মাঠে প্রজাপতির মতো উড়লেন্ চিতা বাঘের ক্ষিপ্রতায় আক্রমনের পর আক্রমন করলেন্ ।যার এতো দেশপ্রেম সে কি আর গায়ের ব্যথা বঞ্চনা মনে রাখে ।

৪| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২

আবু তালেব শেখ বলেছেন: এলিয়েন দিয়ে তো ফুটবল চলে না

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ মন্তব্য করেছেন। এলিয়েন ফুটবল খেলবে কিভাবে ? সুপ্রিয় ব্লগার আপনি কোন দল সমর্থন করেন??

৫| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল।

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি কোনদিন ফুটবলে লাথি দিয়েছেন? ফুটবল নিয়ে আপনার পো্স্ট পড়াই মুশকিল।

যাক, ক্লাবের খেলায় মেসির জন্য সেটা-আপ আছে, কে কে মেসিকে কখন বল দিবে, মেসিকে কাকে বল দিবে সব সেট-আপ করা আছে; বিশ্বকাপে সেটা নেই; তদুপরি,বিশ্বকাপের প্রতিটি খেলোয়াড় ক্লাবগুলোর নজর পেতে চায়, তাদেরকে নিজেদের ভবিষ্যত গুণতে হয়; গতকাল খেয়াল করেছেন, মার্সেলো নেইমারকে বল দিয়েছে, কিন্তু কোটিনহো বল দেয়নি, নিজে গোল করতে চেয়েছে, সেটা ওর নিজের জন্য দরকার ছিলো?

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: মেসির তো কোন ক্লাব নজরে নেয়া লাগে না। এটি উদিয়মান তারকার জন্য প্রযোজ্য । আপনার তো এটা বুঝার কথা ।বিশ্বকাপ শুধু একজন বিশ্বতারকা সৃষ্টি করে । মেসিকে খাইয়ে দিলে খেতে পারে।

নেইমার তা নন। মেসির কত গোল নেইমার বানিয়েদিয়েছেন সেটা অবগত আছেন নিশ্চয়।

নেইমার গোল করেন । গোল বানিয়ে দেন।

এবারের বিশ্বকাপে তার গোল ক্ষুধা লক্ষ্যনীয় । বারে নিজেই শট করছেন। ব্যাপারটি ব্রাজিলের জন্য অবশ্যই ভালো। বেশি গোল জিততে সহায়তা করবে বড় ব্যবধানে। কোটিনহোদের সুবিধা হলো তারা অনেক ফ্রি খেলতে পারে। তাকে এত ফাউল সইতে হয় না। সবাই েনেইমার কে নিয়ে ব্যস্ত থাকার সুযোগ জেসুস, কোটিনহো , পাউরিনহো উইলিয়ানদের নিতে হবে ।

৭| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

খনাই বলেছেন: মেসি নেইমার ভাই ভাই
বিশ্বকাপ কারো ভাগ্যে নাই !

কবি, সকারের কবিতা খারাপ না ! বিরাশি আর ছিয়াশিতে ফুটবলের ভ্যান গগ টেলে সান্তানার টেনিংয়ে ব্রাজিলের খেলোয়াড়রা সত্যিই শিল্পীর মতো ফুটবল খেলেছিল !

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: এইবার নেইমার বিশ্বকাপ নিবে ।
সব প্রতিকূলতা জয় করে ঠিকই নিয়ে নিবে ।


৮২ এর ইতালী মানে পাওলো রোসি ইতালি ছিল তুলনায় দূর্বল দল ।রিভিউ থেকে জেনেছি কিন্তু তারা চ্রাম্পিয়ন হয়েছিল।

মাফিয়ার একটা প্রচ্ছন্ন ছায়া সবসময় থাকে । ইতালি ২০০৬ যেভাবে জিতেছে সন্দেহের অবকাশ তাতে আছে ।

কেজিবি পুতিন এখানে রাজনীত করলে সেটা খারাপ হবে। গোওওওওওলল। আবারো গোল । ১মিনিটে দুইগোল।

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বেলজিয়াম ২ তিউনিসিয়া ১ ।

৮| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ছোট বেলা আমি খুব ভালো ফুটবল খেলতাম।
আমারদের এলাকায় সান রাইজ নামে একটা ক্লাব ছিল সেই ক্লাবেই আমি খেলতাম।

২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি মোটামুটি খেলতাম । অন্য পাড়ার সঙ্গে খেলা পরলে আমার ডাক পড়তো ।

৯| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবার দলকানা পোস্ট???
আপনার সমালোচনা পড়লে মেজাজ গরম হয়!


আপনা কাছে নেইমার/মেকাপ ম্যাডাম হিরো,
হাচু আপা/মেসি জিরো!!!
সেই একই কুমিরের ছাওX(

২৩ শে জুন, ২০১৮ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: নেইমার , খালেদা জিয়া আর শেখ হাছিনা এক দলে । কারন দুজন নেইমার আর ব্রাজিলের সাপোর্টার।

আর মেসিকে আপনার বাসায় নিতে পারেন একটা পোস্ট দেখলাম ফেসবুকে মেসিকে অবজ্ঞা করার কারণে আর্জেন্টিনার মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে মেসির পায়ে তেল মেরে পোস্ট দিয়েছেন ঢাবির একজন ছাত্র.....কত বড়ো পাংখা মেসির আছে এইবার বুঝেন। মার চেয়ে মাসির দরদ বেশি । মেসিরে বাংলাদেশে নিয়ে আসেন।

কুমিরের একছাও দেখিয়ে প্রতি্ খেলায় শিয়ালদের ১১ জনকে ব্যস্ত রাখা লাগে। কুমিরের বাকী ১০ ছাও যাতে ম্যাচ সহজে খেলায় জিতে যেতে পারে। !:#P

আজকে বেলজিয়াম ৫-২ গোলে তিউনিশিয়াকে হারিয়েছে। অথচ বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে না যাওয়াটাই স্বাভাবিক। গেলে সেটা দূর্ঘটনা বলতে হবে ।

২৩ শে জুন, ২০১৮ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: হারুন অর রশিদ
2 hrs

তুমি জন্ম নিয়েছিলে কেন?কেন ফুটবল নামের কলংকিত জগৎটাকে বেছে নিলে?কেন তুমি অসুস্থ হওয়ার পর আবার সুস্থ হলে?কেন তুমি স্পেনের হয়ে অনুরোধ পাওয়ার পরও তাদের হয়ে খেললে না?কেন তুমি অবসরের পর বাছাই পর্বে ধুকতে থাকা অকৃতজ্ঞ আর্জেন্টিনার জন্য আবার ফিরে এলে??কেন তুমি তোমার একক কৃতিত্বে তাদের রাশিয়ায় পা রাখার যোগ্যতা এনে দিলে?? কেন তুমি তোমার অকৃতজ্ঞ ফ্যানদের,"মেসি তুমি যেও না" কথাটি শুনে আবার ফিরে এলে????
উপরের সবকিছুই তোমার ব্যর্থতা! তোমার ব্যর্থতা আর কোথাও নেই।তুমি যদি এসব ব্যর্থতাকে উপেক্ষা করে চলতে পারতে, তাহলে অকৃতজ্ঞরা তোমাকে নিয়ে আজ আর ট্রল করতে পারতো না।
২০০৬ থেকে আর্জেন্টিনার হয়ে তোমার শুরু,আমারও দেখার শুরু।কিন্তু এই ১২ বছরে তুমি যতটা এগিয়েছো,ততটাই পিছিয়েছে আর্জেন্টিনা। ৩ বছরে তিনটি মেজর ফাইনালে নিয়ে যাওয়ার পর ব্যর্থ হয়ে ফিরে আসা,এসবকিছুর দায় দেয়া হয়েছে তোমার কাধে। হ্যাঁ এসবের দায় তোমারই!কেন তুমি এই অকৃতজ্ঞদের তিনটি ফাইনালে স্বাদ নিতে দিলে???
আর্জেন্টিনা দল কখনও বুঝতেই পারেনি তাদের মেসি নামের কেউ একজন রয়েছে! ২২ বছরে তারা কোনো কিছুই অর্জন করতে পারেনি,সেখানে শেষ ১২ বছরে চারটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন তোমার হাত ধরে,তারপরও নাকি আর্জেন্টিনা ব্যর্থ নয়, ব্যর্থ তুমি!
২০১৪ ফাইনালে হারের পর আমি কষ্ট পেয়েছিলাম,২০১৫ তেও কষ্টই পেয়েছিলাম।কিন্তু ২০১৬ কে তোমার কান্না দেখে কেঁদেছিলাম প্রথম! আর ২০১৮তে মাঠে ৪৪হাজার দর্শক সাথে আরও হাজার হাজার খেলোয়াড়-কর্মকর্তাদের মধ্যে তোমার অসহায়ত্ব দেখে আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি!
যতবারই তুমি ব্যর্থ হয়েছো ততবারই ব্যর্থ আর্জেন্টিনা। তাহলে এই ব্যর্থতাটা কার???শুধুই কি তোমার??নাকি অন্য দশজনের???
তিনটি ফাইনালে হারের পর তোমরা তাকে দিয়েছো সবকিছুর দায়!তাহলে আবার কেন তাকে ঘিরে স্বপ্ন দেখ???সে তো চলেই গিয়েছিলো,ফিরিয়ে আনলে তাকে,এখন আবার তার টিমমেট এবং ভন্ড ফ্যানদের প্রতারণার শিকার হচ্ছে সে।
অকৃতজ্ঞদের বলে রাখি,"এটাই শেষ বিদায়"!
আর কখন "মেসি তুমি যেও না"মেসি তুমি যেও না" বলে চিৎকার করলেও কাজ হবে না।কেউ আর ফিরে আসবে না......
ফুটবল শব্দটি যখন আমার কানে এসে লাগে,তখন আমি ফুটবল শুনি না শুনি মেসি!
কারণ, আমার কাছে ফুটবল মানেই মেসি।
অনেক প্রস্তুতি নিয়েছিলাম রাশিয়া বিশ্বকাপ দেখার,কিন্তু এতো তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে ভাবতেই কষ্ট লাগছে....!
সেই ২০০৬ থেকে তুমি আমার কাছে শ্রেষ্ঠ! একটি একটি বছর করে বারটি বছর অতিক্রম করেও আজ অবধি আমার কাছে তুমিই শ্রেষ্ঠ আছো এবং থাকবে......লিখেছে হারুনুর রশিদ। দেখেন কতো বড়ো ফ্যান মেসির ।

একেই বলে রোম পুড়িয়া যাইতেছে অন্য দেশের নীরু বাশি বাজাইতেছে ।

১০| ২৩ শে জুন, ২০১৮ রাত ৯:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার প্রতিউত্তর আমার পছন্দ হয়েছে!
তবে আরো কিছু কথা আছে, মেসিকে নিয়ে বিবিসিতে বড়িয়া মজুমদারের বিশ্লেষণটা শুনবেন!
এখন একটু ব্যস্ত আছি! পরে আড্ডা হবে!

ভালো থাকবেন প্রিয় ভাইয়ু;)

২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: মেক্সিকো ২-১ দক্ষিণ কোরিয়া । ভালো খেলা হয়েছে ।

১১| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেলজিয়াম ভালো দল!

আজকে সুইডাইন:P নাকি জিতবেজিতবে??
তা জার্মানরা কয় গোল খাবে??
সেভেন আপের জন্য ভয় হয়???;)

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: জার্মানি একটা খেয়েছে....... ;)

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: সেভেন আপের ভয় নয়। তাদের সাথে ফাইনালে মোকাবেলা হলে ভালো হতো । রেফারি আবার তাদের বড়ো কুটুম ।সবসময় খাতির যত্ন তাদের করে। ব্রাজিল এক হালি গোলে জার্মানিরে হারােবে সে ক্ষমতা রাখে ।

১২| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @" ..... লিখেছে হারুনুর রশিদ। দেখেন কতো বড়ো ফ্যান মেসির"
আপনিও তো নেইমারের লুলিয়া ফ্যান!:P
এক সময় কাকা ছিল, নেইমার কতদিন টিকতে পারবে সেটা সময়ই বলে দেবে!



পুনশ্চঃ আমার আব্বাজান ব্রাজিল ভক্ত!!

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: লুলিয়া ফ্যান আবার কি জিনিস । ব্রাজিল জিততে হলে নেইমারকে ভালো করতে হবে ।ব্যস ওটুকুই। ব্রাজিল বিশ্বকাপ জিতুক।

২৪ শে জুন, ২০১৮ রাত ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: জার্মানি ২-১ গোলে জিতে গেল । অতিরিক্ত সময়ে দেয়া গোলে তাদের এই জয়লাভ। ওদের শট গুলো গোলবারে থাকে। যার জন্য গোল হয়ে যায়।

১৩| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:২৭

হাসান রাজু বলেছেন: মেসির কত গোল নেইমার বানিয়েদিয়েছেন সেটা অবগত আছেন নিশ্চয়। সত্যি আপনি খেলা দেখেন না । খেলাধুলার খুঁজ খবর ও বিশ্বকাপ পর্যন্তই । বরং চাঁদগাজী সাহেব এগুলো থেকে দূরে থেকেও আপনার চেয়ে ভালো বিশ্লেষণ করেন।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: হাসান রাজু গত বছরের বার্সেলোনা র গোল বিষয়ে নেট ঘাটেন আপনার উত্তর পেয়ে যাবেন। নেইমারের পাসে মেসি কয়টা দিয়েছেন। ক্লাব ফুটবলের কথা বলছি।চাঁদগাজীরে বুঝা আপনার কাজ না। আমার আর চাদগাজীর ব্যাপার আমরা দুজন ভালো্ বুঝি ।।। মেসির কয়টা গোল মনেইমার বানিয়ে দিয়েছেন এটা যেহেতু বুঝেনা না । আপনি কোন লেভেলে ফুটবল দর্শক আমার বুঝা হয়ে গেছে । সাহসী সন্তানের কোয়েরির জবাব দিবেন ।

১৪| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: হাসান রাজু গত বছরের বার্সেলোনা র গোল বিষয়ে নেট ঘাটেন আপনার উত্তর পেয়ে যাবেন। নেইমারের পাসে মেসি কয়টা দিয়েছেন। ক্লাব ফুটবলের কথা বলছি।

১৫| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০

সাহসী সন্তান বলেছেন: ফুটবল খেলায় ফেক ডাইভও যে খেলার একটা অংশ, আমার ধারনা আমাদের দেশের অনেক বড় বড় ফুটবল বোদ্ধাও হয়তো এইটা জানেন না। কোন ধরনের ব্যাথা বেদনা ছাড়াই ফ্রিতে একটা ডাইভ দিয়ে যদি একটা ফাউল আদায় করে নেওয়া যায়, তাইলে কেন আমি সেইটা করবো না? ;)

ব্রাজিল-কোস্টারিকার ম্যাচটা শেষ হওয়ার পর থেকে এলিয়েন সমর্থক গোষ্টির কিছু সদস্যদেরকে দেখতেছি সেদিনের খেলা নিয়ে যতটা না জল ঘোলা করতেছে, তার থেকে বেশি প্যাঁচাল পাড়তেছে নেইমারের দেওয়া ডাইভ আর হলুদ কার্ড নিয়ে। যদিও এ জ্বালার কারণটা যে কি সেটা অনুমান করা শক্ত নয়। /:)

তবে এই ফেক ডাইভে তাদের এলিয়েন সম্প্রদায়ের ভচ যে সবাইকে ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় অবস্থান করতেছেন, আমার ধারনা সেটার খোঁজ খবর তারা আদৌ রাখেন না! একচুয়ালি নিজেদের দলের খেলা না দেখে অন্যেরা কই ভুল করতেছে সেইটা ধরে বেড়ানোদের কাছ থেকে এর থেকে আর বেশি কি আশা করা যায়?

তো আসেন ঘটনার সত্যতা কতটুকু সেটা দেখে আসি-

@হাসান রাজু, কে কারে কয় গোল বানাই দিয়ে খেলা করছে এইটা হিসাব কইরা খেলা বিশ্লেষণ করলে আপনি ভুল করবেন। কারণ একজন প্লেয়ার তখনই অন্য প্লেয়ারকে গোল করার সুযোগ করে দেয়, যখন তার নিজের গোল করার কোন সুযোগ থাকে না।

এনিওয়ে, আপনি এমন কোন উদাহরণ কি আমাকে দিতে পারবেন যেখানে মেসির গোল করার সুযোগ ছিল কিন্তু সে গোল না করে নেইমারকে দিয়ে গোল করিয়েছে? থাকলে সেই উদাহরণটা একটু বলবেন প্লিজ!

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সাহসী হারুনুর রশিদের কমেন্ট দেখেন। আমিতো হাসতে হাসতে শেষ ।
যাইহোক আর্জেন্টিনা সুমতি হোক। সমর্থকদের আরও বেশি হোক। নাহলে অবস্থা খারাপ। দেখা যাবে আর্জেন্টিনা তার সমর্থকদেরও মেসির মতো অবসরে যেতে বলে বিবৃতি দিতে পারে । ;)

১৬| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯

সাহসী সন্তান বলেছেন: সরাসরি ভিডিও প্লে হচ্ছে না কেন ঠিক বুঝলাম না। কোন ধরনের টেকনিক্যাল সমস্যা কিনা জানি না। যাহোক তবে আবারও দিলাম-

না হইলে ওয়াচ অন ইউটিউব-এ ক্লিক দেন! অথবা এই লিংক-এ ক্লিক করুন!

১৭| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

সাহসী সন্তান বলেছেন: কই লিখেছে কি লিখেছে হারুনর রশিদ? লিংক দেন দেখি দেখে আসি...

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ৯ নম্বর মন্তব্যের উত্তরে পাবেন। ২ নম্বর টি। তিনি ব্লগার নন। বিশ্ববিদ্যালয়ের একটা গ্র্রুপের ফেসবুকে তার পোস্ট তুলে দিয়েছি ।

১৮| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪০

হাসান রাজু বলেছেন: বস, আমি বেশ ভালই খেলা দেখি। প্রতি বছর অন্তত লা লিগার ৩০% আর ইউসিএল এর ৭০% খেলাই বলতে গেলে দেখছি । মেসি, নেইমার আর সুয়েরেজ এই ত্রয়ীর কাজই হল একজন আরেকজনের জন্য গোল বানিয়ে দেয়া । বাঁ অ্যাসিষ্ট করা । তাই নেইমারের বাড়িয়ে দেয়া বলে মেসি বা সুয়েরেজ গোল করবে সেটা স্বাভাবিক । ওদের খেলার প্ল্যান ই এটা । কিন্তু আপনি যেভাবে বলছেন যেন নেইমার একাই অ্যাসিষ্ট করেছে বা বেশি করেছে। গত কয়েক বছরে মেসির চেয়ে বেশি অ্যাসিষ্ট করেছে এমন প্লেয়ার আছে বলে আমার জানা নেই । গত পাঁচ বছরে তার অ্যাসিষ্ট ৭৯ টা যা ইউরোপ ফুটবলে সবচেয়ে বেশি । এখানে ক্লিক করে দেখতে পারেন।
আর নেইমার মেসিকে একজন বড় ভাই এবং পথ প্রদর্শক হিসেবে পেয়েছে । এমন অনেক সময় গিয়েছে যখন নিশ্চিত হ্যাট্রিকের চান্স ছেড়ে দিয়ে মেসি পেনাল্টির বল নেইমারকে এগিয়ে দিয়েছে শুধু গোলের খাতায় মেসি, নেইমার আর সুয়েরেজ সবার নাম যেন থাকে এমন সব ছোট ছোট কারনে/বাহানায়। বা কোন কারনে কয়টা ম্যাচে হয়ত নেইমার গোল পায়নি একটা গোল করে যেন আত্মবিশ্বাস ফেরত পায়।
আগেই বলে নেই মেসি যখন খেলা শুরু করে তখন রোনাল্ডিনহো কে দেখেছি এমন উদার হতে । আর কি লিখব? হাঁপিয়ে গেছি, ভাই। ভালো থাকবেন।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: যাক আপনি খেলা দেখেন ভালো কথা । পাচবছরে ডেটা নিয়ে আসছেন। গুড। নেইমার জুনিয়র তাকে এসিস্ট করেছে ব্যাপারটি সত্য ।স্বীকার করলেন। সুয়ারেজ মূলত স্ট্রাইকার । প্লে মেকার মেসি এবং নেইমার। তাদের বয়সের সুষ্পস্ট ব্যবধান। মেসি নেইমারকে পেনাল্টির সুযোগ দিয়েছেন যাতে তার নাম থাকে কিন্তু নেইমার ঠিক আগের দুই গোলে জোগান ঠিকই দিয়েছেন। আর নেইমারের কারণে সৃষ্টি পেনাল্টি মেসি নিয়ে বেশি।হ্যা সুযোগ দিয়েছেন। মেসি আর নেইমারের খেলার মাঠে বুঝাপড়া দারুন । ৯০ এর কারেকা আর ম্যারাডোনা ন্যাপোলীতে খেলতেন। কারেকা স্ট্রাইকার ম্যারাডোনা প্লেমেকার গোল কারেকা বেশি করতেন। মূখ্য খেলোয়াড় কিন্তু ম্যারাডোনাই । আমার খেলা দেখা প্রথম বিশ্বকাপ ১৯৮৬। কিছু্ই বুঝিনা তখন। উৎসব মুখর পরিবেশে মাঝরাতে আমাদের বাসায় খেলা দেখা চলছিল ।আর আমাকে ঘুম ভাঙিয়ে সেখানে রাখা তাদের জন্য বেশি আনন্দদায়ক। যেহেতু আমি সবচেয়ে ছোট। তারপর ৯০ সেভেন এ পড়ি তখন খেলা কিছুটা বুঝি ম্যারাডোনা বারবার ফাউলের স্বীকার হচ্ছে পেনাল্টি মিস করেছে। আবার খুড়িয়ে খুড়িয়ে বিশ্বকাপ ফা্ইনালে চলে গেলো তাও মনে আছে।....।তারপর দেখে দেখছি...খেলছি...গোল করছি । আমি ওয়ান পাসে খেলি। পড়লেখা নিয়ে পড়ে না থাকলে আর অভিবাবকরা খেলাটা সমর্থন দিলে কেমন খেলতাম সেটা স্রষ্টা জানে ।

যাহা লিখেছি দেখে বুঝে শুনে লিখেছি। গত বিশ্বকাপ আমি মালয়েশিয়ায় বিগ স্ক্রীনে দেখেছি ।

চাদগাজী ব্যক্তি আক্রমন করে তাই তাকে আমি কয়েকটি কমেন্টে ওটা করেছি তারে যেন সে আসে অমন করলে কেমন লাগে?

চাদগাজীকে আমি অপছন্দ করিনা। !:#P

অমন ভাবে বুঝবেন না । আমিও তো খেলাটা বুঝি। আমিও তো খেলা দেখি। কেমন???

১৯| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১১

সাহসী সন্তান বলেছেন: আহঃ আবেগ। প্রথম প্রতিউত্তরটা পড়ছিলাম। কিন্তু দ্বিতীয়টা বড় দেখে আর পড়ি নাই। এখন ভাবছি, আপনি না বললে কতবড় বিনোদন মিস করে ফেলতাম! শত কোটি ধন্যবাদ জানাইলাম আপনারে... ;)

বাংলাদেশ সরকারের কাছে দাবি, হারুনর রশিদরে আর্জেন্টিনা পাঠাই দেওয়া হোক। তাকে বাংলাদেশে মানায় না। আর্জেন্টিনার জাতীয় জাদুঘরই তার জন্য পারফেক্ট জায়গা! এরকম ফ্যানকে জাদুঘরে ছাড়া দেখতে ভাল লাগে না! =p~

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন:

যখন মেসি তে আর্জেন্টিনা ক্ষিপ্ত যদি হারুনর রশিদরে এ অবস্থায় জাদুঘরে নিতে চান সঙ্গে আপনার শিষ্য হাসান রাজুকে নিতে চান কি অবস্থা হবে ভেবেছেন? আপাত দৃষ্টিতে তারা আরজেন্টিনার সাপোর্ট না মেসির সাপোর্টার । আরজেন্টিনার বিপক্ষে গিয়ে মেসির দলে তারা । ব্যাপারটি আরজেন্টিনার ভালো ভাবে নেবার কথা না। মেসির অবস্থা আমি লিখিনি পত্রিকার সূত্রে লিখেছি। !:#P তারে নিতে হলে মেসির কাছে নিয়ে যান। অনেক উপকার হবে । ;)


আহা কি বিনোদন। আকাশে বাতাসে।

২০| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৪

হাসান রাজু বলেছেন: @সাহসী সন্তান : দেখুন উদাহরণটা আপনার মনমত হয় কি না। নেইমার সংশ্লিষ্ট

নিচের লিংকটা দেখার আগে কয়টা বিষয় মাথায় রাখবেন । মেসির ক্যারিয়ারের প্রথম দিকের খেলা, যে টাইমটায় সব খেলোয়াড় গোল করতে পছন্দ করে। ইব্রাহিমোভিচের ফর্ম কয়েক ম্যাচ ধরে খারাপ যাচ্ছে। কয়টা সহজ সুযোগও মিস করেছেন এই ম্যাচে। একটা গোল ঐ মুহূর্তে ফর্মে ফেরার টনিক হিসেবে কাজ করে।

ইব্রাহিমোভিচ সংশ্লিষ্ট।

এখানে মাচেরনো কয়দিন পরই বার্সা ত্যাগ করবেন কিন্তু দীর্ঘ বার্সা জিবনে কোন গোল নাই । এটা সম্পূর্ণ ভাবেই মেসির সিদ্ধান্ত ছিল । মাচেরেনো সংশ্লিষ্ট ।

এই ভিডিওর সবগুলোকে বলব না সেক্রিফাইস ছিল তবে বেশিরভাগ সেক্রিফাইস ছিল। কিন্তু সবগুলো এসিস্ট তো অবশ্যই ।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আশা করছি যথাসময়ে সাহসী সন্তান আপনার কমেন্টের জবাব নিয়ে হাজির হবেন ।

২১| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:১২

হাসান রাজু বলেছেন: @সেলিম আনোয়ার, আপনার প্রতিউত্তর ভালো লাগলো ।

আরজেন্টিনার বিপক্ষে গিয়ে মেসির দলে তারা । - ভুল বললেন, এটা কয়েক বছর ধরে ব্রাজিল সমর্থকদের মাঝে দেখছি । বিশ্বকাপে ব্রাজিল সমর্থক । 7UP এর পর ছদ্ধবেশি জার্মান সমর্থক । ক্লাব ফুটবলে মেসি বিদ্বেষী তাই রিয়েল সমর্থক এবং কড়া রোনালদো ফ্যান । কই? এতো ভালো খেলছে পর্তুগাল, রোনালদো ফ্যানরা কোথায় ? একজনও দেখিনা। ব্রাজিল খেই হারালে দেখবেন পর্তুগালের ফ্যানের আকাল হবে না।

যারা মেসি ফ্যান তাদের অনেকেই আছেন জার্মান বা অন্য কোন দলের সমর্থক। এমনকি কিছু ব্রাজিল সমর্থকও আছেন। আর যারা আর্জেন্টিনা সমর্থক তারা মেসিকে সমর্থন করবেন এটা খুব স্বাভাবিক।
আর আপনি যে তথ্যের ভিত্তিতে এই কথা বলেছেন। প্রাইমারি শক অনেক সমর্থকই সইতে পারে না । 7UP এরপর ব্রাজিল ও পারেনি । এটা নিয়ে মজা করতেই পারেন । হ্যাপি বিশ্বকাপ। ভালো থাকবেন।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: মেসি না থাকলে মানে দলে না থাকলে কি করবেন। তারতো বয়স হচ্ছে । আগে অবসর নিয়েছিলেন। প্রেসিসডেন্টের অনুরুধে ফিরে এসছিলেন । মেসির খেলা আমিও দেখি। আর্জেন্টিনার হয়ে কয়টি গোল করেছেন একটু জানাবেন কি? বার্সাতে তার ৩ ,৪টি গোল করাও দেখেছি। দেশের পক্ষে তার পরিসংখ্যান দিয়ে সহায়তা করেন।

আর্জেন্টিনার সমর্থকরাও কম মজা নিতে ছাড়ছে না। আরজেন্টিনার দশটা গোল খাওয়ার রেকর্ড আছে । আর ব্রাজিল সেভেন আপ শুধু গোল খেয়ে নয় ৭বার বিশ্বকাপ জিতে ৭ আপ ব্রাজিল হবে । আর্জেন্টিনা তুলনামূলক দূর্বল গ্রুপে আছে ।সুইজার ল্যান্ড, সার্বিয়ার সঙ্গে ৭আপ হতে পারতো গোল খাবার বিষয়ে । দেখা যাক নাইজেরিয়ার সঙ্গে কত আপ হয় ।

কবিতা পড়েন, কবিতার নাম রাজনীতি


রাজনীতি ভালো না লাগিলেও
রাজনীতির অধীনে সবে
রাজনীতি ভালো হলে তবেই
কেবল রাষ্ট্রের উন্নতি হবে ।
গণতান্ত্রিক অধিকারের আন্দোলন
নহে শুধু রাজনীতি কেবল ভেবে দেখো
বিশ্বব্রহ্মান্ডে আরো যত সৃষ্টি আছে
মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন ঈশ্বর
অধিকার আদায়ের সংগ্রামের মূল্য স্রষ্টার কাছেও আছে।
মানবেরে সেবিছে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরে
তাই বলি মন মানুষের সেবায় করো হে নিবেদন
গণতান্ত্রিক অধিকার আদায়ে দাও অর্থ সময় মন ।

২২| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবার ব্রাজিলের উচিত কাপ জয় করা।

একজন মাত্র ব্যক্তির উপর ভর করে কাপ জিতা যায়না আর্জেন্টিনার বুঝা উচিৎ।

২৪ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তাদের তো বুঝা যায় না। তারা কি মেসি না আর্জেন্টিনা ।
যদি মেসি হয়ে থাকে তাহলে মেসির অবসরের সাথে সাথে আর্জেন্টিনার সমর্থক কমে যাবে ।মেসি ছাড়া তারা খেলার সাহস পায়না ।

ব্রাজিলে আছে একঝাক তরুণ খেলোয়াড়। আশা করছি তারা ভাল করবে । ঊইলিয়ান , কুটিনহো, পাউলিনহো, মার্সেলো......সব দূর্দান্ত খেলোয়াড় । :)

২৩| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২

অর্থনীতিবিদ বলেছেন: ব্রাজিল দলের মধ্যে প্রাণশক্তি আছে। তারা উজ্জীবিত। তারুণ্য তাদের শক্তি। কিন্তু আর্জেন্টিনার মধ্যে কিছুই নেই। শুধু মেসি একা কিছুই করতে পারবে না। তাকে সাপোর্ট দিতে হবে, তার পায়ে বল দিতে হবে। কিন্তু হায়! মেসির পায়ে বল দেবার মতো এখন আর্জেন্টিনা দলে কোনো খেলোয়ার নেই।

২৪ শে জুন, ২০১৮ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: মেসি এখন ভীষণ ক্লান্ত। ক্লাব ফুটবল খেলে খেলে পরিশ্রান্ত। ব্রাজিল টিমের সবাই প্রাণবন্ত। প্রতিভাবান। তারা ভালো করবে।

২৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

হাসান রাজু বলেছেন: মেসি না থাকলে মানে দলে না থাকলে কি করবেন। তারতো বয়স হচ্ছে ।
ম্যারাডোনাও তো একসময় খেলা ছেড়েছে । তখন কি হয়েছে ? বিশাল ফ্যান তৈরি হবে । যারা মেসি, ম্যারাডোনায় বুঁদ থাকবে তারা আরও ৩২/৩৬/৪০ বছর অপেক্ষা করবে। তারা আরেকজন এমন গ্রেটের দেখা না পাওয়া পর্যন্ত মেসি, ম্যারাডোনার কারনে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করবে । যাদের অপেক্ষায় বিশ্বাস নেই তারা ব্রাজিল করবে। এই বিশ্বাসে যে দুইটা একটা বিশ্বকাপ আসর পর পর ব্রাজিল কাপ জয় করবে।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: গতকাল আমার একজন ডিপার্টমেন্টের প্রিয় জুনিয়রের সঙ্গে চলার পথে দেখা ডিপিএইচ এর কর্মকর্তা। বললাম তুই যেন কোন দলের সাপোর্টার। মনে তার ভীষণ দুঃখ সে বলিতেছে ভাই জন্ম থেকে জলছি। আমি বললাম তার মানে আর্জেন্টিনা? বল হ ভাই দোয়া কইরো ।পরের ম্যাচে ভালো করলে দেখা হইবো।

আমার অত অপেক্ষার দরকার নেই। আমি ব্রজিল সাপোর্ট করি জিকো সক্রেটিসের সময় থেকে যখন খেলা বুঝিনা । ৯৪ তে যখন পুরোটাই বুঝি তখন তো চ্যাম্পিয়ন..... আমার দল বদলাতে হয় না।

মেসির গোল বিশ্বকাপে কয়টা?????

স্প্যানিশ লীগ দেখবেন ক্লাব ফুটবল যেখানে মেসি মহা তারকা । বিশ্বকাপে অপেক্ষা লাগবে না ।

আবারো কমেন্ট করাতে অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সবসময়। শুভকামনা থাকলো ।

২৫| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১২

হাসান রাজু বলেছেন: মেসির গোল বিশ্বকাপে কয়টা?????
৪টা বিশ্বকাপ, ১৭ টা ম্যাচ আর মাত্র ৫ টা গোল । আশা করি, আপনার চাওয়ার চাইতেও বেশি মনমত একটা উত্তর পেয়েছেন।


**********
আগের মন্তব্যেই লিখা উচিৎ ছিল কিন্তু বিশ্বকাপ ক্যাচালে বাদ পড়ে গেছে । আপনার কবিতা ভালো লেগেছে ।
"বিশ্বব্রহ্মান্ডে আরো যত সৃষ্টি আছে..........স্রষ্টার কাছেও আছে।" আগেই বলে নেই, আমার রাজনীতির ব্যাপারে সংশ্লিষ্টতা কম (কবিতার ব্যাপারে না ই বললাম।)। রাজনীতির ব্যাপারে আমাদের খুব খারাপ কিছু ধারনা আছে । কিন্তু আমার এক বন্ধু আছে রাজনীতি করে । সত্যি সে মানুষের উপকারে আসে। এবং আমি/আমরা জানি সেটা সে মন থেকেই করছে শুধুই রাজনীতি করে বলে লোক দেখানো না।
মানব সেবা রাজনীতির একটা বড় অংশ। আমি মানি। তাই হয়ত আপনার কবিতার এই অংশটা ভালো লেগেছে।

#আসল কথা । ব্রাজিল - আর্জেন্টিনা নিয়া বহুত ক্যাচালে আছি। এর মাঝে রাজনীতি !!!! আপনি পারেন ও ভাই।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন:

তাহলে এটা পড়েন। কবিতা পাঠ করিয়া বিপুল আনন্দ লাভ করেন।

দিনশেষে পরিসংখ্যান বলে দেয় কে কোন অবস্থানে আছে । লিজেণ্ড ব্রাজিল দলে আর্জেন্টিার চেয়ে বেশি আছে ।

২৬| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০০

হাসান রাজু বলেছেন: লিজেণ্ড ব্রাজিল দলে আর্জেন্টিার চেয়ে বেশি আছে । সেই তো কথা। কাকা ও লিজেন্ড । কাকের হারে লিজেন্ড উৎপাদনকারী দেশ। এমন কোন বিশ্বকাপ আছে যেখানে ব্রাজিলের লিজেন্ড ছিল না ?!?!?! একটা জিনিষ নোট করে নিন, নেইমার আপনাদের বর্তমান লিজেন্ড। খুব তারাতারি আপনারা লিজেন্ড বদলিয়ে ফেলবেন। কুতিনহো হবেন নতুন লিজেন্ড। বাদ দেয়াতো সম্ভব না "কইছি তো কইছি" ব্রাজিল সাপোর্টাররা এবার দুই দুই জন লিজেন্ড পেয়ে যাবে ।
আচ্ছা একটা ম্যারাডোনা কি আছে ?

**********
এবার কবিতা।
আমার বাসা আর অফিসের মাঝখানে একটামাত্র বড় রাস্তা পার হতে হয়। কাছাকাছি, তাই রিক্সা ও নিতে হয় না। আমার বাবা আশ্বস্ত ছিলেন যে জ্বালাও পোড়াও সময়ে আমার বাসে চড়তে হয় না বা রাস্তায় উঠতে হয় না। বাড়ি গেলেন, প্রতিটা দিন ফোন দিতেন। বিরিক্ত হতাম। তাই আমাকে ফোন দেয়া কমিয়ে বাসায় অন্য কাউকে ফোন দিয়ে বুঝে নিতেন ফিরেছি কি না। বুঝে নিলাম, কেউ এই নালায়েক এর ও আছে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ম্যারাডোনা সেরা নাকি পেলে সেরা??

কাকা লিজেন্ড নয়। রোনাল্ডো, রোমারিও, রোনাল্ডিনহো, রবার্টো কার্লোস লিজেন্ড

আর নেইমার মেসির তুলনায় বয়সে ছোট ম্যাচ উইনার হিসেবে ছোট নয় অন্তত জাতীয় দলে মেসির তুলনা শ্রেয়তর পারফরমার ।

২৭| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৪৪

হাসান রাজু বলেছেন: ফুটবল প্রেমীদের মতামত হল, ম্যারাডোনা ৫৩% পেলে ১৮% । কিন্তু ফিফার চাওয়া পুরো উল্টো।

আপনি যাদের লিজেন্ড বললেন তারা লিজেন্ডই থাক। এমন ১০০ জন কিংবা ১০০০ জনও করা যাবে যেমন, ইনায়াস্তা, জাবি, বেনজামা, বেল, সালাহ, ইব্রাহীমোভিচ কাকে বাদ দিবেন? তাই বললাম প্রতিটা বিশ্বকাপেই ব্রাজিল লিজেন্ড সাপ্লাই করে এটাকে পানি ভাত করে ফেলছে।
ফুটবলে উতাল পাতাল করা ৫ জনের নাম আসলে আমি ৩ জনের নাম দিব ম্যারাডোনা, পেলে, আর স্টেফিনো। আপনি

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ফুটপ্রেমীদের ভোটে কি বিশ্বকাপের সেরা নির্বাচিত হয় নাকি??? এইটা কি কোন নির্বাচন? পেলের খেলা দেখেছে কয়জ। পেলে তিনটা বিশ্বকাপ নিয়েছে । ম্যারাডোনা ১টি। গোলের পরিসংখানে পেলের কাছে ম্যারাডোনা কিছু নয় । হ্যা এসিস্ট এ এক্সপার্ট। আর ফুটবল গোলের খেলা।

ইনিয়েস্তা, জাবি, বেনজামা, বেল সালাহ। এরা রোমারিও রোনাল্ডো আর রোনালডিনহোর লেভেলের খেলোয়াড় নন। আপনি জিনেদিন জিদানের নাম বলতে পারতেন । আর্জেন্টিনার সাপোর্টার দের এই এক সমস্যা। তারা ম্যারাডোনার হাত দিয়ে দেয়া গোল নিয়েও গর্ব করে থাকে। জিদান আর ম্যারাডোনা এক কাতারে ফেলতে পারেন। পেলে নয় । পেলের রেকর্ড ম্যারাডোনা স্বপ্নেও দেখেনা। এসব জানার পর আপনার ফুটবল প্রেমিদের ভোট ফুটবল প্রেমিদের প্লেয়ারদের সম্পর্কে না জানা টা ইঙ্গিত করে। পেলে আর ম্যারাডোন ২ প্রজন্মের খেলোয়াড় । আর ভোট দিয়েছে ম্যারাডোনা প্রজন্মের খেলোয়াড় সঙ্গ কারণে ম্যারাডোনা ভোট বেশি পেয়েছে। ফুটবল প্রেমিদের ভোট দিয়ে বিশ্বকাপ জেতা হয় না । তাদের ভোটে সেরা খেলোয়াড়ও নির্বাচন হয় না। ব্যাপারটি ফুটবল বোদ্ধাদের । ফুটবল বোদ্ধাদের ভোটে পেলের ১০ ভাগের এক ভাগ ভোটও ম্যারাডোনা পাবে না।

২৮| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৩

হাসান রাজু বলেছেন: ফুটপ্রেমীদের ভোটে কি বিশ্বকাপের সেরা নির্বাচিত হয় নাকি? আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, কে সেরা । প্রথমত একজন ফুটবল প্রেমীকে জিজ্ঞেস করেছেন। দ্বিতীয়ত বিশ্বকাপে কে সেরা সেটা জিজ্ঞেস করেন নি।
আর ফুটবল গোলের খেলা। ভুল। এটা ভুল ভাবে ভুল স্থানে ব্যাবহার করছেন। এর মানে হচ্ছে কে ভাল খেলল সেটা বড় কথা নয় হার জিতের খেলায় গোল আসল কথা। হার আর জিত নিশ্চিত করতে এটা বলা হয়।
সেরার প্রশ্নে বড় কথা হল, কে মনে দাগ কাটতে পেরেছে । Arthur Friedenreich নাম শুনেছেন কখনো? জীবনে তার ১৩২৯ গোল আছে যা পেলের চেয়ে বেশি। Miroslav Klose বিশ্বকাপে তার গোল সংখ্যা সব চেয়ে বেশি। ১৬ টি। কত জন চেনে তাদের? গোলের খেলা হলে পেলে বা ম্যারাডোনা না এদের জানত সবাই।
এইটা কি কোন নির্বাচন? পেলের খেলা দেখেছে কয়জন। ফিফার মত ছুতা খুজলেন। এইটা কোন যুক্তি দিলেন? আপনিতো পেলের যুগের দর্শক না। আপনি কিভাবে পেলের সমর্থক হলেন? বর্তমান জেনারেশনের ব্রাজিল সমর্থক ৯৯% মানুষ আপনার মত পেলের ভক্ত। কিভাবে? উত্তর হল পরিসংখ্যান দেখে । এবং আর্টিকেল পড়ে। সেই আর্টিকেলে পেলের বরং দাগহীন পরিস্কার একটা ইমেজ থাকে। কিন্তু ম্যারাডোনার খেলোয়াড়ি জীবনের সাথে ব্যাক্তি ম্যারাডোনার অন্ধকার অংশটা ও আসে । আপনার মত ফিফাও একই যুক্তি দিয়েছে। এবং পেলেকে ম্যারাডোনার সমান করে দিয়েছে। কিন্তু কথা হল তাতে কি পেলের খেলা দেখা মানুষগুলোর মতামত এসেছিল? হাস্যকর সব কাজ করে ফিফা। কোচ আর ম্যাগাজিন পাঠকদের ভোট নিয়েছে যেখানে ম্যারাডোনার চেয়ে পেলে ১০গুন এগিয়ে। আমি বা আপনি কখনো সেই ম্যাগাজিনের কোন একটি সংখ্যা চোখেও দেখিনি। বিশ্বের কয়জন সেই ম্যাগাজিন পড়ে? আবার তার থেকে কয়জন ভোট দিয়েছে সেই হিসেব করলে দশমিকের পর শ'খানিক শূন্য লাগবে। বাকি থাকল কোচ, ফিফার কোচ কি ফিফার বিপক্ষে গিয়ে ভোট দিবে যেখানে ততক্ষণে পরিস্কার হয়ে গেছে ফিফা কি চাইছে? এ কথা যদি বাদ ই দেই। কোন কোচ কি চাইবে তার সাগরেদ ম্যারাডোনার মত ঘাড় তেরা কেউ হোক। বরং তাদের সব সময় পছন্দ গৃহ পালিত কিছু একটা। ফিফা শেষ মুহূর্তে যখন তাদের অপছন্দের মানুষকে এভাবে জিততে দেখে তখন এমন একটা অবাস্তব সিদ্ধান্ত নেয়, বোকা বোকা একটা ছুতা দেখিয়ে। যদি পেলে জিতত তবে কি ফিফা এই সিদ্ধান্ত নিত? কখনো ই না। কোচ আর ম্যাগাজিন পাঠক জুরি বোর্ড কি অনলাইন ভোটের দুর্বলতা কাটিয়েছিল? কোত্থেকে? ঐটা একটা প্রহসন ছিল।
তারা ম্যারাডোনার হাত দিয়ে দেয়া গোল নিয়েও গর্ব করে থাকে। পুরো টুর্নামেন্টে ১টা পুরো ম্যাচ আর পরেরটাতে ইঞ্জুরিতে পরে দুর্ভাগ্যবশত আর বিশ্বকাপ খেলতেই পারলেন না। তাও ১৯৬২ সালের সেই বিশ্বকাপের পুরো ক্রেডিট পেলেকে দিয়ে দিচ্ছে ব্রাজিল সমর্থকরা এমন কি পেলেও বড় গলায় এর ক্রেডিট নিয়ে নেন। এটা গর্বের না লজ্জার। কারন ১৯৬২ সালে গ্যারিঞ্চা এবং ভাভাদের অবদান মোটা দাগে অস্বীকার করা হয়। ম্যারাডোনা হাত দিয়ে গোল করাকে কখনো অস্বীকার করেন নি। আপনারা তার ঠিক পরে কড়া সর্বকালের সেরা গোলটা জেনেশুনে উল্ল্যেখ করেন না। কিন্তু প্রাসঙ্গিক ভাবে আসা উচিৎ।
জিদান, মেসি, রোনালদো ৭ কে জেনে শুনে বাদ দিয়েছি ঐ যে ৫ জনের কাতারে ২ জনকে স্থান দিতে হবে তাদের ক্যারিয়ার শেষে।

ইনিয়েস্তা, জাবি, বেনজামা, বেল সালাহ। এরা রোমারিও রোনাল্ডো আর রোনালডিনহোর লেভেলের খেলোয়াড় নন। এটা আপনার আবেগ। ইনিয়েস্তা, জাবি এরই মাঝে প্রমাণিত। বাকিদের ক্যারিয়ারের শেষ পর্যন্ত দেখতে হবে।
ফুটবল প্রেমিদের ভোট দিয়ে বিশ্বকাপ জেতা হয় না । কে বলল বিশ্বকাপ জিততে ফুটবল প্রেমিদের ভোট লাগে। অপ্রাসঙ্গিক।
ফুটবল ফুটবল প্রেমিদের জন্য। ফুটবল বোদ্ধাদের জন্য না। শেষ পর্যন্ত আপনার কাছে প্রশ্ন? ফুটবল বোদ্ধারা কোথায় জানিয়ে দিয়েছে যে, পেলেই সেরা। আবেগ সামলান। পেলের যে রেকর্ড বলছেন ভাঙা সম্ভব না সে গুলো কেউ করতে অন্তত এই যুগে পারবে না। একজন ডি বক্সকে বেডরুম বানিয়ে গোলের পর গোল করছেন ইউরোপের তৃতীয় সারির লীগের সমান ও নয় এমন লীগের সেরা ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে। আর অন্যজন সারা মাঠ জুড়ে খেলছেন, ইউরোপের অখ্যাত এক ক্লাবকে একাই ইউরোপের সেরা ক্লাব বানিয়ে দিয়েছেন। তাদের তুলনা করছেন গোলের হিসেব দিয়ে !!!! একজন একাই নাম মাত্র একটা দলকে বিশ্বকাপ উপহার দিয়েছেন। ১৯৮৬ এর বিশ্বকাপ বলতে শুধু ম্যারাডোনাকেই বুঝে মানুষ (পারলে অস্বীকার করেন)। আর একজন যার খেলারই দরকার হয়নি ১৯৬২ এর বিশ্বকাপ জয় করে ফেলেছে সতীর্থরা। বিশ্বকাপ মঞ্চে ১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ এর ব্রাজিল টিমের প্রতিটি খেলোয়াড় ফর্মে লেটার মার্ক পাওয়া খেলোয়াড় ছিল এমনকি রিজার্ভ বেঞ্চে যারা ছিলেন তারা অন্য সেরা টিমের সেরা খেলোয়াড় থেকেও ভাল ফর্মে ছিলেন।
সেরা খেলোয়াড় যদি গোলের হিসেবে হয় তবে আপনার সেরা খেলোয়াড় হওয়া উচিৎ Arthur Friedenreich আর Miroslav Klose (আমি এদের গুগোল ঘেঁটে পেয়েছি।) অন্তত পেলে না।

সাহসী সন্তান মনে হয় ফিরবেন না।

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছেন ৮৬ এর বিশ্বকাপে। সেটি না হলে কি বিশ্বকাপ জিততে পারতো?? ম্যারাডোনা একা নেপোলিকে টেনে তুলেছে এটা ভূয়া কথা কারেকা তখন বিশ্বসেরা স্ট্রাইকার । ম্যারাডোনার হাত দিয়ে গোলকে আপনার বলেন হ্যান্‌ড অফ গড। আবেগী আর্জেন্টিনার সমর্থক। পেলের খেলা গোল করা এখনো স্যাটেলাইট চ্যাণেলে পাবেন। ফুটবল টিম ইফোর্ট। ম্যারাডোনা যেভাবে দলকে বিশ্বকাপ দিয়েছে ঠিক তেমনি রোমারিও ৯৪ তে দিয়েছে।
আর্জেন্টিনাকে যদি প্রিয় দল মেনে থাকেন সেটা এক ব্যক্তি নির্ভর কেন?? বাকী দশজন জিরো হলে ফুটবল তো দলের খেলা। এমন দল সাপোর্ট করার দরকার কি? ম্যারাডোনা ইদানিং বর্ণবাদবৈষম্য দুষে দুষ্ট । আমি যদি বলি ম্যারাডোনার সাদা চামড়াকে সাদা চামড়ার দল ভোট দিয়েছে।পেলে কালো বলে ভোট দেয়নি???

খেলার বিচারে ম্যারাডোনা পেলের তুলানায় পিছনে আছেন এটা যেমন সত্য ব্রাজিল প্রশংসা তো আপনি করলে যে পেলের দল কেমন প্লেয়াদের দিয়ে গড়া। তার মানে ব্রাজিল শ্রেয়তরো দল । এক ম্যারাডোনা এক মেসি দিয়ে তো আর সেরা দল হওয়া যায়না। ম্যারাডোনাতো ৯০ নেইমারের মতো ফাউলের স্বীকার হয়ে বারবার মাঠে পড়ে যেতেন আর দর্শকরা হাসতো। ৮২ তে লাল কার্ড পাওয়া, ৯৪ তে কোকেন খেয়ে ধরা খাওয়া ।ওনি কি খেলেছেন তাতো আমরা দেখেছি। তার চেয়ে জিদানের ফ্রান্স অনেক বেটার। আপনি আবেগে ভাসছেন। চাপে মুখে যেখানে ক্রিস্টিয়ানা রোনাল্ডো নেইমার দাড়িয়ে যান সেখানে মেসি চুপসে যান। ম্যারাডোনার ট্রাইব্রেকার শট ধরে ফেলে গোলকিপার। গোলকিপার গাইকোচিয়ার বদন্যতায় ৯০এ ফাইনালে গিয়েছে আর্জেন্টিনা । পেলে শত যোজন এগিয়ে থেকে সেরা খেলোয়াড়। সাহসী সন্তান আসতে পারেন । না আসলেও সমস্যা নেই ।আমি সাহসী পরুষ।

যাক ফুটবল নিয়ে অনেক ঘাটাঘাটি করে অখ্যাত নাম নেট থেকে এনছেন যেহেতু সাধুবাদ জানাই আপনাকে। পাউলো রসির ইতালী অনেক দূর্বল হয়েও চ্যাম্পিয়ন হয়েছিল। গতকাল মরক্কো ইয়েস্তাদের ফুটবল খেলা শিখিয়েছেন। ইরান পর্তুগালকে। পেলেকে আমি সবার থেকে এগিয়ে রাখছি তিনি সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে বিশ্বকাপ জিতেছেন ৫৮তে ।আবার ৭০ এও । গ্যারিঞ্চা রা তার সঙ্গে ছিলেন বলে তার স্কিল কমছে না কিন্তু পেলে পেলেই থাকছেন। জিকো সক্রেটিস ফালকাও ..........আজকের নেইমার এরা চাপের মুখে দূর্দান্ত । অসাধারণ ।অপরাজিত ।

২৯| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:১৮

হাসান রাজু বলেছেন: ভাই আপনি জ্বালাইয়া খাইলেন -
নেন মজা নেন। যেই সেই না, একেবারে আন্তর্জাতিক চ্যারিটেবল আবেগ -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.