নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল-২০১৮ কবির চোখে

২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৫



চলবে খেলা মাঠে-
খেলবে যারা ভালো তারাই জিতে যাবে।
আমরা শুধু দেখবো
ফুটবলের আকাশটাতে ইচ্ছে ডানায় ভাসবো।
নিষ্ঠুর অবনীতে যোগ্যতরো যাবে জিতে
এইতো নিয়ম - আমরা চেয়ে দেখবো।

হয়তো মনের কোনে আসবে ভেসে
মধুরতরো এক স্বপ্ন
আমার দেশও খেলবে যেথা
আমি সেই স্বপ্নে নিমগ্ন।

এখন আমরা কেবল মাতবো
বিশ্বফুটবলের রঙ মহলের নান্দনিকতায়
সুন্দর এই ধরণীটা চোখের কোনে আঁকবো।

যার খেলা লাগে ভালো খুব করে যে মন মাতালো
এখন শুধু তার বিজয় চাই
খেলা দেখে সকল জনে থাকুক উৎফুল্ল মনে
সতত আছি তারি মঙ্গল কামনায় ।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪০

সিগন্যাস বলেছেন: আপনি বিশ্বকাপ নিয়ে বাড়াবাড়ি করছেন।এই নিয়ে কমপক্ষে ১০ টা কবিতা লিখেছেন।

২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এতো বড়ো একটা আসর তার জন্য দশটা কবিতা কিছু্ না। কারো জন্য বই লিখে থাকলে বুঝেন কি অবস্থার বাড়াবাড়ি। এটা আমারবিশ্বকাপ ভাবনা ।দলমত নির্বিশেষে সবার উপরে।

২| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


যাক, বিশ্বকাপ কবিকে বিরহ থেকে মুক্তি দিয়েছে সাময়িকভাবে হলেও

২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: হলুদ নাকি নীল
কোন রঙের জার্সি কিনি
ভেবে ভেবে যাচ্ছে চলে দিন।
অতীতের কেনা সব হলুদ রঙা
নীলরঙের একটিও হয়নি কেনা ।
ব্রজিল দলে এবারের প্রথম জয়
নীল রঙের জার্সি পড়ে
নীলরং ই বোধ হয় হবে ভালো
মনটা তবু বেঁকে বসলো
হিমুর রঙে রাঙাতে হবে
হলুদ জার্সি কিনতে হবে ।

শেষমেস ব্রাজিলের নীল বঙের জার্সি সংগ্রহ করলাম ।

৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:২২

কামরুননাহার কলি বলেছেন: কবির কবিতা হেব্বি হয়েছে। অনেক সুন্দর ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা তো আমি লিখিনা ।

আমিই সেরা কবি । সবার সেরা আমার কবিতা। লাইক কমেন্ট কম পড়লেও এটাই বাস্তবতা।


অশেষ কৃতজ্ঞতা কবিতা পাঠে ও কমেন্টে ।

৪| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ফুটবল বিশ্বকাপে ব্রাজিল সমর্থক চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজে ও ছেলে আব্রাম খানকে পছন্দের খেলোয়াড় নেইমারের ১০ নম্বর জার্সি পরিয়ে ছবি তুলে তা ফেইসবুকে শেয়ার করেছেন।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ভালোতো।আমি ব্রজিল দলের জার্সি ক্রয় করেছি। নেইমার সেরা খেলোয়াড় হলে আরেকটা কিনবো হলুদ হিমু রঙের নেইমার জার্সি ।

৫| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি নেইমার ভক্ত ভালো কথা!
গত পোস্টে নেইমার, রোনালদো জুটির ভালো ছবি দিলেন, কিন্তু মেসি ছবিটা অমন দিয়েছেন ককেন? ওটার চেয়ে ভালো ছিলনা! নাকি দিতে ইচ্ছে করে নি...X(
লুলিয়াদের কাতারে পড়ার শখ আছে নাকি??:P
http://ste.india.com/sites/default/files/2015/07/08/377922-lionel-messi-wife.jpg
আপনার দলকানা পোস্ট দেখলেই মেজাজ খারাপ হয়!
কিন্তু প্রতিউত্তর দেখলে রাগটা মাটি হয়ে যায়!

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: খেলোয়াড়দের মধ্যে মানে ফুটবলার দের মধ্যে মডেল হিসেবে নেইমার আইকন খেলোয়াড় । মেসি ওসব অতটা বুঝে না।
আপনাদের পছন্দ না হওয়াতে ওটা পরিবর্তন করে দিয়েছি । মেসিকে দিয়ে মডেলিং হবে না।

ব্রাজিলের সাপোর্টার আমি একা নই। ব্রাজিল ভালো খেলে ।ব্রাজিল চ্যাম্পিয়ন হয় । এবার জার্মানিকে দুই হালি গোল দেয়ার সম্ভাবনা দেখছি ।

৬| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।।


তার সে কোন দেলে সাপোটার ! :P

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সেটা এখানে বলবো না । ;)

৭| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪০

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কবিতা ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগমাস্টার কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন:

১০| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:


বিশ্বকাপের নামে গ্যাঞ্জাম লেগেছে জাতিতে জাতিতে
বাঙালির নাই উছিলার অভাব খুশি উৎসবে মাতিতে।

রাতে রাতে হলো দেয়াল দখল দেয়াল ভরিলো চিকাতে
দল বেঁধে দিলো দেয়াল পাহারা নিজের দখল টিকাতে।
বুদ্ধিমানেরা উন্মাদ হলো পরিণত হলো অবুঝে
দেয়াল রাঙাল আকাশি-সাদায় অথবা হলুদ-সবুজে।
রাজনৈতিক চিকা মুছে দিয়ে কার্টুন হলো আঁকানো
না দেখে উপায় আছে নাকি কারও! দেখতে লাগে না তাকানো।

আমার দেখায়ও ভুল নাই কোনো একটুও ভুল করিনি
আর্জেন্টিনা এ দেয়ালে বাঘ ব্রাজিল নিরীহ হরিণী।
পাশের দেয়ালে উল্টো চিত্র- সবখানে এক কাহিনী
সদা তৎপর আর্জেন্টিনা এবং ব্রাজিল বাহিনী।

দুই দলে ভাগ সমর্থকেরা জান দিয়ে দেয় সকলে
ভাবটা এমন- গলাবাজি করে কাপ নিয়ে নেবে দখলে।
গর্জন করে আর্জেন্টিনা গর্জন করে ব্রাজিলও
প্রতিটি পাড়ায় শান্তি- সুখের পুরোই বারোটা বাজিল।

টেইলারিংয়ের দর্জি ব্যাটারা অর্ডার নেয়া থামিয়ে
রাত দিন শুধু পতাকা বানায় দোকানের ঝাঁপ নামিয়ে।
পতাকা, পতাকা নানা আকারের ওড়ে ছাদ, ব্যালকনিতে
পতাকা উড়াতে নেই ভেদাভেদ দরিদ্র আর ধনীতে।

রাত দিন চলে শ্লোগান মিছিল কে আছে ওদের থামাবে!
এই দেশে নাই এতো বড় ওঝা ফুটবল ভূত নামাবে।

দল জিতে গেলে সমর্থকের চিৎকার কান ফাটানো
পটকার আওয়াজ গুণতে গুণতে নির্ঘুম রাত কাটানো।
দল হেরে গেলে সমর্থকের মুখ ঢাকে চুন-কালিতে
সান্ত¦না খোঁজে টিভি ভাংচুরে রেফারিকে গালাগালিতে।

ফাউল, অফসাইড, পেনাল্টি কিক বুঝুক প্লেয়ার, রেফারি!
এইখানে করে চিল্লাচিল্লি সকল আদার বেপারি।

দুষ্ট গরুর নেই তো অভাব দুই দিককার গোয়ালে
আর্জেন্টিনা মিষ্টি বিলায় ব্রাজিল পয়েন্ট খোয়ালে।
আর্জেন্টিনা যদি গোল খায় কিংবা পয়েন্ট হারালে
ব্রাজিলেরা করে বিজয় মিছিল- প্রকাশ্যে। নয় আড়ালে।

স্বল্পবসনা সাম্বা শিল্পী অংশ হয়েছে খেলারই
সমর্থকেরা মাঠ বাদ দিয়ে সারাক্ষণ খোঁজে গ্যালারি।
খেলা চলাকালে বিদ্যুৎ গেলে প্রাণ ওঠে তাই কাঁদিয়া
গাড়ি ভাংচুরে পথে বের হয় দুই দলই জোট বাাঁধিয়া।

সমর্থকের উচ্ছ্বাস এতো! ধরে রাখা দায় বাড়িতে
চিল্লাচিল্লি ধাক্কাধাক্কি শেষ হয় মারামারিতে।
ফুটবল খেলা যেমন ভরাট ধাক্কা, গুতোতে, লাথিতে
বাঙালি জীবন ভরপুর হলো ভাংচুর, হাতাহাতিতে।
আহত হচ্ছে প্রায়ই গোটা কয় কোন দিন হবে নিহত!
বিশ্বকাপের নামে ফুটবল খেলা না থাকলে কী হত!

এক মাস ধরে শুধু লাগালাগি আর্জেন্টিনা- ব্রাজিলে
ফুটবল খেলা কবে থেকে চালু করেছিলো কোন ফাজিলে।।

(সংগৃহিত)....... ++++

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সংযোজন। সুন্দর শেয়ারে ও পাঠে অনেক ধন্যবাদ ।

এই কবিতা পাঠ করার নিমন্ত্রণ



আজকে বোধ হয় কবিতা লেখার ক্ষণ।

১১| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:৩১

নীলপরি বলেছেন: ফুটবল কাব্য ভালো লাগলো ।

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আর বাকি দুইটা কি ভাল লাগেনি।

১২| ২৬ শে জুন, ২০১৮ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আরপাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

১৩| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালোতো।আমি ব্রজিল দলের জার্সি ক্রয় করেছি। নেইমার সেরা খেলোয়াড় হলে আরেকটা কিনবো হলুদ হিমু রঙের নেইমার জার্সি ।

নেইমারকে আমার কেন জানি ভালো লাগে না। দুষ্টলোক বলে মনে হয়।

১৪| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৮

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৫| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.