নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রস্তাবনা , কবিতার অন্বেষণে এবং প্রকটন

১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬


প্রস্তাবনা

কে কাঁদালো কে হাসালো ? ভালোবাসার
রূদ্ধকপাটের কড়া—সব থেকে বেশি
সখিলো কে নাড়ালো ?
এতটুকু যদি
ভাবো!
ওগো,
কার সুখে তোমার বুকে উঠে খুশির প্লাবন?
কার শোকে তোমার চোখে নামে অথৈ শ্রাবণ?
বলি তবে এই যে শোনো দ্বিধা করোনা কোনো
ফাগুনের আগুনে এমনতো কথা ছিলনা কোনো
মানেটা কী দাঁড়ালো? মনটা তোমার কই হারালো?
এমনি করে খুব অসহায় — মানব হৃদয় ভালোবাসায় ।
মনে রেখো তোমায় আমি ভাঙতে পারি আরো পারি গড়তে
খুব করে আরো পারি —— তোমার প্রেমের ঐ পদ্মাসনে চড়তে ।।



কবিতার অন্বেষণে

কবিতা দিলো দু’হাত বাড়িয়ে
কাগজ কলম আনতে গিয়ে
কবিতা গেল কোথায় হারিয়ে?
এখন বসে বসে ভাবি —কবিতা হারিয়ে খুঁজি
কবিতা কোথায় পাই?
কবিতার তো দেখা নাই!
কবিতার খোঁজে চড়লাম পাহাড়ে
—একেবারে বটবৃক্ষের মগ ডালে
কবিতারতো নাই দেখা
অবশেষে কবিতা দেখি বসে আছে একা
দুইহাত গুটিয়ে—আত্নার ভিতরে।
কাগজ কলম ছুঁড়ে ফেলে
আমিও পড়িলাম বসে—
শপথ করিলাম মনে মনে
লিখবোনা আর কোন কবিতা
রাখবো তারে যতন করে— হৃদয়পুরে।


প্রকটন

কোনখানে যাবো? কার কাছে যাবো?
কার কাছে গেলে সুখের দেখা পাবো?
তার কাছে ভালোবাসা নেইতো কোন
একরাশ অভিযোগ কেবল আছে।
মায়ের মানা বাবার মানা ঐখানে যাসনে সোনা
করবে তোর কেবল ক্ষতি পোহাসনে আর দূর্গতি
সে যে আমায় ডাকেনা কাছে
তার কাছে যাবার অধিকার আমার কতটুকু আছে?
থেকে থেকে পড়ে মনে আমাকে ছেড়ে এতদূরে
খোকন সোনা থাকে কী করে!
আমাকে কী ওর পড়ে না মনে?
ভেবে ভেবে চোখের ক’ফোটা বেনাজল
অশ্রু হয়ে গড়িয়ে পড়ে
আমায় হেথা একলা ফেলে
খোকনসোনার সারাবেলা
কাটে যে কেমন করে ? সে থাকে কেমন করে?



মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সনেট কবি প্রথম ছবিটি আমার নিজ হাতে করা। বাকী দুটো নেট থেকে নেয়া । :)

২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৩

স্রাঞ্জি সে বলেছেন: চমৎকার কাব্য। হে কবি।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! অসাধারণ আবেগময় কথামালা! কবি ও কবিতা দুইয়ে সার্থক! পড়তে পড়তে মনে হচ্ছিল কবিতাগুলো গান হিসেবে মন্দ হবে না! রিনরিনে একটা ছন্দ আছে!

পোস্ট লাইক ও ভালোলাগা!

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।

ভালে থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৪| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৮

সিগন্যাস বলেছেন: সুন্দর +
(সনেট কবিরটা কপি করি নাই)

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে কপি করেন নি তো । ;)

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৫| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাই কবি?
আজকের ফুটবল খেলায় কোন দলকে সাপোর্ট করবেন??


পুনশ্চঃ
আপনি এখনো কি মেজরের প্রেমে পড়ে আছেন??:P
কেন জানি ব্লগের কবিতাগুলো আমার সহ্য হয় না।।:P

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের জন্য ক্রোয়েশিয়া আর বাকীটা ইংল্যান্ড। ইংল্যান্ড জিতবে বোধহয় । ইংল্যান্ড ফ্রান্স ফাইনাল হলে ভালো হবে। খেলা জমবে। তাদের আছে শত বছরের যুদ্ধের ইতিহাস।

৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট??
ছি ছি ছি
আপনি একটা বুইড়া খাটাশ!:P




মন্ডল বাড়ীর ছেলেকে ফাউল মডুরা কমেন্ট ব্যান করে রেখেছে। আমি যে দম আটকায়া মইরা যামু??:(

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? আপনার কমেন্ট ব্যান উইড্রো হোক নিজাম ভাই। আরে ফান করলাম । ;) আনন্দ খুঁজে নিতে হয়। না হলে স্রষ্টার উপর নাখোশ থাকা হয় ।
ব্রাজিল থাকলে কত ভালো হতো । সেটতো হলো না।

৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:



সবগুলোই সুন্দর। শেষটা বেশি সুন্দর। বেশ আবেগ, আবেদনমময়।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বই এবার বেড় করতে পারি। অনেক কবিতা জমা হয়েছে। কবিতা কেমন হলো ।পাঠক প্রতিক্রিয়ার উপর সিদ্ধান্ত নেবো।

৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪২

নাজিম সৌরভ বলেছেন: ভালো লাগলো কবিতাত্রয়ী !

১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতাগুলো ভালো লিখেছেন++


১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

১০| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৭

শামচুল হক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । আপনার জন্য রইলো নিরন্তর শুভেচ্ছা ।

১১| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর খুব।
কবিতা পড়লে মন শান্ত হয়।

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। আপনার জন্য রইলো নিরন্তর শুভকামনা।

১২| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২১

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! হৃদয়ের পদ্মাসন !

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।
হৃদয়ের পদামাসন।
সেটাই চাই। আর কিছু না ।

১৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

শিখা রহমান বলেছেন: কবিতাগুলো খুব ছন্দময়। পড়া শেষ হলেও অনেকক্ষণ রেশ থেকে যায়।

কবিতায় মুগ্ধতা ও ভালোলাগা। ভালো থাকবেন কবি। শুভকামনা।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

ভাল থাকবেন সবসময়। এই শুভকামনা থাকলো ।

১৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮

সামিয়া বলেছেন: অসাধারণ সব কবিতা শুভেচ্ছা কবি

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ইতি সামিয়া। বেশ ভাল লিখছেন আপনি।

১৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৬

অচেনা হৃদি বলেছেন: ভালো লেগেছে । ২য় কবিতাটা বেশি সুন্দর, মনে হল কবিতা তো ঠিক কবিতা নয়, কবিতা জীবন্ত কোন মানবী, আর কবি তাকেই খুঁজে ফিরছেন । :)
+++

১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: হা হা এবং সে হৃদয়েই বসে আছে।

কবিতা হৃদয় না আসলে সেটা কবিতা নয় ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.