নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তাদেরও অধিকার আছে ঢের

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০




শোন,
তাদেরও
অধিকার আছে ঢের;
ভালোবাসার অধিকার—অনেকের।
যারা আমাকে দেখবে বলে
আমার সঙ্গে কিছুটা সময় কাটাবে ভেবে
আজো আছে পন্থ চেয়ে —অসীম কৌতুহলে
তাদের হাতে নিষ্কাম ভালোবাসার প্রস্ফুটিত লাল গোলাপ
ওরা কোন বিনিময় চায়নি ওরা নিষ্কাম ভালোবাসা খুঁজে
ওরাও তো স্নেহ খুঁজে ছোট্ট শিশুটির মতন
সেই নিস্বার্থ ভালোবাসা টুকু
আমার কাছ থেকে—
হয়তো ওরা পায় অথবা চায়
আমার কামনা ভালবাসার দ্যুতনা
আমার হাতে তুলে দিতে ওদের চেষ্টার ত্রুটি ছিলনা
ব্যর্থ হয়ে অবশেষে ওদের অনেকে নিজেকেই
সপেছিলো আমার কাছে —আমার
শূন্যতা ঘুচাতে ।
ফুলের মতো নিষ্পাপ ভালোবাসা— এই ললাটে
অনেক জুটেছে, পুঞ্জিভূত মেঘের মতো
আমার বুকে জমেছিল অভিমান—একদিন অনেক পরে
সেই হৃদয়হীনার হৃদয়টাও কেবল আমারই হয়েছিল
আমি তখন লাশকাটা ঘরে হৃদয়ের ব্যবচ্ছেদ করি
আমি তখন কৃষ্ণের মতন রাধার থেকে অনেক দূরে
নিজের বসত গড়ি—সেই শূন্যতা বুকে নিয়ে
হৃদয়হীনা আজ পেতেছে সংসার
পৃথিবীর সব ফুল যদি ফোঁটে
আরো যত পাখি যদিও
ওঠেগো ডেকে
তবু তার ঘর—শূণ্যতার
অতল গহবর —বুঝিতেছে সে ক্ষণে ক্ষণে
জ্বলিতেছে তার তুষের আগুন মনে —আর ঢের বুঝিতেছে
আমি ছাড়া তার হৃদয়ের কী পরিণাম
রাধা যখন কৃষ্ণহারা রাধা যে
পাগলপারা—পৃথিবীটা
তার —মহাশূন্য লাগে
সময় কেবলই আততায়ি ক্ষণ
অতীব মূল্যবান লাগে প্রাণে তাতে
অযতনে হারানো রতন
হারিয়ে শেষে—
রাধা যখন—
কৃষ্ণ হারা
রাধা তখন—
দিশেহারা
সুখ তার—
নেই যে মনে
জীবন নামের—
অনুরণনে ।
ব্যথা তাঁর
ছুঁয়ে যায়
অনন্ত
আকাশ।


মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে!!!
জীবন নামের -
অনুরননে।
ব্যথা তাঁর
ছুঁয়ে যায়
অনন্ত
আকাশ।


মুগ্ধতা
ছুঁয়ে গেল
হৃদয়ের
গহিনে।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

কাইকর বলেছেন: চমৎকার কবিতা প্রিয় কবি ।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা। একেবারে খাঁটি কবিতা। যারা আমার পাশে থেকে তাদের অশেষ ধন্যবাদ। :)

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

ভ্রমরের ডানা বলেছেন:

কবির কাব্যে ভাল লাগা!

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি সকল ব্লগার বন্ধুদের উৎসর্গ করা হলো। যারা আমার চলার পথের পাথেয়। কমেন্ট দিয়ে লা ক দিয়ে পাঠ করে পক্ষে থেকে ।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন:


আজকাল কবির মন বেশি উদাস মনে হচ্ছে !!!!!!!!!! :( :( :( ;)


মনে হচ্ছে আনারকলি কোন দিনই বুঝবে না সেলিমের মন !!!!!!!!! :( :P

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আর না বুঝুক।ভালোবাসা আর না খুজুক
কাকের মত খাবার সময় দুচোখ বুজুক
আমার ছবি উঠবে ভেসে
চাদ মামা দেখবে হেসে

ভাল থাকুন আনন্দে। বাচতে হয় আনন্দ নিয়ে ।

৫| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কাওসার চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতায় ভালো লাগায় এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার। জীবনে কত মানুষের ভালোবাসা পেয়েছি তার কোন হিসাব নেহি




ভাল থাকবেন সবসময় । সুপ্রিয় কাওসার চৌধুরী নিরন্তর শুভকামনা রহিলো আপনার জন্য ।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রাকু হাসান বলেছেন: সুন্দর হয়েছে :-B

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কেবল কবিতাই। সুন্দর লেগেছে জেনে ভাল লাগলো।

৭| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সামিয়া বলেছেন: অসাধারণ

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৫

পল্লব কুমার বলেছেন: আহা! চমৎকার

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং নিরন্তর শুভকামনা।

৯| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১১

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন প্রিয় কবি।

বেশ চমৎকার কবিতা।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও প্রীশু। যদিও বুঝিনি এটা কি জিনিস। আমাকে যেহেতু দিয়েছেন । ধরে নিলাম ভালই হবে ।

১০| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এটা আমার লেখা অন্যতম সেরা কবিতা। আপনার বোধ হয় ভাল লাগেনি ???


কমেন্টে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।


কবিরা অপরাজিত। তাদের হারানু নামুঙকিম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.