নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা কিগো অপরাধ?

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫২



আমার এই নির্জন রাত
ওগো প্রিয়তমা সে তোমারি দান ।

ভালোবাসার স্বর্গ রচিবো তোমারে সাথে লয়ে
হৃদয়ে মোর হয়েছিল সাধ।

নিঠুর ছলনায় তুমি চলে গেলে ..
তারাখসার মতো আমার আকাশ থেকে তুমি ঝরে গেলে
জানিনা মোর কী অপরাধ ?

আমার ভালোবাসার অর্ঘ্য
পিষ্ট হলো ওগো তোমার কোমল পদতলে।

কত খুঁজেছি তোমারে! হেঁটেছি কত বিস্তরপথ!
পৃথিবী যেমন ঘুরে তার নিজোকক্ষপথ।
হেঁটে হেঁটে কেবল হয়েছিগো ব্যর্থ মনোরথ।

আজো আমি একা সে তোমারই কারণে!

সাগরে জোয়ার যেমন ওঠে চাঁদের আকর্ষণে।
তোমার অমোঘ ভালোবাসা বেধেঁছে বাসা
আমার হিয়ার কোণে।

তোমারে সাথে লয়ে বাঁধিবো ভালোবাসার ঘর
হৃদয়ে মোর ওগো হয়েছিল সাধ,
সেই আততায়ী ভালোবাসা
আজ হয়েছেগো মোর আমার্জনীয় অপরাধ।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:


এ জীবনে মিটিলো না সাধ!

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১৭

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: কত খুঁজেছি তোমারে! হেঁটেছি কত বিস্তরপথ!
পৃথিবী যেমন ঘুরে তার নিজোকক্ষপথ।
হেঁটে হেঁটে কেবল হয়েছিগো ব্যর্থ মনোরথ।

বাহ লেখাটি পড়ে,মন গেলো ভরে। অনেক শুভকামনা। ভালো থাকুন শ্রদ্ধেয় প্রিয় লেখক।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: আহা ভালবাসা। কবিতাটা পড়ে মন ছুয়ে গেল।
"মনে হচ্ছিলো যেন আমার জন্যই কোন কবি শত সাধনার বিনিময়ে এই কবিতাটা রচনা করেছে!"

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: লিখে ফেললাম একখানি কবিতা। গভীর রাতের আবেগী মন নিয়ে।

আপনার জন্য নিরন্তর শুভকামনা। সুপ্রিয় কবি ।

৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০০

কাওসার চৌধুরী বলেছেন:


সিম্পলি, গুড; ভাল লাগা রইলো ++++

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, সার্বজনীন হয়ে উঠেছে, মুগ্ধতা রইল কথামালায়

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৭| ২৭ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:


কবিতায় ভাল লাগা রইলো; ++++

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৩৫

সিগন্যাস বলেছেন: আহা মারাত্মক ভুল করেছেন । এই কবিতা যদি মেয়েটা চলে যাবার আগে পড়ে শোনাতেন তবে আজ সে আপনার লীলাবতী হয়ে থাকতো :) :) :)

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

লীলা্বতী হয়ে আবার আসুক ।

৯| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা !! অপূর্ণ ভালোবাসা। তবুও দেয়না সে সাড়া। সুন্দর।

শুভকামনা রইল।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

১০| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

এ.এস বাশার বলেছেন: ভালবাসার প্রতি শ্রোদ্ধা ....

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞত। নিরন্তর শুভকামনা ।

১১| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: it's high time to take a proper steps

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:

ভালবাসায় সিক্ত কাব্য!

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:

বস্ কথা দিলাম দেবদাস আর মরবে না, এখন পার্বতী মরার সময় হয়েছে ।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি পার্বতীও না মরুক। মরলে দেবদাসের কী হবে?

১৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: এই মাত্র বিস্বস্ত সুত্রে জানা গেছে পার্বতীকে তাঁর গন্তব্যে পৌছানো হয়েছে তার সুদাসল সহ ।



২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: চন্দ্রগ্রহন চলছে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.