নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুন্দরো হে

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২


সঙ্গোপনে আনমনে
সুন্দরো হে চল ভালবাসার কুঞ্জবনে,
সেথা মুগ্ধ নয়নে দেখবো তোমায়
কহিবো কথা আনমনে।

তটিনীর ছন্দ নেবো নৌকো মতন— তোমার গায়ের গন্ধ নেবো
ভ্রমর যেমন ফুলের বনে।

কয়েকটি গভীর শ্বাস স্কন্ধে তোমার মেখে দেবো
ভালোবাসার আয়োজনে।

মুগ্ধপাঠ্য কবিতা আমার সুন্দর এক প্রচ্ছদ এঁকে দেবো
আমি তাতে -বিচ্ছেদ চাই না কোন।

তুুমি ছাড়া এই জীবন — প্রখরো রৌদ্রে চাঁদের মত
নেই যার কোন মানে।

চাই না প্রাসাদ চাইনা ধন তুমি আমার অমূল্য রতন
হাতের নখের নিপুণ কারুকাজ ।

তোমার আরশিতে যেন আমার মনের নিঁখুত প্রতিফলন।

তুমি আমার শোকেসে সাজিয়ে রাখা প্রিয় পুতুল করিয়া যতন।

তুমি আমার চায়ের কাপে— আয়েশি চা
তুমি যেন রিমঝিম ঝিম বৃষ্টি বর্ষা বেলা সবুজ ঘাসে।

তুমি আমার নাচের মুদ্রা রবীন্দ্রগান
সুদীর্ঘ সময় কাটিয়ে দেবো এক নিমিষে— তোমার আবেশে,
চোখে চোখে কহিবো কথা— ঠোঁটে ঠোঁটে সুখ বারতা।

অবশেষে পবিত্র হবো তোমার স্নানে
ধানের শিষে আশা যেমন মিশে— থাকে
তেমনি সখা স্বপ্ন বূনি তোমায় নিয়ে দুই নয়নে।







মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে কাব্যে স্বপ্নের জাল বূনা চলুক কবি।
কবিতা দারুন হয়েছে।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা দারুন হয়েছে জেনে ভাল লাগলো ।

১ম কমেন্টে এবং পাঠে অশেষ কতৃজ্ঞতা জানবেন ।

২| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


সীমাহীন কল্পনা, আশা ও নিরাশার শ্লোক?

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: সীমাহীন কল্পনা কবিতা হতে পারে।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

অর্ক বলেছেন: আবেশিত হলাম। চমৎকার কবিতা ভাই! শুভেচ্ছা অফুরন্ত।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ। নিরন্তর শুভকমানা আপনার জন্য।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

ফেনা বলেছেন: দারুন হয়েছে। কবিতাই ভাল লাগা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:

প্রীশু প্রিয় কবি।

কবিতায় মুগ্ধতা। +++

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

এ.এস বাশার বলেছেন: মিছে নয় কহিব কথা- তোমরও সনে,
নিভে যাক দিবসের আলো- জোছনার প্লাবনে।

কবিতা দারুণ লেগেছে........

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৭| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ওমেরা বলেছেন: সুন্দর কবিতা ।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৮| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



"তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু
উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে,
সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ
যদি না তাকাও মর্মে, পল্লবিত হবে না কবিতা।"

কবিতা একরাশ বৃষ্টিস্নাত ভাল লাগা +++++++++++++++++++++++;

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকমনা।

৯| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫১

রাকু হাসান বলেছেন: মুগ্ধ নয়নে পড়ছি কবিতা ;) +++...চমৎকার লাগলো কবি :-B ,

২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১০| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । কবিতায় ++++

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন:

সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত--. স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত॥

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট। রবী বাবু আসলো যেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.