নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমরা ভুলোনা তার মিথ্যে প্রবঞ্চণায় ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

নাই তার তুলনা ডাহা মিথ্যে বলায়,
তোমরা ভুলনা তার মিথ্যে প্রবঞ্চণায়
সে যে নতুন নাটক দিয়ে চমকে দেবে পিলে
মধুর শিশিটিতেও দিয়েছে দেখো— তীব্র গড়ল ঢেলে
এক চুমুকে তার বাঁচিতে পারিবে না আর এই অবণীর পরে
ভুলেও তা করিয়োনা পান, হিংসার অনলে
হয়তো পুড়ে দেবে দেহটাও তোর একটু সুযোগ পেলে!
হে সুবিবেচনা! জেগে ওঠতে হবে দ্রোহে —প্রেমে—সাম্যে
নতুবা দাসত্বের শৃঙ্খল পড়িবে তোর গলে
চেতনা ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে হওরে উত্থিত
বিপ্লবের শপথে মুক্তির শ্লোগানে হও আগুয়ান
রায় দূর্লভ, জগঠ শেঠ, উর্মি চাঁদ
মথার উপরে শকুনের মতো বসে আছে আজ,
সুযোগ পেলে ঠোকরে দেবে— রক্তের শেষ বিন্দুটাও চোষে নেবে
দেশটা যেন আজ অঘোর অন্ধকারে
যাচ্ছে যেন তলিয়ে অতলা এক কৃষ্ণ গহবরে
তাই বলি সুচেতনা এবার জেগে ওঠতে হবে
ভোরের রবির মতো। এবার বইতে হবে প্রবল বেগে
এবার টর্ণেডোর মত হোকরে তোর উত্থিতি
জন্মিলে মরিতে হইবে এইতো জগতের রীতি
মৃত্যুর ভয় করিসনে ভাই দেশের তরে মরিলে,
নাই ক্ষতি নাই— ললাটে যদি থাকে লেখা
যাবিরে তুই বেঁচে। বাঁচিয়ে দিবি স্বদেশভূমি
মহাপ্রলয় থেকে। বীরভোগ্যা বসুন্ধরা জানে সকল লোকে
আধার রাতে যেন শুনিতেছি কার অমোঘ বাণী
ভয় নাই ভয় নাই মরণেও ক্ষয় নাই ইতিহাস বলে তাই
বীর জনতা তোমরা ভুলোনা তার মিথ্যে প্রবঞ্চণায় ।



মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

অচেনা হৃদি বলেছেন: =p~



সুন্দর রাজনৈতিক কবিতা।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা প্রেমের কবিতা । :P

২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


এই বাংলায়, নুর হোসেনরা বারবার মরে, ফালুরা বারবার আলু কিংবা ইক্ষুর চাষ করে!

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সত্যের জয় হোক
মিথ্যার মৃত্যু
এভাবে দিনে দিনে
দেশটার অবয়ব—হোক আলোকিত।

আলু ইক্ষুর হোক চাষ
তাতে কি আসে যায়
অসতের ধ্বংস কামনায়
কবিতা লিখে যাই । :)

৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । ++

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্য।

আপনার কমেন্টে হয়েছি ধন্য।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: প্রথম লাইন পড়ে সম্পূর্ণ কবিতাটা পড়ার প্রতি মনোযোগ বেড়ে গেল। পুরোটা পড়লাম, ভাল লাগলো।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

কাওসার চৌধুরী বলেছেন:



বিদ্রোহী কবির "বিদ্রোহী" কবিতার শেষ কয়টি লাইন মনে পড়ে গেল;

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি আমি সেই দিন হব শান্ত!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন!
আমি চির-বিদ্রোহী বীর -
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

কবিতাটি ভাল লাগার মতো +++++++++++++++++++++++

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আমি অকূতভয় সৈনিক
পরশপাথরে পরীক্ষিত
সীমাহীন নির্ভীক......
আমি যে চির উদ্ধত
ভয়রে করেছি পদানত....
স্বৈরাচারের শৃঙ্খল
দেবো খুলিয়া.....
আমি উচ্ছ্বল চঞ্চল ।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

ঋতো আহমেদ বলেছেন: আনোয়ার ভাই,, এইরকম কিছু কবিতার খুব প্রয়োজন এখন । +++

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আমরা সাহসী জাতি। বীর বাঙালী। আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছিল অস্ত্র হাতে যুদ্ধ করে। এরকম সাহসী জাতি পৃথিবীতে আর একটও নাই। দুই একটা তাবেদার চাটুকার গোলাম তার এই সাহসী জাতির প্রতিনিধি হতে পারে না ।পাপিষ্টদের জেলে বন্দী করে রাখা উছিৎ ।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমরা সাহসী জাতি। বীর বাঙালী। আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছিল অস্ত্র হাতে যুদ্ধ করে। এরকম সাহসী জাতি পৃথিবীতে আর একটাও নাই। দুই একটা তাবেদার চাটুকার গোলাম তারা এই সাহসী জাতির প্রতিনিধি হতে পারে না ।পাপিষ্ঠদের জেলে বন্দী করে রাখা উচিৎ আজীবনের জন্য। মরলে কবর দিতে হবে উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরুর কোন স্থানে যেখানে মানুষ বাস করে না।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিদ্রোহ জেগে উঠেছে কবিতায়, ভালো লাগা জানবেন।
তবে, দেশটা ডুবেছে অন্ধকারে এটা মানতে পারলাম না কবিবর, ডুবতে পারে কিছু লোভী স্বার্থের অতলে।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ও রকম একটা কিছু ওভাবে ফুটে ওঠেছে ।

দেশের মানুষের জেগে উঠতে হবে।প্রতিবাদী হতে হবে ৯০ এর মতো ৭১ এর মতো আলোয় বের হয়ে আসতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। কারা দূর্নীতির টাকায় আমেরিকায় বিশাল প্রাসাদ বাড়ি গাড়ী করে ফেলেছে তাদের বিচার নিশ্চিৎ করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.