নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জন্মিলে মরিতে হইবে ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৩১

একজন মানুষ মরে গেলে
আমরা ছুটি জানাজায়
তারপর করে দিই ক্ষমা মুদ্রার
তারপর নিজেও চাই ----স্রষ্টার কাছে করজুড়ে

কবরে নেবার মতো এই পৃথিবীতে কী আছে?

রাজ প্রাসাদ নেই, দামী গহনা নেই
আত্নীয় পরিজন নেই।

সঙ্গে যাবে সাদা কাফনের কাপড়
কয়েক ফোটা সুগন্ধি আতর ---- দৃশ্যত আর কিছু নেই।

কেবল কর্মফল সঙ্গে যাবে।

স্ত্রী সন্তান থেকে যাবে
একদিন তারা ভুলে যাবে
একদিন তারাও মরে যাবে।

জন্মিলে মরিতে হইবে ।


............................................................
আজকে আমার কাজিন মারা গেলেন। আমাদের বংশের সবচেয়ে বড়ো ছেলে। আমার পজিশন ৩ নম্বর। কাজিনের সঙ্গে আমার অনেক স্মৃতি। তিনি আমাকে অনেক আদর করতেন। বয়সে আমার যথেষ্ট বড়ো। খুব ভগ্ন স্বাস্থ্য হয়ে গিয়েছিলেন। তার ছিল অনেক টাকা। বাড়ী, দামী গাড়ি, জমি। শুধু তিনি নেই। আল্লাহ তায়ালা তাকে বেহেশত দান করুক ।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা সত্য জন্মনিলে মরিতে হবে। |-)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: চিরন্তন সত্য ।

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৫৬

এখওয়ানআখী বলেছেন: খুব বেদনাদায়ক। তবে চির সত্য। ভাবীর পাশে দাঁড়ানো বড় প্রয়োজন। ভাল থাকবেন প্রিয়কবি

০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৩৩

সূচরিতা সেন বলেছেন: যতই কষ্ট বেদনা থাকুক তবুও আমাদের শেষ সামাধীর একটাই পথ শুধু ধের্য ধরা।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধরলাম ধৈর্য।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ সুপ্রিয় সুচিত্রা সেন :) সূচরিতা সেন ।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৪৪

চাঙ্কু বলেছেন: জন্মিলে মরিতে হবে -- এইটা সবচেয়ে বড় সত্য

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: হু অলংঘনীয় । চিরন্তন সত্য ।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:০০

মোঃ শাওন কীপা বলেছেন: চিরন্তন সত্য হলো পৃথিবীর সকল প্রানীকে মৃত্যুবরণ করতে হবে

৬| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


মৃত্যু হয়েছে কাজিনের(পুরুষ); কাজিনের স্ত্রী হচ্ছে আপনার ভাবী; আপনি আবার লিখেছেন, "... আমার কাজিনরা মৃত্যুর জন্য ভাবীকে দুষছেন। যে তিনি নাকি বিষাক্ত ইনজেকশন দিয়ে ভাবীকে মেরেছেন।"

-আমি কিছু বুঝছি না, ভাইয়ের মৃত্যু হয়েছে বললেন? এখন ইনজেকশনে ভাবী মরছেন কিভাবে?

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম কাজিনকে হবে। আবেগি হয়ে পোস্ট দেয়া। নীচের লেখা অংশ বাদ দিতে চাই।

৭| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৫

স্রাঞ্জি সে বলেছেন: জন্মিলে মরতে হইব, কবিতা যথার্থ ফুটে উঠেছে ।

শেষের কথাগুলো এলোমেলো মনে হচ্ছে। যেটা চাঁদগাজী ভাইয়া ধরে দিয়েছেন।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: এলোমেলো অংশ বাদ দিয়ে দিলাম।

চাদগাঁজী ভাল পাঠক।
ভুল পেলে ধরে ফেলে।
অবলীলায় বলে ফেলে।
আমিও করি ভুল
বাড়ে যদি তাতে মনোযোগ একচুল,
ক্ষতি কী তাতে?

৮| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৭:১৬

কাওসার চৌধুরী বলেছেন:



যখন আমার কফিন নিয়ে যাবে, তুমি কখনো এটা ভেবোনা-
আমি এ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি!
চোখ থেকে অশ্রু ফেলোনা, মুষড়ে যেওনা গভীর অবসাদে কিংবা দুঃখে-
আমি পড়ে যাচ্ছি না কোন অন্তর্হীন গভীর ভয়ংকর কুয়ায়!
যখন দেখবে আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে, তুমি কেঁদোনা-
আমি কোথাও যাচ্ছি না, আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে।

আমাকে যখন কবরে শোয়াবে, বিদায় বলো না-
জেনো, কবর কেবল একটা পর্দা মাত্র, এটা পেরোলেই স্বর্গ।
তুমি কেবল দেখো আমাকে কবরে নামতে
এখন দেখো আমি জেগে উঠছি!
কীভাবে এটার শেষ হয় সেখানে, যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে?
এটা মনে হবে এখানেই শেষ,
অথচ এটা অনেকটা সূর্য উঠার মত, এটা বরং সুপ্রভাত
যখনই কবর ঢেকে দেয়া হবে- ঠিক তখনই তোমার আত্মা মুক্ত হবে,

তুমি কি কখনো দেখছ একটা বীজ মাটিতে বপিত হয়েছে, কিন্তু নতুনভাবে জন্মায়নি?
তাহলে তুমি কেন সন্দেহ করো- মানুষ নামের একটা বীজ জাগবে না?
তুমি কি কখনো দেখেছো, একটা বালতি কুয়ায় নামানো হয়েছে অথচ এটা খালি ফিরে এসেছে?
তাহলে তুমি কেন আহাজারি করো একটা আত্মার জন্য, যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউনুসের মত!

যখন তুমি শেষবার নৈঃশব্দে ডুববে, তোমার শব্দ ও আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে
যেখানে কোন স্থান নেই, সময় বলে কিছু নেই!

............... (জালালউদ্দিন রুমি)

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কাওসার চৌধুরি দারুন কবিতা।

মানুষ অল্প বয়সে মরে বৃদ্ধ বয়সে মরে......

মরার পর টা কেমন?

কবরে রেখে আসলাম। আর দেখলাম না। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল ।

৯| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

বাকপ্রবাস বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু অবধারিত তবুও আমরা জায়গা বাড়ায় ধন বাড়ায় নিশ্চয়তা চাই চৌদ্দ জনমের অথচ ঘুরেফিরে সাড়ে তিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.