নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গ্রামবাংলা

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

গাঁয়ের মাটি দারুন খাঁটি অনেক প্রিয় তার ঘ্রাণ,
বাতাসে তার মিশে আছে আমার শেকড়ের সন্ধান।

কত স্মৃতি আছে যে মিশে
ভেবে ভেবে পাইনা দিশে
যতদূরেই থাকি না কেনো
তারি মায়ায় প্রাণটা যেনো
—করে আনচান।

কখন যে মেলবে সুযোগ
ভেবে ভেবে মনটা অবুঝ
—ক্লান্ত দেহ খান।

বিস্তীর্ণ ধানক্ষেত দীঘির শীতল জল
দূরন্ত শৈশব সেথা করিতো কোলাহল।

চেনা চেনা সব মুখ—
দেখিলে লাগে সুখ— আমার গ্রামীন প্রাণে।

সবচেয়ে লাগিতো ভালো গায়ের ছোট্ট হাট
ঘুরে ঘুরে দেখে করিতাম তার স্তুতিপাঠ ।
জেলেরা ধরিতো মাছ বাহারি জাল ফেলে
কামার-কুমোর ব্যস্ত সদা আলস্য অবহেলে।

লাগিতো ভালো শেষ বিকেলে গাঁয়ের মেঠো পথ
বর্ষাকালে ভাসিয়ে ভেলা বিলে খুঁজে বেড়াতাম শাপলা শালুক
শরতের নীলাকাশে শাদা মেঘের ভেলা— সাদা কাশবন
ছোট্ট বেলার সেসব কথা অলসবেলায় মনে পড়ে এখন ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৩

বিজন রয় বলেছেন: দেহ ক্লান্ত, মনও ক্লান্ত।

++++

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের গ্রাম। আমরা যারা শহরে বড় হয়েছি তাদের অনেকেরই গ্রাম বাংলাই বেশি ভালো লাগে ।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

অচেনা হৃদি বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া...

একদিন সবাই এই গ্রাম বাংলায় ফিরে যাবে!

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: শহুরে প্রাণে লেগেছে দোলা.....মনে হয় আমি গ্রাম্য। বাংলাদেশ মানে গ্রাম । গ্রামীন পরিবেশে দারুন ভালোলাগে। দূষিত শহর লাগে না ভালো।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো +++

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

আসলে শহরে শঠের প্রবঞ্চনা আর তান্ডব ভাললাগেনা।

গ্রাম শান্তিপ্রিয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.