নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জনতা এবার—রুখে দেবে

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩



জনতা এবার—রুখে দেবে
জনতা আবার — ঘুরে দাঁড়াবে।
আর একটিবার মানুষ হবে
বঙ্গবন্ধুর স্বপ্নমাখা —সেই একাত্তরের মতো।
একটি ফুলকে বাঁচাবে বলে
সবাই যে আজ বাঁধনহারা। বুকে তাদের স্বাধীনতা
মুখে তাঁর মুক্তির শ্লোগান।

প্রাসাদ ষড়যন্ত্রে আর কতকাল!!
বন্দী রবে গণতন্ত্রের —ঐ পতাকা হাতে,
একাত্তরের বীরাঙ্গণা মাতা—
বঙ্গবন্ধু যাকে
ভালোবেসে নিজোকণ্যার মতো
স্নেহের পরশ দিয়েছিলো—

শোকের আগষ্ট মাসে
কারাগারে বন্দী থেকে শোকের মাত্রা দিলো বাড়িয়ে।
আর কত কাল রাখবে তাঁরে জিম্মি করে?
মানুষের গণতান্ত্রিক অধিকারের মতো—লোকের চোখে
দিয়ে ধূলো—বীরজনতা ফুসছে এখন
অন্যায় আর সহিবেনা কেহ! থাকিবে না আর
জনবিচ্ছিন্ন দ্বীপে—

জনতা এবার —মুক্তি চায়
কারাগারে বন্দী মায়ের—
শঠের জেলখানা থেকে
—মুক্ত বিহঙ্গের মতো গণতন্ত্রের পতাকা হাতে।

অনেক হয়েছে প্রবঞ্চণা—এবার তাকে ছাড়তে হবে
মুক্তি চাই! মুক্তি চাই!! আর কোন ছাড় নাই!!!
অনেক হয়েছে বাড়াবাড়ি—ভেঙে গেছে হাটে হাড়ি
এখন তা সবাই জানে। বিলম্ব কাম্য নহে কারো।
বয়সের ভারে ন্যুজ
——একাত্তরের বীরাঙ্গনা
———— কারাগারে বন্দী আজো।

এবার তাকে ছাড়তে হবে প্রবঞ্চনার কয়েদখানা থেকে
জেগেছে বীরজনতা—মহান একাত্তরের মতো
মনে তাদের একই ব্রত—গণতন্ত্রের মুক্তি চাই
অন্যথা হলে রক্ষা নাই—কবিতা এইখানেই শেষ
এটাই হলো চিরো উদ্ধত—রুখে দিবার বাংলাদেশ।




মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

বাকপ্রবাস বলেছেন: আদৌ কি মুক্ত হবে?

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: হওয়া উচিৎ। হতে হবে। অন্যায় অবিচার জুলুম পরিত্যাজ্য। এটা স্বাধীন বাংলাদেশ।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: বঙ্গবন্ধুর সাথে এই ছবির কোন সম্পর্ক নেই।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধু খালেদা জিয়ার পিতা। তিনি জাতির পিতা।
কবিতা হলো খালেদা জিয়ার মুক্তি নিয়ে। বাংলাদেশের পতাকার ছবি , মানচিত্রের ছবি আর বঙ্গবন্ধুর ছবি আমার কাছে সমান ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: আমি আপনার কবিতা মন দিয়ে পড়ি।
কবিতা লেখার নিত্ম শিখি।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আর আমি কবিতা লিখি। জোর করে কবিতার কথা চাপিয়ে দিই না। তাই বলি কবিতা আমি লিখিনা।
আমি কবিতা ধরি মাত্র। এই কবিতা আমার হাতে ধরা দিল ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঈদের পূর্বে উনার মুক্তি দেওয়া উচিত ছিলো।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট শহিদ জিয়ার পত্নী, তিনি সবচেয়ে জনপ্রিয় রমনী, তার বয়সও হয়েছে অনেক বাংলাদেশ তার কাছে ঋণী।তিনি বীরমুক্তিযুদ্ধার স্ত্রী। তাকে নিয়ে প্রবঞ্চনা অসহনীয় ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

এ.এস বাশার বলেছেন: বীরাঙ্গনা ফিরে কি আসবে না!!

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আসবে ।তিনি এখন এশিয়ার মেন্দেলা। তাকে আটকিয়ে রাখা যাবে না ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বঙ্গবন্ধু যদি দেখতেন নিজের কন্যার হাতে গণতন্ত্রের এইরকম নির্মম মৃত্যু!
উনি হয়তো আবার আসতেন রেসকোর্স!
আবার আকাশে উঠতো একটি আঙুল
আবার বজ্রকন্ঠে বলতেন-
এবারের সংগ্রাম, গণতন্ত্রের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম।

+++

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: খালেদা জিয়ার কারাবরণ করতে হতো না। বঙ্গবন্ধু বেচে থাকলে জীবনেও খালেদা জিয়ার এই প্রহসনের জেল হতো না ।

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

কলাবাগান১ বলেছেন: বঙ্গবন্ধু বেচে থাকলে কেউই উনাকে চিনতো না আর উনিও ১৫ই আগস্টে ঘটা করে জন্মদিন পালন করতে পারতেন না

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কলাবাগান১ বলেছেন: বঙ্গবন্ধু বেচে থাকলে কেউই উনাকে চিনতো না আর উনিও ১৫ই আগস্টে ঘটা করে জন্মদিন পালন করতে পারতেন না ।

এটা কোন কমেন্ট হলো?

যদি বঙ্গবন্ধু বেচে থাকতেন তাহলে ১৫ আগষ্ট ঘটা করে জন্মদিন পালনে কোন অসুবিধা হতো না। কারন ১৫ আগস্ট তখন জাতীয় শোক দিবস হতো না। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ।

আর খালেদা জিয়া ছিলেন একজন সেনা প্রধানের স্ত্রী সেদিক দিয়েও তিনি কম নন কোন অংশে। বঙ্গবন্ধুও তার জন্মদিনের প্রোগ্রামে উপস্থিত থাকেতে পারতেন। কারণ জিয়াউর রহমানকে তিনি বিশেষ স্নেহ করতেন। খালেদা জিয়াকে নিজের বড় মেয়ে বলেছেন। বাবার মতই খালেদা জিয়ার পাশে দাড়িয়েছেন।

আরও অনেকে যাদের জন্মদিন ১৫ আগষ্ট তারাও জন্মদিন পালন করতো।

১৫ আগষ্ট ট্রাজেডি হওয়াতে এখন জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়্ কালো ব্যাস ধারণ করা হয়।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


কেকে সুগার বেশী, আপনি শেষে হাইপার হয়ে বেশী বেশী কবিতা লিখে ফেলতে পারেন; কেক কিনবেন আগামী কাল?

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার বিচার চাইনি!

* ১২০০ কোটি টাকা খরচ করে জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন কেন হইছিলো জানতে চাইনি!

* টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতার পরিবর্তে তারপক্ষে ওকালতি কেন হয়েছে সেই প্রশ্ন করিনি!

* শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর হাজার হাজার কোটি টাকা ডাকাতির ব্যাপারে জানতে চাইনি!

* পঞ্চম সংশোধনী বাতিল করার মূল কারন কি জানতে চাইনি!

* গ্রামীন ব্যাংক নীতিমালা সংশোধনের নামে ডক্টর ইউনুসকে কৌশলে অপসারন এর ব্যাপারেও জানতে চাইনি!

* তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল এর ব্যাপারেও আন্দোলন করছি না!

* রাজপথে প্রাথমিক শিক্ষককে পিঠিয়ে হত্যার বিচারও চাইছি না!

* হলমার্ক , ডেসটিনি , ইউপে টুর মত কোম্পানির হাজার হাজার কোটি টাকা লুটপাট এর ব্যাপারেও জানতে চাইনি!

* সুন্দরবনকে ধ্বংস করে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারেও জানতে চাইনি!

* ৬ কোটি টাকার বিনিময়ে ৭ খুন এর বিচারও দাবী করেনি!

* শাপলা চত্তরে রাতের আধারে গণহত্যার বিচারও দাবী করেনি!

* বিশ্বজিতের মত কাউকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার বিচার চাইনি!

* সাগর রুনির হত্যার বিচারও দাবী করেনি!

* ১৫৪ জন শুন্য ভোটে ক্ষমতায় সেই ব্যাপারে জানতে চাইনি!

* কালো বিড়াল টাকার বস্তা সহ ধরা পড়ে সে বিচারও চাচ্ছি না!

* ইয়াবা ব্যবসায়ী বদির কঠিন শাস্তির জন্য দাবী করছি না!

* ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বিরোধী দলের অনেক নেতা গুম এর ব্যাপারেও জানতে চাইনি!

* শিশুদের ভিটামিন এ ক্যাপসুল কেলেংকারী এর ব্যাপারেও বিচার চাচ্ছি না!

* সাভারে রানা প্লাজা গার্মেন্টস ধসে মৃত্যুবরনকারী ১২০০ শ্রমীকের সাহায্যর নামে টাকা তুলে শত শত কোটি আত্বসাত সে ব্যাপারে জানতে চাচ্ছি না!

* সমুদ্রসীমা জয়ের নামে একমাত্র দ্বীপ "তালপট্টি" ও মহাসাগরে একমাত্র প্রবেশপথ ভারতকে দেয়ার ব্যাপারেও জানতে চাচ্ছি না!

* শতাধীক যাত্রী নিয়ে পিনাক ৬ লঞ্চ ডুবি অবহেলা আর ব্যার্থতার জন্য আজও উদ্ধার করা সম্ভব হয়নি সেই ব্যাপারেও জানতে চাচ্ছি না!



* সরকারের পদত্যাগ দাবী করেনি!

* স্বর্ন তামা হওয়া নিয়ে কথা বলেনি!

* ১ লক্ষ ৪০ টন কয়লা গায়েবের হিসাব চাইনি!

* প্রধানমন্ত্রীর উপদেষ্টার বেতন ১ কোটি ৬০ লক্ষ কেন সে ব্যাপারেও জানতে চাচ্ছি না!

* বলিনি কোটা সংস্করণ চাই!

* বাস ভাড়া কমানোর দাবি জানাইনি!

* স্যাটেলাইট এর ব্যাপারেও প্রশ্ন করিনি!

* পদ্মা সেতুর অতিরিক্ত খরচ নিয়ে প্রশ্ন করিনি!

* বাংলাদেশ থেকে ৭৬ লক্ষ কোটি টাকা কোথায় পাচার হয়েছে সেই প্রশ্ন করিনি!

* সীমান্তে ফেলানী, কুমিল্লার তনু মিতু হত্যার বিচার দাবী করিনি!

* ভারতের ১০ লক্ষ লোক প্রতি বছর ১০ বিলিয়ন ডলার নিয়ে যায় কেন সেই প্রশ্ন করিনি!

* সামান্য বৃষ্টি হলেই রাস্তা ঘাটে পানি জমে যায় কেন সেই প্রশ্ন করিনি!

* ছেলে গুলো ৫৭ ধারা ভংগ করে কোন কথা বলেনি , ডিরেক্ট কাহারো বিরুদ্ধে প্রশ্ন তুলিনি!

* দাবীতে ক্ষমতাসীনদের জন্য অবমাননাকর কিছু ছিল না!

"আমরা শুধু চেয়েছিলাম নিরাপদ সড়ক"

তাহলে কেন এই লাঠি চার্জ, কেন এই হত্যা, কেনই বা পঙ্গু করে দেওয়া, কেন ??

একটা ফেসবুক স্টাটাস। এর কি জবাব দিবেন ?

না কেক কাটবো না।
শোক দিবস পালন করবো। :(

বাংলাদেশে ধ্বজদের সংখ্যা বেশি।
এখন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা বলদও লিখতে পারবে। ক্ষমতাসীনদের তেল মারা চামচামি করা কাপুরুষদের কাজ।

খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়া কে কবিতা বলদরা লিখতে পারবে না। যারা সাহসী পুরুষ তারা লিখবে। আর বীরভোগ্যা বসুন্ধরা... ।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

ডার্ক ম্যান বলেছেন: জনতা ওদের ভাল করে চিনে, তাই জনতা বুঝে কার জন্য কি করতে হয়

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: জনতা চিনলেই ভালো। এই মুহুর্তে গণতন্ত্রের উত্তরণ খালেদা জিয়ার হাতে । তার মুক্তি আবশ্যকহয়ে দাড়িয়েছে ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন বিষয় হলো, মুক্তি দিলে কী পরিস্থিতি হবে সেটা নিয়ে আওয়ামী লীগ এখন চিন্তিত...

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তি না দিলে বেশি খারাপ হবে। জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় আসার মন মানসিকতা আওয়ামীলীগের কাছে প্রত্যাশা করি। নির্বচনে জিততেই হবে এমনটি ভাবা কেন? বিএনপি কে বাদ নিয়ে প্রহসনের নির্বাচন জনসমর্থন পাবে না। পরিণতি হবে ভয়াবহ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.