নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জাগরণী

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০



ঘোর অমানিশা.—গুমোট আবহাওয়া
আরো একদিন গেলো চলে..
এমনি করে সময় চলে যায়
—আমাদের না বলে।

বেশ ক’ফোটা বৃষ্টি—এরি মাঝে ঝরে গেছে
আরো ক’ফোটা জল ঝরবে বোধহয়
কয়টা চিল উড়ছে তো উড়ছেই—অভিমানী আকাশের বুকে

কয়টি শালিক করিতেছে বিচরণ
দূরের অট্টালিকার কার্নিশের উপর
সবার নীচে দাঁড়িয়ে—ব্যস্ত শহর
ওয়ার্কশপ—রাজপথ—গাড়ীর হর্ণ
ব্যস্ত পথিক —ব্যস্ত শহুরে জনপদ—

এইতো আমাদের নগর জীবন—বৈরী হাওয়াতেও সচল।

তারপরও মনের মাঝে আছো তুমি—ধ্রুব তারার মতন।
আকাশের মন ভালো নেই —তোমার মনের কি খবর?
আজিকের বৈরি আবহাওয়ায় —তোমার নস্টালজিক মন
কার কাছে ছুটে যায়? তুমি ব্যস্ত কারে পাবার আশায়?


সে কি কেবলই আমি নই?

আমার ডিঙি নাও—তোমার অমরাবতী নদী
মাঝখানে যত বাঁধা দূরীভূত হোক সবি
ভাসাবো আমার সোনার তরী—তোমার ঐ তটিনীর মাঝে।

তারপর গুনবো তারা —একে একে সব
নক্ষত্রের ছায়াপথে—তুমি ভাসিবে জলে।

ওগো প্রিয়তমা এভাবেই মিথোজীবিতায়
আমরা দু'জনে ভালোবাসার গগণে
চলো গড়ি আবাস- মৃত্যু নিরবধী...



রচনা কাল বিকাল ৩ ঘটিকা , ১০/১০/২০১৮ খ্রিঃ

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

নীলপরি বলেছেন: বাহ । দারুণ আবেগী কবিতা ।
শুভকামনা

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা। বৈরী আবহাওয়ায় আবেগ জেগে উঠেছে।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

বিজন রয় বলেছেন: আমি যেভাবে চাই এই কবিতাটি অনেকটা সেরকমভাবে লেখা হয়েছে।
এই ধারাটিতে থাকুন।
++++

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেকটাতো হয়েছে।

সুপরামর্শের জন্য ধন্যবাদ। আপনি নিজেই কবি। আপনার মনের মতো কবিতা আপনি লিখবেন সেই প্রত্যাশা রইলো।

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

শুভবাদী রোদ বলেছেন: ভালো লাগল বেশ। বৈরী নগর জীবন থেকে প্রেয়সীর প্রেমে উত্তরণ, ভালো হয়েছে।
তবে সাধু-চলিত মিশ্রণের ব্যাপারে আমার একটু রিজার্ভেশন আছে। শালিকের কলরব না বলে অন্য কিছু, মানে, কলরব না বলে একটু আধুনিক শব্দ কী ব্যবহার করা যেতো? ভাসিবে জলে, দূরীভূত, তটিনী ........
ভালো থাকুন।

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার ডিমান্ড অনুযায়ী সাধু ঢুকিয়ে দেয়া যায়। বড় কবিতা এমনই হয়। অন্তত আমার কাছে ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। জলে তো ভাসিবেই। :)

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: দিনটি ছিল কবিতা লিখার। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

কথার ফুলঝুরি! বলেছেন: সুন্দর !:#P

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ কথার ফুলঝুরি!

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

আরোগ্য বলেছেন: প্রকৃতির সুন্দর বর্ণনা তার সাথে পিপাসিত হৃদয়ের বাসনা।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ইলিশ মাছের তরকারি রান্না করছি। আর ব্লগিং করছি। কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সাইন বোর্ড বলেছেন: পাঠক সহজেই অাবেশিত হতে পারে, ভাল লাগল ।

১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অফিস কক্ষের জানালার পাশে দাঁড়িযে বৃষ্টি দেখে দেখে লিখেছি। ওখান থেকে গাড়ীর ওয়ার্কশপ। দেখা যায়। আর ভিন্ন মাত্রার ব্যস্ততা অবলোকন করা যায়

৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! দারুন লিখেছেন কিন্তু আপনি। +++

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষটায় একেবারে ভাসতে ভাসতে গভীর গহনে ভেসে গেলাম
ডিঙি নাও লয়ে অমরাবতীর জলে ;)

ভাল লাগা রইল কবি।

+++

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: খুব উপভোগ্য।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা।

১১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

লাবণ্য ২ বলেছেন: দারুন আবেগপূর্ণ কাব্য!

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আবেগ আপনাকে স্পর্শ করতে পেরেছে ।সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

১২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

রাকু হাসান বলেছেন:

কয়েকটা চিল উড়ছে তো উড়ছেই অভিমানী আকাশের বুকে
দারুণ কবিতা । ভালো লেগেছে । +

১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




শুরুটা যেভাবে হয়েছিলো , বাকীটা তেমন করে এগোয়নি । মনে হয় বৃষ্টির ছাঁটে ভেসে গেছে কোথাও ।
শুরুটা সত্যিই সুন্দর, কবিতায় যেমনটা হওয়া উচিৎ ।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কিঞ্চিত পরিবর্তন করে দেয়া হলো। আসলে কবিতার আবহাওয়া থাকলেও কবিতা লিখা হচ্ছিলো না ।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

নজসু বলেছেন: দুইটি মনের একটি আশার নাম ভালোবাসা

ভালোবাসা তখনই সুন্দরভাবে এগিয়ে চলে যখন সম্পর্কে থাকা মানুষগুলো
পায়ে পা মিলিয়ে হাটে, হাতে হাত রেখে চলে...

শুভেচ্ছা জানবেন।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা। ভালো থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.