নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিরহের চাতকিনী ও অন্যান্য

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

বিরহের চাতকিনী

বিরহের চাতকিনী—
আমার ব্যথার দানে —কভু তোমায় চাইনি।

ব্যথার কথা ব্যথাতেই থাক প্রকাশিত না হতে পেরে
আমার ব্যথার পেয়ালা রেখে দেবো তোমার অগোচরে।


তোমার কী দরকার—এত ব্যথার!

ময়না পাখি, তোমায় সুখের মধু দেবো ঢেলে
— তোমার বিরহপিপাসা অবহেলে
তোমার ব্যথার করবো প্রশমন—

তুমি না হয় বিরহেই থাকো-
আমার বিরহে বিরহী না হতে পারার বিরহে ।

আমিতো নই ঠিকাদার—তোমাকে বিরহ বিলোবার।


ইচ্ছে

আমি আছি কৌতুহলে—
কতটুকু বাড়াবাড়ি করলে
তোমার ভালোবাসার অর্ঘ্য মিলে
ততটুকু করবো না হয় —তোমায় কাছে পেতে

আমি কুরুক্ষেত্র করতে পারি বিরচন—
সেই ইতিহাস আমার আছে।
তুমি করিয়ো পাঠ— তা ভালোবাসার জোছনাতে।

ফুলের বনে কোমল আমি কঠোর কভু নই
তোমার কাছে ভালোবাসা পেলেই কেবল
ধন্য আমি হই।



জলদ


তুমি শুধু জল দেবে
বেদনার নোনাজল—নতুবা আনন্দ অশ্রু
দুই চোখে;
জানি আরো জল—পারো দিতে
ভাসিয়ে স্বর্গসুখে।



চোখ


যে চোখ অপরের দোষ খুঁজে
আর নিজোস্বার্থ—স্তুতি, সেই চোখ
গন্দম ফলের মতই পরিত্যাজ্য।
যদি পারো দেখো—ভালোবাসার চক্ষে সারা বিশ্ব
ভালোবাসা মুছে দেয় সব কালিমা
ভালোবাসা ছাড়া সবি নিঃস্ব।
ভালোবাসার হয় না কোন দাগ
ভালোবাসা, আমার কাছে তোমার ন্যায্য আহলাদ।


ভালোবাসা

আমার ইচ্ছে পাখিটিকে বলেছি—
তোমার মর্জিমাফিক রুটিন বানিয়ে নিতে
আমার জিহবাকে করিয়েছি পণ—
তোমার রসনার নির্দেশনায় ভক্ষণ করে নিতে।
এমনি করে আমার দুটি পা-তারা যেন অবাধ্য হয় না
তোমার পথে তোমার করে করটি রেখে চলাতে।
এমনি করে আমার সারা দেহ আর মন
তোমার জন্যে নিবেদিত
তুমিই বলো তোমার ভালোবাসা পাবার
যোগ্য —আমি কিনা এখন।



অবিচার

যাদের পৃথিবীতে স্রষ্টা নেই
অমূলক কিছু সৃষ্টি করতে
তাদের কোন বাঁধা নেই ।

যাদের নেই কোন বিচার দিনের ভয়
সুবিচার কি আর তাদের দিয়ে হয়?

বিবেক তাদের যায় মরে ক্ষমতার লোভে পরে
অবনীর বুকে অবিচার তারা এমনি করেই করে।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮

খায়রুল আহসান বলেছেন: চোখ এর শেষ চরণটি দারুণ হয়েছে! + +

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: আচ্ছা ! এই মানুষটা এত সুন্দর সুন্দর কবিতা কিভাবে লিখে :|| তিনি কি কোন যাদুর রানী কে বশ করিয়েছেন ;)

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা।

দারুন কমেন্ট করেছেন।

যাদুর রানী বশ না হলে এত কবিতা লিখি কিভাবে? তবু আবার সুন্দর কবিতা।

:) :) আমি তো ছিলাম অংবং তাইতো বলতো। এখনতো কবিতাই লিখি।।।। :``>>

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

বিজন রয় বলেছেন: আপনার এত লেখা আসে কোথা হতে? কখন লেখেন আপনি?

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: যাদুর রানির কাছ থেকে!!!! কথার ফুলঝুরি বলেছে। অবসর পেলেই লিখি ।মাথা কি আর থেমে থাকে।

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

আমি ৎৎৎ বলেছেন: অসাধারন ভাবাবেগ, অনেক ভাল লাগল।


ভাল থাকুন।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

বাকপ্রবাস বলেছেন: আপনার ইদানিংকার কবিতাগুলো দারুণ লাগছে

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আগের গুলোর চেয়ে ভাল হলে তো খুশির খবর।

আমার কবিতার উন্নতি হচ্ছে।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

নীলপরি বলেছেন: তিনটে কবিতাই ভালো লাগলো । ++

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

এ.এস বাশার বলেছেন: লা-জবাব,,,,,,সবগুলিই ভালো লেগেছে সেলিম ভাই....

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের ভালোলাগার উপর বই বের করা নির্ভর করছে।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মুক্তা নীল বলেছেন: #অবিচার# খুব খুব মনে ধরেছে। এই সমাজে এই রকম মানুষের অভাব নেই। তারা দুনিয়া পায়, কিন্ত আখেরাত পায় না। আবার তারাই সুখী মানুষ, তারাই সুখেে থাকে।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৯| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: দুর্দান্ত।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১০| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



মুগ্ধতায় ভরা কবিতা। সুখপাঠ্য। +++

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা থাকলো।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্
আবেগ ভয়ংকর ! মন কঠিন করুন, পাথুরে কবিতা লিখুন

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। আবেগহীন মানুষ পাথরের মত নির্জীব। নির্জীবিতা ঐশ্বর্য্য নয়। তারপরও মন কঠিন করলাম। পাথুরে কবিতা লেখা যায় কি না তাই দেখি।

১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার! শুভ কামনা রইলো।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা ও অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৭

বলেছেন: একজন শক্তিমান কবি।
অসাধারণ প্রকাশ।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনি সত্যি বলছেন!!!! আমি আবেগে আপ্লুত। তাইতো আর একটি লিখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.