নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দিনগুলি যেন আমার তোমারি মত বদলায়!!!অন্বেষণ

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

দিনগুলি যেন আমার তোমারি মত বদলায়!!!

এখনকার দিনগুলি-খুব বৈচিত্রময়
শীতের দিনেও এখানে বৃষ্টি হয়—

গ্রীষ্মের লু হাওয়া বহে শরতে!
বসন্তে নামে প্রখর খরতাপ..

আমার সোনার তরীর উত্থিত পাল,
তোমার তটিনীর জলে যেন সুদৃঢ়—এপিটাফ!!


ঈর্ষায় যড়ঋতু যেন খেই হারিয়েছে!

তোমার সজ্জ্বার অনুকরণে ব্যস্ত দিনগুলি;
যেন আর ছয় দিয়ে বিভাজ্য হতে রাজি নয়!!

ষড়ঋতুর সব বৈশিষ্ট্যের বিন্যাসে নিজের অভিলাষে
পছন্দের অংশটুকু নিয়ে দিনগুলি সজ্জিত হতে ব্যস্ত এখন—

শরতে শীতের আমেজ—
শীতে বর্ষার; গ্রীষ্মের লু হাওয়া তবে বহে
ফাল্গুনের দিনে; উদাসী হাওয়া যেন
ছড়িয়ে ছিটিয়ে আনমনে সবখানে—

ওগো প্রিয়তমা!
ঠিক যেন তোমার মতন বৈচিত্রময়।

কত রূপে !কত বিন্যাসে! সজ্জায়
বাস্তবে স্বপ্নে —আমার অস্থি মজ্জায়।

মনে রেখো আমিও বদলাই— কেবল তোমারি সাধনায়
তুমিও যেন ঠিক তাই—তাই যেন হয়...
দিনগুলি যেন আমার তোমারি মত বদলায়!!!


অন্বেষণ

নদীর মোহনা—নদীর মৃত্যু নয়
সাগর সঙ্গমে তার সুখ—
অন্যথা নয়; পাহাড়ি পথ— সমতল পথ
সুরঙ্গ খুঁড়ে খুঁড়ে তার পথ চলা
তটিনীর শান্তির নীড় সাগরের তীর
অনেক ক্লেশে তার ঠিকানা খুঁজে নিতে হয়।


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার, মুগ্ধপাঠ।


১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রকৃতি আর নারী সমান রহস্যময়।
এই কাঁদা এই হাঁসা,
এই মেঘ এই রোদ্দুর।
দারুন লিখেছেন।
ধন্যবাদ কবি।

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

মোস্তফা সোহেল বলেছেন: সেলিম ভাই এত কবিতা কেমনে লেখেন!!

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

রাকু হাসান বলেছেন:

বরাবরের মত মুগ্ধতা কবি । +

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

সাইন বোর্ড বলেছেন: গৎ বাঁধা ছণ্দ ও গরু-গম্ভীর ভাবনা ও প্রকাশ থেকে বেরিয়ে এসে অনেকটা সহজ সরল অাঙ্গিকে ভিন্ন এক মাত্রা পেয়েছে কবিতা, অনেক ভাল লাগল ।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আবেগী কবিতা ঠিক না। বিজ্ঞানুমান আর কল্পনা!

কবিতার নাম দেয়া যেতো ক্লাইমেট চেঞ্জ!!! অনেকে মনে করবেন পাগলামো....আসলে এটা একটা উপলব্ধি মাত্র। জলবায়ু পরিবর্তন থেকে লেখা। আসলেই কি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে??? ক্লাইমেট চেঞ্জ নতুন কোন বিষয় নয়। েসুদূর অতীতে প্লাইস্টোসিন যুগে বরফযুগ উষ্ণযুগ হয়ে কয়েক বার । জলবায়ু পরিবর্তন তাই অলীক ঘটনা নয়। জলবায়ুর সঙ্গে মনের পরিবর্তন অপ্রাসঙ্গিক নয় ।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর একটি কবিতা। কেমন আছেন?

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে কৃতজ্ঞতা। ভাল আছি। আপনি কেমন আছেন???

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

কসমিক রোহান বলেছেন: রহস্য-অভিমানের গাথুনিতে নির্মিত অসাধারণ কবিতা..

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৯| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনার সোনার তরীর উল্থিত পাল চিরউড্ডীন থাকুক, ভেসে চলুক তটিনীর উদার বুক চিরে যথেচ্ছা খুশী!!!
কবিতায় প্লাস + +

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: অনুপ্রাণিত হওয়ার মতো কমেন্ট। দারুন বলেছেন। তাই যেন হয়!!!

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা খায়রুল আহসান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.