নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হয়তো কবিতা অথবা নয়!!!

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮



কে তুমি গানের পাখি!!—গান গেয়ে যাও
সবার অগোচরে— এই অন্তরে বাজে যেন চিন চিন
ভালোবাসার বীণ....


শত কাজের মাঝে—তোমার গান বাজে
এই হিয়ার মাঝে-ফুরসত মেলেনা যে
তোমার স্মরণে...


দিনের আলোয় কেটে যায় —রাতের আঁধার
তবু কেন থেকে যায় ভালোবাসার রেশ।


মধুর আবেশ!!


গানের পাখি এমনি করে গেয়ে যাও গান;
দূর থেকে ক্রমাগত সরে আরো দূরে থেকে
এ কেমন প্রণয়ের আহবান!!

আমি চলে গেলে— না বলে থেমে গেলে
থামবে জানি তোমার অভিযান—কাব্যিক ভ্রমনে।

আমি বলবো না—হারিয়ে যাবো নৈশব্দের পাথারে
ভোরের শিশিরের মতো নিরবতার নূপুর পায়ে
জানবে না তুমি কবে যাবো—শীতের ঝরা শিউলি ফুলের মতো ঝরে যাবো
পড়বে না আর আমার পদধ্বনি এই চরাচরে..

এমনি করেই একদিন হবেগো মোর প্রস্থান
তোমাদের অগোচরে…

অযাচিত কবিতা— থেকে যাবে— থরে থরে
তোমার অবহেলার জলছাপ আছেগো তার দেহভরে;
একদিন কোনদিন পড়বে তুমি তারে—

দু’ফোটা অশ্রু যদি গড়িয়ে যায়
তোমার ঐ চিবুক বেয়ে—বুকের জমিনে
ভালোবাসার দেয়াল চিড়ে
ভেবে নিও ছুঁয়ে দিলেম তোমায়অচ্ছুত আমি

গানের পাখি গানগুলি তোমার
এমনি করে নিত্য—আমারে ছুঁয়ে যায়

আমি যেন ভিজে যাই নব নব বর্ষার জলে
নয়নের দুইধার উপচে পড়ে— বানের জলে তটিনীর দুই ধার যেমন
তাই যেন লিখে যাই কবিতার ছলে..

কবিতা নয় অমোঘ ভালোবাসা
ভালোবাসার অটুট বন্ধন
সাধ্য কার ছিঁড়ে তারে...


.....................
ছবি----নেট

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: গানের পাখি কবিতা লিখে দিলে আমরা কি লিখবো?

আপনার কাব্যিক ভ্রমণ সফল হোক।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য।

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: গানের পাখির গান ছুঁয়ে থাকুক নিত্য

+++

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

আখেনাটেন বলেছেন: গানের পাখিকে নিয়ে দুর্দান্ত অাবেগ!!!


পোস্টে +




২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা রইলো আপনার জন্য ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ওনেক দিন পর আপনার পোষ্ট পেলাম।
খুব সুন্দর কবিতা।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর ভালোবাসা কবিতাকে ছাড়িয়ে । ভাল লেগেছে কবিতা ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

মীর সাজ্জাদ বলেছেন: ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


গান ফুরায়ে যাবে যবে,
গানের কথাই মনে রবে,
পাখাী তখন থাকবে নাকো, থাকবে পাখীর স্বর,
উড়বে তুমি, কাঁদবো আমি, ব্যাথার বালুচর।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী দারুন কমেন্ট। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে আনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

জাহিদ অনিক বলেছেন:
কবিতা --- কবিতা
নিশ্চয়ই কবিতা; মধুর আবেশ

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০

শিখা রহমান বলেছেন: কবিতা যে শুধু তাই নয়, মনকাড়া কবিতা!!

শুভকামনা কবি। গানে গানে ভরে থাকুক আপনার ভুবন।

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

নিরন্তর শুভকামনা ।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।
দীপান্বিতা...

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো....

১২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেলিম আনোয়ার ভাই, এই কবিতা পড়া হয়নি দেখে মনে হল, মিস হয়ে গেলো অনেক!
ভালোলাগা সকল প্লাস আপনার কবিতার জন্য!

৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি তো পড়েছেন। মডুর মিস হয়েছে। সে তো বুঝেনা কোনটা মধু..... তার কারণে মিস হয়েছে আপনার !!!!

১৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: আহা! কি হৃদয়াবেগ দিয়ে লেখা! মন ছুঁয়ে যাওয়া কবিতা। + +
কিছু ভাল লাগা কথাঃ
অযাচিত কবিতা-থেকে যাবে- থরে থরে
তোমার অবহেলার জলছাপ আচে গো তার দেহ ভরে


তাই যেন লিখে যাই কবিতার ছলে
কবিতা নয়, অমোঘ ভালবাসা
ভালবাসার অটুট বন্ধন
সাধ্য কার ছিঁড়ে তারে


চাঁদগাজী সাহেবের কাব্যিক মন্তব্যটা (৭ নং) অসাধারণ এবং অচাঁদগাজীসুলভ হয়েছে!

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.