নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ওগো মোর চাতকী-----আমি চাতক পাখি

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১



কে আছে গো আমার তুমি ছাড়া
তুমি দূরে তাই- আমি যেন দিশেহারা;
তৃষিত চাতকের মতো; কাতর পিপাসাহত

ওগো মোর চাতকী থাকলে তুমি পাশে
যেন আর কিছু নাহি চাই
তোমার মাঝে আমি সারা পৃথিবী যেন পাই।

যদি আমারে আর না লাগে ভালো
আরো কারে যদি ঢালো, ভালোবাসা জল।

সহিতে পারিবো কি ? রহিতে পারিবো কি
এই ধরাধামে বেঁচে। তুমি কি বুঝিতে পারো?
তুমি কী যুঝিতে পারো আমোঘ ভালোবাসা ?

মন বলে তুমি শুধু আমারি- আর কারো নও
আজো লিখি তাই কবিতা-কবিতা চাদরে ভরে দিই আদরে
শীতের রাতে ফাগুনের আগুণে- আমি তন্দ্রাহারা---

কেমন করে নারী এই আকূলতা ঠেলে দূরে কোথাও
সহিতে নারি বুঝিতে নারি-----আমার কোমল প্রাণে
তোমার কোমল কর আমার করে যেন স্বর্গপ্রহর গড়ে
অবনীর পরে।

হিমেল হাওয়া গায়ে বৃক্ষ দোলে শিশির নূপুর পায়
আমার হিয়ায় লাগে যেন সুখের পরশ তোমার কামনায়

শুধু তোমারই আবাস আমার এই প্রাণে-অটুট বন্ধনে
চলোনা হারিয়ে যাই দূর অজনায়--- ভালোবাসা মন্থনে!!




মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

ডুবুরি বলেছেন: ভাল হয়েছে। এটি কী ছন্দে লিখা?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা ভালোবাসার ছন্দে লেখা।........নিচেরটা কেমন হলো?

আজকে আমি লিখবো না তুমি লিখো-
আমি চেয়েও দেখবো না
মন্তব্য করবো না আজ না হয় অবজ্ঞা থেকে
তুমি শিখো- অবজ্ঞা কতটা বেদনাময়।

মনে রেখো ভালোবাসা সবচে খাসা
যার কারণে প্রাসাদ ছেড়ে
বাসে বাধা -সাদামাটা - প্রেমের টানে

সে বাসাতে হয়তো নেই ইট বালি সুড়কি
তবু তা সুদৃঢ়-অটুট বন্ধনে তার অক্ষয় ভিত্তি।

যেন বাবুই পাখির নীড়
শৈল্পিক আল্পনা তাতে ঠিকই থাকে
শিল্পীর রংতুলি কৌতুহলে তাহারেই আঁকে ।

বাধার পাহাড় ভেঙে যেমন ঝর্ণার পথচলা
তেমনি বাধার হিমালয় ভেঙে আমার কবিতা লেখা

আজ আমি লিখবো না তুমি না বললে
আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে তুমি না চললে
তুমি লিখো বসন্ত বাতায়নে----

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

হাবিব বলেছেন: অন্যরকম অনুভব ............

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমারো হারাতে ইচ্ছে করে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন ইচ্ছ্বা। শুভকামনা কমেন্টে এবং পাঠে।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

বলেছেন: ওগো মোর চাতকী-----আমি চাতক পাখি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: শিরোনামটা আপনার কমেন্টের মত করে দিতে ইচ্ছে হচ্ছে!!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল সেলিম ভাই।
সহজ সরল ভাষায় চমৎকার কবিতা লিখেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতারা কেমন দিনকে দিন জটিলতর হচ্ছে। সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

চাঙ্কু বলেছেন: আহ!! কি ভালবাসা!! :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




যে যা-ই বলুক, এই কবিতাটি কিন্তু ভালো হয়নি। আপনার কবিতার যে হাত তাতে আরো ভালো হওয়া উচিৎ ছিলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি!! তাহলে ভালো কবিতা লেখার জন্য আদাজল খেয়ে নামতে হয়....!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.