নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমাকেই সঙ্গে নিও

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯


যা বলে বলুক লোকে
তাই ভাবলে কি আর চলে?
আমাকেই সঙ্গে নিও, তোমার সঙ্গ ছাড়া
ছন্ন ছাড়া আমি....তোমার ঘাটে ফেলেছি নোঙর

তুমি শুধু ভালো থেকো, মনে রেখো
এক সরোবর জল আমার আছে
বিমুগ্ধ এই নয়নে - আমারো আছে সব
মিথ্যে অনুযোগ শুনবেনা কারো।

সুযোগ সন্ধানী কতো কিছুই তো বলে
আমিতো শুনিনা কারো কোন কথা
তোমার সংস্পর্শ আমার সঞ্জীবনী সুধা
কীসের এতো ভয়? কিসের এতো সংশয়
মেয়ে তুমি কি দেখোনি প্রেম...এই হিয়ার মাঝে
বিনিময়ে চাইনা কিছু প্রেম ছাড়া;

তুমিই বুঝে নিও-একটি পূর্ণ ধ্রুবতারা
আরো বুঝে নিও-কুহকের গান
কান কথা নিও না কানে সেসব ভুলে ভরা শিকেয় তোল
অযাচিত প্রহসন;
আমি যা বলি তাই শুনো...
বিভেদের কাব্য ছেড়ে.. বাসিবো ভালো দুইজনে মিলনমন্ত্রগানে
মধ্য রাত্রি এখন, তোমাকেই পড়ছে মনে
কত ভালো হতো থাকলে তুমি পাশে..তোমার খোলা চুল
আমার করা ভুল ভুল সেতো নয় ভালোবেসে ধন্য এ জীবন
থাকলে পাখা দিতাম উড়াল তোমার কাছে
একটি আঁখি, চারটি আঁখি, তিনটি আঁখি
আবারো দিলাম বলে -দারুন কৌতুহলে

প্রেমানলে পুড়ছি মরে,
মরার শীত কুয়াশার চাদর সবি বিফল
আদুরীগো, একটু খানি দাওনা আদর, দূরে থেকেই আজকে রাতে
কালকে না হয় কাছে থেকে
হৃদয়ের জানালা থেকে উষ্ণতা দিও...
আর কেবল আমাকেই সঙ্গে নিও.. হংসমিথুন যেমন
আমি হবো মোমের আলো আমি হবো তোমার হৃদয় হরণ
প্রিয়ংবদা!!
পানকৌড়ি যেমন সরোবরে ডুব সাঁতারে-
আমিও তেমন তোমার অথৈ রূপসাগরে
কাব্য গড়ে


ছবি: বরুণা হক (অপসরামনি)

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৮

সনেট কবি বলেছেন: সুন্দর+

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: শায়মাপুর ছবি দেখেই এলাম....

ছবির মতোই সুন্দরী কবিতা :)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




কবিতার মাঝে হারিয়ে যাই

কিন্তু নিজে কেন যে লিখতে পারি না

+++

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

শায়মা বলেছেন: ঐ আবার আমার ছবি নিসো!!!!!!!!! X((

উইদাউট পারমিশন ছবি দেবার জন্য আমি এখুনি রিপোর্ট করছি।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: এই হলো মায়াবতী?????

আমার দেয়া নাম??

কত নিষ্ঠুর......এই ছবি আগেও ব্যবহার করেছি।
এত সুন্দর ছবি!!! মানসপটে গেথে আছে!!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: :(

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ঐ আবার আমার ছবি নিসো!!!!!!!!! X((

উইদাউট পারমিশন ছবি দেবার জন্য আমি এখুনি রিপোর্ট করছি।

=p~ =p~ =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

শায়মা বলেছেন: তোমার দেওয়া নামের কোনো দরকার আছে আমার!


বেশি গরম পড়লে কুষ্টিয়ার লুলুপাগলার পাগলামী বাড়ে দেখেছিলাম টিভিতে।

আর এই দেখলাম শীতে পাগলামী বাড়াবাড়ি।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: এটা বিজয়ের মাস। এটা ডিসেম্বর ....শীত লাগে না গায়ে.....আরো রাগিয়ে দিলাম বোধ হয়. :(

১৬ ডিসেম্বর আসছে......টগবগিয়ে রক্তলাল ফুটছে.

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

বলেছেন: চমৎকার!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২

বলেছেন: উইদাউট পারমিশন আমি ও ছবি নেবো @ শায়মা আপু

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ৥ শায়মা উত্তর দেখ। একদিন আসছে অপসরা। আজকে শায়মা। বাকী থাকলো বরুনা । বরুনা আসলে ষোলকলা পূরণ!!!

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: যারা ঝরে গেছেন ৭১ এর এইদিনে
তাদের পড়ছে মনে......
তারা স্বপ্ন দেখেছিলেন
তারা একটি পতাকা দেখেছিলেন
তারা একটি মানচিত্র্ এঁকেছিলেন
তারা লালন করছিলেন তারা ধারণ করেছিলেন
সোনার বাংলাদেশ! স্বাধীন বাংলাদেশ!!!
বুকের তাজা রক্ত ঢেলে
লালটকটকে রক্ত সবুজ দূর্বাঘাসে.....
তারা পতাকা হলেন
তারা আকশের নক্ষত্র হলেন
তাদের তরে বিনম্র শ্রদ্ধা.....

সকল শহীদ বুদ্ধিজীবীগণকে শ্রদ্ধাঞ্জলি.....

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: এ রকমের আরও কবিতা চাই সেলিম ভাই।।


সুন্দর কবিতা+++

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
ছবিটা দারুন। শায়মার আকা সব ছবির সধ্যে এই ছবি আমার সবচেয়ে প্রিয়.......

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৩

আরোহী আশা বলেছেন:



সুন্দর কবিতা........
ভাল লাগলো........

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে নিরন্তর শুভকামনা ভাইয়ু।।।।।।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর কমেন্ট প্রেরণা যুগায় ভালো কিছু লিখতে। স্রষ্টা কৃপায় হাজার পাচেক কবিতা যদি লিখতে পারি!! আর গোটা শতেক ভালো কবিতা লিখে ফেলতে পারলে আর লাগে কে???

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরুণা হক (অপসরামনি) ইনি আবার কে ?
কবিতা ভাল হইছে!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: শায়মা । তার মাল্টি। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই আজকে তো ব্লগের ১৩ বছর পূর্তি এদিনে ব্লগাদের নিয়ে কোন অনুষ্ঠান নেই বোধ হয়।।।
তবে কবি সায়েম মুন আর আমি ব্যাডমিন্টন খেলবো। রাতের বেলা। উল্লেখ্য ব্যাডমিন্টনও আমি ভালো খেলি। ক্রিকেট, ফুটবল দুটোই মোটামুটি খেলি...শুধু কবিতাই লিখিনা যেটা করি দারুন স্টাইল নিয়েই করি। ক্রিকেটের শটটাও কপিবুক স্টাইলে র‌্যাকেটও খেলি ফুটস্টেপ ছন্দে ছন্দে।।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.