নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

২টি কবিতা

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

বিপ্লব

শকুনেরা উৎসবে মেতে উঠেছে
এতো খেয়েও ভরেনি উদর
তারা ঘিরে ফেলেছে শব-

তাদের ঠোঁটে লেগে আছে পচা মাংসের গন্ধ
তারা ছেঁয়ে ফেলেছে অনন্ত আকাশ
হে চোখ, তুমি দেখোনা তাদের কল্যাণ
কান তুমি শুনোনা তাদের কথা
তাতে নিহিত রাজ্যের অকল্যাণ।

বিবেক তুমি চোখ বন্ধ খেলো
খোলা আছে কেবল মাত্র একটি পথ
ভোট বিপ্লব, আকাশ ছুঁয়েছে পাপ
এক সাগর মিথ্যে প্রচারণা
চোরদের সর্দার নাকি একজন সন্যাসী
অসীম তাদের টাকা-ক্ষমতা, তাতে বিপন্ন গণতন্ত্র বিপন্ন মানবতা
রক্ষা করো তারে- আর খোলা নেই কোন পথ।



ভালোবাসি তোমাকে

আমার থেকে—তোমাকে ছিনিয়ে নেবার
সুগভীর চক্রান্তের অবতারণা,
সেই প্রাগৈতিহাসিক কাল থেকে
পলাশীর আম্রকাননের ষড়যন্ত্র
যেন রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে এখানে; বিষবাষ্পে ভারি হয়েছে হাওয়া
আমি হাসিমুখে গরল করেছি পান; তবু আজও বেঁচে আছি
মহান স্রষ্টার কৃপায়, এ আমার ২য় জন্ম মৃত্যুঞ্জয়ী আমি
সে তোমারই প্রেমে,

স্বয়ং স্রষ্টা আমাকে আদেশ করেছেন
যেন ভালোবাসি তোমাকেই;

তুমি আমার একান্ত অধিকার,
কীসের এত সংকুচ তোমার সোনার মেয়ে?

তোমাকে কি খেয়ে ফেলেছে রাক্ষস রাজা রাবন?
তাতে তো তোমার কোন দোষ নেই সোনা
আমার কাছে আছে পবিত্র জমজমের জল, আবে কাওছার;
তুমি পবিত্র হয়ে যাবে-—নিঃশেষে সমস্ত কালিমা মুছে যাবে
খুলে যাবে বেহেশতের আটটি স্বর্ণদ্বার;

অতীতের পাতা ফাঁদ থেকে বেড় হয়ে এসো তুমি
বিত্তের বাঁধন ছিড়ে, যেন মুক্ত বিহঙ্গ;
বিলাসের সমুদ্রে তুমি হবে অনন্ত আকাশ
আমি ধ্রুব তারা—নিজেকে লুকিয়ে রেখোনা আর
আমার থেকে—ভালোবাসা থেকে;
কাছে এসে এবার ধরা দাও —রাজকুমারীর বেশে
কোন একরুপোলী রাতে— সারারাত ভালোবেসে বেসে
অবশেষে ওগো দু’জনার মিলবে পরিত্রাণ।

মুছে যাবে যন্ত্রনা— ধূয়ে যাবে কালিমা সব
কেবল ভালোবাসা সত্য বাকী সব মিথ্যে-আবর্জনা
ভালোবাসা সুদীর্ঘ প্রতীক্ষার সুমিষ্ট ফল যেন আবে কাওসার জল
প্রিয়তমা কেবল সংগম নহে ভালোবাসা
অমরাবতী নদী কখনোই অতলান্তিক নয়;
তবু অসীম গিরিখাত!!

আমাদের সব অপরাধ ধূয়ে যাবে,
—মুছে যাবে পাপ, বৃষ্টিশেষে যেভাবে কেটে যায় মেঘ
ভালোবাসা দেখতে চাইলে কেবল আমাকেই দেখো
প্রতারণা বাকী সব— লোভে শুধুই পাপের সমীকরণ
প্রিয়তমা! তোমার সাত খুন মাফ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

নাসির ইয়ামান বলেছেন: শকুন শবদেহ খাবে কিংবা শেয়াল, কুকুর ভক্ষণ করবে এর কোনটাই কাম্য নয়।
সুতরাং গণতন্ত্রের 'ডেডবডি' দাফনই পরিবেশ ও মানবতাবান্ধব।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। শব কি বাচিয়ে তোলা যায়না? বাংলার মানুষ কি বাচাতে পারে না!!!

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। আসলেই খুব সুন্দর।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র ড: মোশারফ সাহেব দেশকে নাকি অন্যদের চেয়ে বেশী ভালোবাসেন?

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ড: মোশাররফ আবার আমার ভূতত্ত্ববিভাগেরর সাবেক সম্মানিত শিক্ষক। ভালো করে বললে আমার অনেক শিক্ষকও স্যারের ছাত্র। স্যারকে নিয়ে কি বলবো। স্যার আবার বিএনপির প্রথম ছাত্র বিষয়ক উপদেষ্টা।।।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

হাবিব বলেছেন:




অসাধারন....++
প্রথম কবিতা বেশি ভালো লাগলো

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা হতে পারে অসীম ক্ষমতাধর!!! অন্য কিছু পারে না বোধ হয়!!!!

তাইতো কবিতা লিখি!!!!!

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: দ্বিতীয় কবিতা তো বরাবরই আপনি লেখেন। প্রেমের কবি বলে ইতিমধ্যে আপনি সুনাম অর্জন করেছেন।

আর প্রথম কবিতা সম্পর্কে একেবারে বাকরুদ্ধ । যে দহনের আগুন কবি মনে প্রজ্বলিত জানি না তা কখনো নিভে যাবে কিনা।

অফুরান শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

নাসির ইয়ামান বলেছেন: সেলিম আনোয়ার, শুনুন, গণতন্ত্র কখনো শান্তি ও নিরাপত্তা দিতে পারে না।
কারন, যে শতকরা ৬০জনের ভোটে জয়ী হবে, বাকী ৪০ভাগের মূল্যায়ন হারিয়ে যাবে। এভাবে বিশৃংখলা বেড়ে যাবে, নিজের ভাইয়ের রক্তে নিজেই হোলি খেলবে।


আসলেই ব্রিটিশ খেদাইতে পেরেছি, জানোয়ারদের রেখে যাওয়া বিচারব্যবস্থা, এদের উদ্ভাবিত সরকার ব্যবস্থা শিরা/উপশিরা ও ধমনিতে লালনের অবিরত চেষ্টা করছি।

আসলেই নিজ সত্ত্বার অস্তিত্ব ভুলে গেলে বাঘও ভ্যা… ভ্যা… করে চলে.

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: সেই উপনিবেশ ব্যবস্থা বিলোপ হলেও এখন চলছে নব্য উপনিবেশবাদ। পাকহানাদার বিদায় হয়েছে,,,তথাকথিত দেশের মানুষ যারা ক্ষমতার মসনদে বসেন দেশের মানুষ দের হানাদার মতোই অবজ্ঞা করেন। দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। বিশেষ দলে দাসত্ব যারা করবে তারা ফায়দা নিবেন..।কাজের সময় তাদের আউটপুট নেই। আর যারা চাটুকারিতায় নেই তারা বঞ্চিত হবেন। হতেই থাকবেন। এটা কেমন স্বাধীন দেশ?? তাদের নিয়ে গর্ব করার অহংকার করার কি আছে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.