নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সুশোভিত গ্লাডিওলাস....

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

আকাশের বিস্তার অসীম...
তবু সেখানেও হয় নিনাদ —
প্রথমেই জমে মেঘ তারপর গগণ বিদীর্ণ করে বজ্রপাত;—অতঃপর আলোর নাচন
তারপর হয়ত অবণীর বুকে মুষলধারে নামে প্রশান্তির বৃষ্টি
এইতো ভালোবাসার আমোঘ ধারাপাত!
এভাবেই ভালোবাসার নিয়ত সৃষ্টি; প্রকৃতির চিরন্তন নিয়মে!!


মেঘ না চাইতেই জল; মেলেনা ধরাতে..
তাইতো লেখা হয় সহস্র কবিতা—ভালোবাসার পাতায়
আশা আর ভয়ের মাঝে সফলতা নিহিত, অন্য পথে মেলেনা গন্তব্য কোন;
এটাই স্রষ্টার আমোঘ বিধান।


প্রিয়ংবদা হারানোর ভয় আছে বলেই হারাইনা তোমায়
সযতনে আগলে রাখি বুকে, না হলে কবেই যে হারিয়ে যেতে!!
আশার প্রদীপ জ্বেলে আজও আমি —রইগো কান পেতে;
জানি তোমাকে আসতেই হয় আমার কাছে অনন্ত আকাশ হয়ে...
আকাশের যে নেই কোন সীমা...তোমারও ঠিক তাই।।


মানুষতো ভুলে ভরা পত্র-
তোমার যাদুর ছুঁয়ায় অপার মায়ায়—মায়াবতী,
আমার করা ভালোবাসার ভুলকে —ফুল তুমি করতে পারো...


তোমার গাঁথা সেই ফুলের মালা গলে
সব ব্যথা আমি যাইগো ভুলে, জানোতো ভুল থেকেই বিনয়ের সৃষ্টি...
ভালোবাসা তাতে যায় কেবল বেড়ে
ভুলের মাঝেই তবে হয়ে যাক সৃষ্টি আমোঘ ভালোবাসার —উষ্ণ বারিপাত
ভালোবাসার বৃষ্টিতে দু’জনেই যাবো ভুলে—অতীতের সব ভুল।


মহান একাত্তরে এক অসম লড়াইয়ে জিতেছিল দেশপ্রেম
হেরেছিলো বৈষম্য ভরা— প্রবল পরাশক্তি
নিঃশেষে আমিই তোমার প্রেম— প্রেম যাবে জিতে, মেঘনাদবধ কাব্য গড়ে...
হেরে যাবে আর সব ধুম্রজাল,
প্রবল পরাক্রমশালী প্রতিদণ্ডি—


ওগো, আমি যে কেবলই তোমার
যে ঘাটে তোমার বাস আমি কেবল সেখানেই নোঙর ফেলি;
আমার যে হারতে মানা— তাতে তোমাকেও যে হারতে হয় সোনা!
না হলে কবেই যেতাম হেরে!! এই লও কলম...
তুমি আমার ভালোবাসার চক্রবৃদ্ধি-সুদাসল – ক্রমাগত যায় যেন বেড়ে!!!


ওগো তুমি ফিরে এসো, পরম আদরে হৃদয়ে আমার
খেলিবো প্রেমের খেলা তোমার সনে —এই বেলা ;
অপেক্ষা হয়েছে মেলা,
অপেক্ষার হোক অবসান — থেকে থেকে তোমারেই করিতেছি প্রণয়ের আহবান
জানোতো আমি আঁকিয়ে নই
তবু এটুকু বলতে পারি আমার ভালোবাসার রংতুলিতে
— কেবল তুমিই সতত বিরাজমান।


এই তো মহেন্দ্র ক্ষণ, বিজয়ী ডিসেম্বরে ক্ষমা করো ভুল;
তুমি সুন্দরো হে, আমায় বলোগো কবুল!
দাওনাগো তোমার মনোলোভা মন— মৃগনাভী সম রক্তজবা— এক সমুদ্র সুনীল
আমার পাগল মন;
প্রিয়ংবদা, তুমিই আমার সুপ্রিয় ষোলই ডিসেম্বরের বিজয় গাঁথা পত্র —কবিতার ছত্র
ভালোবাসার সুশোভিত গ্লাডিওলাস....

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

খায়রুল আহসান বলেছেন: এক কথায় চমৎকার! + +

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

হাবিব বলেছেন: সাধারণ নয়, অসাধারণ.......

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রেরণাদায়ক কমেন্ট। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় সনেট কবি। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

সুন্দরতর।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: তার ভালবাসায় দেইনি ছবি!!!

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.