নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ আমরাই ও অন্যান্য

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০




ভিক্ষা চাহিনা

কুকুর হয়ে কামড়ে দাও
কামড়ের দোষ তার ঘাড়ে চাপাও;
দংশনে যে জর্জড়িত;

দংশনের পরেও বেঁচে আছে তারা
সে কেমন বাঁচা- ভেবে তা আমরা ব্যথিত
প্রাণ।

বীর জনতা,
ভিক্ষা চাহিনা কুকুর সামলাও।

বাংলাদেশ আমরাই

খানসেনাদের জুলুম দেখি নাই
এইতো সেদিনের তান্ডব- এখনো ভুলি নাই.....
বাংলার রাজপথ মানুষ হয়েছিলো রক্তে রঞ্জিতো।
ভুলি নাই হাতুড়ী হেলমেট
রগকাটা এশা- কোটা সংস্কার;
রাজপথে নিরাপদ সড়কের দাবীতে
ছাত্র শিশু আবাল- বৃদ্ধ- বনিতা;
ভুলি নাই তাদের উপর অকথ্য বর্বরতা
সেদিনের তান্ডবে - সন্ত্রাসী হায়েনা;
ভুলি নাই ধর্ষিতার আর্ত চিৎকার
কী দোষ ছিলো তার? নিরাপদ সড়কের দাবীতো
আমাদের সবার,আমাদের সন্তান থাকবে দুধে-ভাতে
সে তাদের ন্যায্য অধিকার, ভুলি নাই!
এভাবেই বুঝি কেঁদেছিল বাংলার মা বোন
মহান একাত্তরে-আইয়ুব খান যখন উন্নয়নের গণতন্ত্রে
বঙ্গবন্ধুর তীব্র প্রতিবাদ ছিলো তাতে
ভুলি নাই ড. কামাল ব্যথাভরা প্রাণে
করিতেছে চিৎকার!!"আমারেই করো গুলি!!
আমারেই মেরে ফেলো বাঁচিতে চাহিনা জালিমের দেশে
ওরা নিষ্পাপ শিশু -ওদের মেরো না আর।"

ভুলি নাই গণতন্ত্রের মাতা
বেগম খালেদা জিয়া-একাত্তরের বিজয়ী নারী
আজও আছেন কারাগারে, বৃদ্ধা- অসুস্থ
তার করুণ আকূতি “আমি অপারগ পারবোনা
আদালতে হাজিরা দিতে...”

ভুলি নাই মাহমুদুর রাহমান রক্তাক্ত প্রান্তরে
ভুলি নাই ড. কামাল শহীদ বুদ্ধিজীবি গোরস্থানে
লাঞ্ছিত আহত, ভুলি নাই গয়েশ্বর রায়,
ভুলি নাই লাঞ্ছিত ফটোসাংবাদিক শহিদুল
ভুলি নাই বঙ্গবীর কাদের সিদ্দীকি....
মুক্তিযুদ্ধা মির্জা ফকরুলের উক্তি
দেশ বাঁচাও মানুষ বাঁচাও
এদেশের মালিক বাংলার জনগণ বীরজনতা ভোট দাও
বাংলার আমজনতা কতোবার হয়েছেন তামাশার পাত্র
তাদের কথার বানে
ভুলি নাই ইয়াবা বদি সন্ত্রাসী শামীম উসমান
আজো শুনি প্রতিধ্বনি সেদিনের আন্দোলনে
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ।।

ধরতে হবে না অস্ত্র বাঁধাতে হবে না যুদ্ধ
ভোটই করে দেবে-ওদের বাকরুদ্ধ স্তব্ধ
ভোটেই যদি হয়ে যায় সব
তবে আর দেরী কেনো
হয়ে যাক এইবার বীর বাঙালির ভোটবিপ্লব
ভুলি নাই বাংলার অসহায় মায়ের সন্তানহারা ক্রন্দন
ভুলি নাই কিশোরীর ধর্ষণ-রগকাটা এশা, সম্মানীদের সম্মান লুন্ঠন
ভুলি নাই! ভুলি নাই!! ভয় নাই! ওরে ভয় নাই!!
বাংলাদেশ আমরাই যদি আমরা রুখে দাঁড়া্‌ই।

বড়ো
তুমি এখন অনেক বড়ো....
আকাশের উপরে করছো বসবাস;
বাকী সবে অনেক তুচ্ছ
তাই তুমি করছো উপহাস!!!

ভুলোমনা

অফিসে যাওয়ার পথে
হঠাৎ করে মনে হলো- জ্বলছে উনুন রান্নাঘরে
দুধের পাতিল যাবে পুড়ে;
বাসায় ফিরে দেখি উনুন বন্ধ দুধ নেই পাত্রে-
কখন করেছি পান?
আসছেনা মনে!, পরদিন সকাল

পাশের ঘরের টেবিলে, চেয়ে দেখি
দুধ ভরা মগ দুধে পড়েছে সর!!
পান করে বুঝলাম সবটাই ঠিকই আছে
এখন তবে শীতকাল ।

দুঃখ

অবণী,
পাপের টাকা, পাপের রক্ত;
বহে তবো ধমনী------তে
পাপীরাই কেবল তোমার উপযুক্ত....


মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

সমালোচক মন্তব্যকারী বলেছেন: great

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

নজসু বলেছেন:




পড়লাম প্রিয় কবি।
কাল দিন বাদে ভোট।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার ষোল কোটি লোক
আমাদের আছে ষোলকোটি ভোট......

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


"রগকাটা" শব্দটা একটা ব্রান্ড, একটা ট্রেইড-মার্ক; ট্রেইড-মার্ক চুরি হয়ে গেছে?

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় এখন অনেক কিছু চুরি হয়ে গেছে...... যেমন ড. কামাল,কাদের সিদ্দীকি, আ স ম রব, মান্না সহ আলোচিত মুক্তিযুদ্ধা এখন ধানের শিষ প্রতীকে, আইয়ুব খানের উন্নয়নের গণতন্ত্রে মন্ত্রে ১১% ভাগ প্রবৃদ্ধি বঙ্গবন্ধু বলেছিলেন আগে চাই মানবতার উন্নয়ন
বাকস্বাধীনতা স্বাধীনতা, এখন একদল যুদ্ধাপরাধী নৌকায় সঙ্গে শীতনিদ্রায় থাকা পাক পন্থি এরশাদ। জামাতের যারা যুদ্ধাপরাধি নয় তার ধানের শিষ প্রতীকে। সব কেমন ৬৯ মার্কা রগ এখন লিগ কাটে শিবিরের টেকনলজি চুরি হয়ে গেছে.....

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

যোখার সারনায়েভ বলেছেন: ভালো লিখেছেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
"বীর জনতা ফরমায়,
ভিক্ষা চাহি না, কুকুর সামলাও! "

এদেরকে আমি-আপনি বীর জনতা বলেই সম্বোধন করি। কিন্তু তাহারা এদেরকে ভেড়ার পাল বৈ অন্য কিছু জ্ঞান করে না! এই দিকে বিবেচিনায় আমরা কি এখনো এদেরকে বীর জনতা বলেই ডাকবো, নাকি ধরে নেব এটা একটা শান্তনা!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: বীরজনতা এজন্য যে তাদের পূর্বপুরুষরা এদেশ যুদ্ধ করে স্বাধীন করেছেন। এমন ইতিহাস কার আছে??বা কাদের আছে?? নিরাপদ সড়ক চাই আন্দোলনে তোফায়েল আহমেদের গাড়ী ঘুরিয়ে দিয়েছে....তারা পারবে না কেন?? বাংলার েইতিহাস শুধু ষড়যন্ত্রের নয় আন্দোলন সংগ্রামের,,,,,,,,বেগম খালেদা জিয়া এদেশের সন্তান ড. কামালও কাদের সিদ্দীকি জিয়াউর রহমান বঙ্গবন্ধু আরো কতো..এরা কি বীরের জাতি নয়???

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

বলেছেন: কবিতায় দ্রোহ ছড়িয়ে আছে!!!

কুকুর সামলাতে কে নিবে দায়িত্ব।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আমারা ষোলকোটি লোক
আমাদের আছে ষোলকোটি ভোট..।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সামান্য ঝুকি তো নেয়া লাগে.....
না নিলে এতো বড় অর্জন ডিজার্ভ করা অনুচিৎ......
গভীর চক্রান্তে স্বদেশ......দেশকে বাঁচাতে হবে....
৩০ ডিসেম্বর সেই মওকা........ভুল হলে অনেক বড় খেসারত দিতে হবে....
এক অবৈধ শাসকের পতন দরকার....একটি সত্যের প্রতিষ্ঠা দরকার....
বাক স্বাধীনতা গণতন্ত্র রক্ষা করা দরকার...গত কদিনে অনেক রক্ত ঝরেছে....কারা মেরেছে দেশের মানুষ জানে..
এখনো ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে মানুষ যাতে ভোট কেন্দ্রে না যায়...আর মিডিয়ায় ভোটে যাওয়ার মেকি অনুরোধ করছে।
এসবের অবসান দরকার..দেশের মালিকানা দেশের মানুষের...আমাদের সন্তানেরা যাতে বেড়ে ওঠে দারুন একটি দেশে দেশের মালিক হয়ে গণতান্ত্রিক অধিকার নিয়ে...এটাই প্রত্যাশা

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভুলোমনা কবিতাটা ফার্স্টক্লাস লাগলো :D

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: এটা দারুন ঘটনা..সকালে গরম দুধ পান করার অভ্যাস আমার আছে...দুধ গরম করে ডায়নিং টেবিল এর রেখে অফিসে চলে যাচ্ছি হঠাৎ মনে গরম দুধ পান করিনি চুলা কি নিভাই নি? তাড়াতাড়ি ব্যাক করে দেখি চুলোতে পাত্র ফাকা।অফিসে চলে গেলাম। পড়ের দিন সকাল বেলা..হঠাৎ দেখি দুধের মগ দুধের উপর সর জমে আছে। ভাবলাম খাওয়া যাবে কিনা? দেখলাম হেব্বি টেস্ট। শুধু ঠান্ডা এই আরকি!!! শীতকালে খাবার নষ্ট হয় না!! আজকে সকালের ঘটনা এটি।।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: =p~ =p~ =p~

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো.... :)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: =p~ =p~ =p~

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: !:#P !:#P !:#P

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট না থাকলে কবিতাই অপূর্ণ থাকে বলে দিলম হ্যা।।।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতার প্রতি পরতে পরতে দ্রোহের যাতনা। পোস্টে লাইক।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: অরাজকতা দেশে পরিণত করার সকল আয়োজন সম্পন্ন এখণ এর থেকে মুক্তি হতে পারে ৩০ ডিসেম্বর ভোটে। যারা ১৫৪ আসনে বিনা প্রতিদন্ডিটার সরকার দিয়ে পাচ বছর দেশ শাসন করেছে নির্লজ্জের মতো তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করা অবান্তর। এরা মানচিত্র খাবে এদের প্রত্যাখ্যান করা উচিৎ।।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





যেভাবে তুলে এনেছেন আর কেউ আনতে পারত কিনা জানি না তবে দারুন হয়েছে ।

প্রতিটি লাইন আর শব্দ একদম গভীরে চলে গিয়েছে ।

+++++

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার। আমি চেষ্টা করেছি লিখতে। আর কেউ হয়তো পারতো হয়তো পারতো না। হৃদয় থেকে বলে দিলাম। একটা পরিবর্তন দরকার।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: এইবার ধরবো ভোট চোর
সাতদিন তাদের গেছে চলে
ছলচাতুরী কত কিছু বলে
ইনশাআল্লাহ
জনতার একদিন আসছে কাল
৩০শে ডিসেম্বর, উঠিবে নতুন রবি
প্রতিদিন ভোরে যেমন ওঠে
জনতার একদিনে রবি
আলোকিত করবে ধরা
চোরেরা সব পড়বে ধরা
এতদিন যারা সরা করেছে ধরা
পালাবার পথ নেই আর
জমবে খেলা এই বার
নিতি নৃত্তে মম চিত্তে
তা তা থৈ থে তা তা থৈ থৈ
কি আনন্দে সবার সঙ্গে
মুক্তি নাচে বিজয় হাসে
তা তা থৈ থৈ ক্ষমতা কৈ
জনতার হাতে তা তা থৈ থৈ
চোর এবার পড়বে ধরা
ভোটের মাঠে জনতাই সব
তা তা থৈ থৈ ভোট চোরেরা কৈ
চোর এবার পড়বে ধরা
ধরবে কারা এই জনতা
তা থৈ তা থৈ
ভালোবাসা যাবে জিতে
তুমি আমি এক সাথে
তা তা থৈ থৈ
গোলাপকলি ফুটেছে ঐ
প্রিয়তমার বুকে
চারিদিক ভরে গেছে মৌ মৌ স্রঘ্রাণে
মম চিত্তে নিতি নৃত্যে
আধার কেটে গেছে
বিজয় এসে গেছে দেখো ঐ। :)



১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর । বাস্তব লেখনী।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.