নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তিবিলাস লোড শেডিং এ ডিজিটাল প্রেম

১০ ই জুন, ২০১৯ দুপুর ২:২৯

ভ্রান্তিবিলাস ও দেশের উন্নয়ন


উচ্চ নম্বরের সিঁড়ি—ভীষণ দরকারি
সব কিছু পড়তে মানা;
কারণ সব কিছুর উপর পরীক্ষা হয় না
পড়িতে হইবে কম—রেজাল্ট চাই ষোলআনা
রেজাল্ট খারাপে জন সম্মুখে মুখ দেখানো যায় না
ভালো প্রতিষ্ঠানে পড়তে প্রয়োজনে
করা হবে প্রশ্নপত্রফাঁস—

এ কুকর্মে লজ্জা হয়না —সেসবের সন্ধান
পাবে শুধু দলীয় লেজুড় বৃত্তিতে যাদের— কাটে বারোমাস;
অথবা অনেক চড়া দামে..
চাকুরীর পরীক্ষায় মামার ক্ষমতায়
অথবা উৎকোচ দিয়ে সফল মানুষ হবার
শেষ বাঁধাটিও হয়ে যাবে পার; ভালবাসার মানুষটিও
প্রতারণার আশ্রয়ে—অনৈতিক সিদ্ধিলাভ ;
মেধা আর যোগ্যতার কী দরকার? আসলে এসবি ভ্রান্তিবিলাস।
প্রশ্ন হলো এভাবে চললে—দেশের উন্নতি হবে কী কোনদিন?
কি সে এতো গলাবাজী লোকচোখে মূলো ঝুলিয়ে— প্রতারক কারসাজি
এভাবে চলিলে দিনে দিনে দেশের ভবিষ্যৎ হইবে যে লীন ।

সততা আর নিষ্ঠার সাথে সঠিক পরিকল্পনামাফিক
দেশ পরিচালনা করিলে তবেই হবে টেকসই উন্নয়ন
দিনে দিনে আসিবে শুভদিন
বাকী সব পাগলের প্রলাপ অযথা কাল ক্ষ্যাপন-
দেশের শিক্ষনুরাগিসকল, তোমরা শুনো—

জনে জনে আর নহে বিভাজন—
জাতি বিভক্তি সুফল আনেনা কোন
জানার আগ্রহ থাকতে হবে —প্রচুর পড়াশুনা করতে হবে
পরিশ্রমই উন্নতির চাবিকাঠি এই কথাটি খাঁটি মানতে হবে
লাখো প্রাণের আত্নদানে পেয়েছি স্বাধীনতা মনে রাখতে হবে
দেশ প্রেম থাকতে হবে-দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে
সম্মিলিত প্রচেষ্টায় এগুতে হবে
সততার নেই বিকল্প কোন—জ্ঞানের অন্বেষণ হইলে ব্রত
জীবন যাপন করিলে সঠিক পরিকল্পনামত —তবেই হবে
দেশের লাগসই উন্নয়ন—দেশে উন্নয়ন অমাবস্যার চাঁদ নয়তো কোন।



লোড শেডিং এ ডিজিটাল প্রেম

বিদ্যুৎ চলে গেলে কমনে লিখি বলো
তোমায় নিয়ে —ভালোবাসার গান
তুমিতো অনলাইনে থেকে
করেছো দখল —আমার হৃদয় খান।

আয় বিদ্যুৎ চলে
বাসিবো ভালো বলে—দূরে থাকিস না..
আমার জিয়নকাঠি—ময়নাপাখিটারে
এই দু’চোখের আড়ালে রাখিস না।

এখনই চলে আয়
কবিতা লিখে ভিজিয়ে দেবো
প্রিয়ার তৃষিত হৃদয়টা;
বৃষ্টির জল যেমনে ভেজায়—
সুজলা সুফলা এই স্বদেশ মাতৃকা ।



( কিছুক্ষণ আগে লোডশেডিং হলো)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি আপনার পরিবার থেকে দুরে থাকেন?

১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: মাঝে মাঝে থাকতে হয়।।

২| ১০ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ছি আপনার বহু দিন হয়ে গেল।
অথচ আপনার সম্পর্কে কিছুই জানি না।

১১ ই জুন, ২০১৯ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আই এম নো বডি। :)

৩| ১১ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

মেঘ প্রিয় বালক বলেছেন: লোডশোডিং বেশিক্ষণ থাকেনা,আলো তো আসবেই।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সরকারি অফিসে আরও থাকে না। দ্রুতই চলে এসেছে। কয়েক মিনিটেই লিখে ফেললাম। যা গরম পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.