নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমিময় উৎসবকোথায় তুমি প্রিয়া?

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৩

তুমিময় উৎসব

ভূবন ভুলানো হাসি— ওষ্ঠে তোমার
দু’চোখের যেন খুশির জোয়ার;
সময় যেন থমকে গেছে
অবণীটা চমকে গেছে
দেখে সোনার রূপ অঙ্গ তোমার।
তুমি আলো ছড়াতে যেন সেই প্রাগৈতিহাসিক কাল থেকে
ভরা পূর্ণিমার চাঁদটি যেমন বিলোয় আলো ভরা পূর্ণিমা রাতে।
তুমি ফোঁটাতে পারো ফুল—্ এই তপ্ত মরুর বুকে,
তুমিহীনা পৃথিবীটা যেন সদা নিমজ্জিত প্রিয়াহারার মহাশোকে
তুমি জন্মেছিলে এই আমাকে করবে সুখি বলে
আমি আজও বেঁচে আছি
ওগো প্রেমী সর্বনাশি তোমার প্রেমপেয়ালা পান করবো বলে।
তোমার ছুঁয়ায় বেদনা সব কেমন হলো প্রজাপতি; দুঃখরা সব ফুল,
তোমার আমার ভালোবাসায় গোটা পৃথিবীটা যেন রয়েছে মশগুল!
তোমার উড়না উড়ে দামাল হাওয়ায় সঙ্গে উড়ে আমার উতলা মন
খোলা হাওয়ায় দাঁড়িয়ে তুমি সৃজিতে পারো মহেন্দ্র এক ক্ষণ।
তুমিহীনা পৃথিবীটা যেন শূন্য লাগে খুব
তুমি এলে তেজ কটাল উৎসব উৎসব…


কোথায় তুমি প্রিয়া?

কোথায় তুমি প্রিয়া?
দেখছি না যে— তাই ব্যথায় ভরা হিয়া
চাতক চোখে খুব পিপাসা
তোমায় তাই ডাকছি কাছে
দু’চোখ ভরে দেখবো তোমায়
তোমাকে দেখার সাধ লেগেছে
দেখে যদি দু’নয়ন জুড়ায়
আসছো না যে চোখের তারায়
বুকের মাঝে—মন বধূয়ার সাজে
তোমার কথার মাঝে প্রেরণা আছে
করবো লেহন সঞ্জীবনী সুধা
তোমার দেহের ফাটল থেকে
... ... ... ... ...
যেথা মৃগনাভীর সুঘ্রাণ আছে
সুঘ্রাণে মন হবে মাতোয়ারা
কোথায় তুমি সুখের বিলাসভূমি কাব্যসদা?
তোমায় খুঁজবো কোথায়, প্রিয়ংবদা?
আসলে কাছে নাই ক্ষতি নাই
তোমার ছুঁয়ায় ওঠবো জেগে
যৌবনের অনুরাগে এবার এসো
এসোগো সোনা—ভালবাসার কাব্যখানা
করিবো বিরচন, আনমনে করবে পাঠ
ভালোবাসার ধারাপাত, নক্ষত্রের আগুনজ্বলা রাতে
অথবা ভোরের শিশির মাখা প্রাতে।
শরৎবেলার কাব্যরা সব
সাদা মেঘের ভেলায় চড়ে
যাচ্ছে ভেসে ঐ নীল আকাশের গায়
চাতক দু’চোখ কেবল খুঁজিছে তোমায়
ভালোবাসার কাব্য গড়ে…

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সেলিম ভাই,

আপনাকে ব্লগে দেখে ভীষণ খুশি হয়েছি। গত কয়েকদিন যাবত আপনাকে নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় ছিলাম। আপনার বিচরণ ক্ষেত্র ব্লগ। কাজেই আপনার আগমনে সংসারের মানুষগুলো মনে হল যেন সংসারে ফিরে এসেছে।

কবিতা পড়ে মনে হল যেন প্রেমের অনল জ্বালালেন। জোয়ার বানানে বোধ হয় একটু টাইপো আছে।

শুভেচ্ছা নিয়েন।


২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। হা মনে হচ্ছে নিজের বাড়িতে বহুদিন পর আসলাম। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলাম।

২| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

ডেংগুলু ভালা হো গিয়া ...

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৩

সেতুর বন্ধন বলেছেন: আপনি কেমন আছেন এখন?
ব্লগে দেখে ভাল লাগল। কবিতায় ও ভাল লাগা ।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

৪| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: বেশ কিছু দিন পর আপনার কবিতা চোখে পড়লো।

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৮

ইসিয়াক বলেছেন: আপনার আগমনে অবনী চমকে গেছে। ভালো লাগা আপনার কবিতা পড়ে।
ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ফাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতা

২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।

৭| ২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয়া শ্যাওড়া গাছে ভূত হয়ে বসে আছে, সন্ধ্যার পর ভুলেও সেদিকে যাবেন না - ঘাড় মটকে রক্ত খাবে !!!

২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: খাক না রক্ত । হৃদপিন্ডে যতটুকু আছে চেটে পুটে খেয়ে ধন্য করুক আমায়। আর এক বিন্দু যেন অবশেষ না থাকে ।

৮| ২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


প্রতম কবিতায় কোন এক নারীর কথা বলা হয়েছে, আসলে সব নারীই সুন্দরী

২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কবিতায় কোন এক নারী...আসলে সব নারীই সুন্দরী যথার্থ বলেছেন। নারীরা চোখের তৃপ্তি।

৯| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪

সোনালী ডানার চিল বলেছেন: কবি কেমন আছেন? ব্লগে অনেকদিন পর আপনাকে পড়লাম
কবিতা ভালো লেগেছে!!

২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি কবি। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,





পৃথিবীটা আসলেই তুমিময়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.