নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রবে কী নিরবে হায়?শ্রদ্ধাঞ্জলি হে বিদ্রোহী কবি!

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৭



রবে কী নিরবে হায়?
-------------------------
না বলা কথাগুলো রবে কী নিরবে হায়?
তোমারও কী নেই না বলা এমন পংক্তিমালা?
সযতনে যা রাখা আছে মনে— সঙ্গোপনে,
সে যে ক্ষণে ক্ষণে— ফেলে দীর্ঘশ্বাস।
সর্বংসহা পৃথিবীর বুকে উষ্ণতা জমে জমে
—একদিন হয়গো অগ্নোৎপাত।
তুমি কী তবে স্বর্বংসহা পৃথিবী হয়ে গেছো?
কি করে না বলা কথাগুলো তবে হবে গো প্রকাশ।
কত কথা থেকে যায়— নিরবে
গল্প কবিতায় তার আর হয় না প্রকাশ হায়!
সবার অগোচরে আনমনে নিরালায়
যে কথা অবলা দুটি মন বলিতে পাগলপ্রায়।
কত কথা বলে গেলে! হয়তো সুদূরেই চলে গেলে!!
তবু না বলা কথাগুলো চুপিসারে বলে গেলে না হায়!!
হয়তো কাছে আসবে বলে— খুব কাছে
তোমারও তো প্রেম আছে মনে,
এখনো ঢের আছেগো সময়—এখনো এ হৃদয়ে আছে বাসন্তীগান,
প্র গা ঢ় ভা লো বা সা য়।
শরতের সাদা মেঘ গুলো যেন
ই শা রা য় বলে যায়— না বলা কথাগুলো যেন হয়ে যায় বলা।
কাশবনে খুব কাছে এসে—এখনই তার শ্রেষ্ঠ সময়
না হলে হবে না বলা আর— মৃত্যুশাসিত জীবনে।
রয়ে যাবে নিরবে হবে নাকো— নৌকো নদী খেলা।
এতটা অবলা থেকোনাকো আর— হতাশার দূর বনে;
জেনে রেখো ভালোবাসা এক অমোঘ শক্তির আধার
না বলা কথা গুলো তবে হয়ে যাক বলা এবার...




শ্রদ্ধাঞ্জলি হে বিদ্রোহী কবি!
----------------------------
তুমি এসেছিলে কোন এক ক্রান্তিকালে
বাংলার আকাশে যখন অস্তমিত— স্বাধীনতার সূর্য;
বাঙালির বিবেক বোধ যেন ছিল সুপ্ত;
তুমি জাগিয়ে দিয়ে গেলে।
তুমি গেয়েছিলে সাম্যের গান—
তুমি এসেছিলে একরাশ প্রেম নিয়ে বুকে
বিদ্রোহ করেছিলে—বাঙালির বুকে
চেতনার মঙ্গলদীপ জ্বেলে;
তুমি দূর করেছিলে আঁধার।
আজ তুমি নেই—
আজ তোমার সমাধি ভরা ফুলে
আজ তুমি —প্রগাঢ় ভালোবাসায়;
প্রতিটি বাঙালির হৃদয়ে,
তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাই ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাঁকে শ্রদ্ধা জানাই

সুন্দর হয়েছে লেখা

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাটে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


যা কিছু উনার বলার ছিলো, সবই বলে গেছেন।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমি এই কবিকে নিয়ে ১০০ পর্বের একটা ধারাবাহিক লেখা লিখব।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি? বিদ্রোহী কবি বাংলাদেশের সবার প্রাণের কবি।

অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১৮

মুক্তা নীল বলেছেন:
প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে সুপ্রিয় মুক্তা নীল ।

৫| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৬

ইসিয়াক বলেছেন: প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আপনাকে ধন্যবাদ

২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৫

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমি এই কবিকে নিয়ে ১০০ পর্বের একটা ধারাবাহিক লেখা লিখব।
রাজীব নুর ভাই কবি কে নিয়ে প্রশ্নের উত্তরগুলো চাই।

২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ২য় বার কমেন্টে ।

৭| ২৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: কবির প্রতি শ্রদ্ধা রইলো ।

এই পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। কমেন্টে এবং ভালোলাগায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.