নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গতকাল মাঝরাতে ফিনিক্স পাখি

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১১


গতকাল মাঝরাতে


গগণে গরজে নিনাদ,
বিজলীর আলো চকিত চমকে তাতে কহিছে কী
করে লইয়া— তলোয়ার নিশাত?
অযাচিত পথে চলিবে না আর
মিথ্যে ছলনায় কহিবে না আর
তুমি ভালোবাসিবে শুধুই আমাকে
নাহলে মাথার উপর ভাঙিয়া পড়িবে আকাশ— ভাঙিয়া পড়িবে সব
ভাঙা কাচেরই মতন— হুশিয়ার সাবধান
ভেঙে চুড়ে হবে খানখান
মিথ্যে অহমিকা ভুলো— বিবেকের দ্বার খুলো
এখন নেমেছে বৃষ্টি— এখন বহিছে হাওয়া; আকাশ ঝলোমলো
শনশন শোঁশো এখন রিমঝিমঝিম বৃষ্টি পড়িবে শুধু
পড়িবে বুবুক্ষু অবণীর বুকে—তুমি কি বুঝনা হায়
তুমি ছাড়া —এক সমুদ্র পিপাসা বুকে বুবুক্ষু এ হৃদয়
তুমিও না হয় ছলাত ছলাত বৃষ্টি হয়ে নামো
সাধের নূপুর পায়ে, বুকের মধ্যে খানে
দেখো আকাশটা কাঁদিছে খুব
করজুরে যেন করিতেছে অনুরোধ,
তোমার দূরে চলা এবার না হয় থামো
এ বুকে এবার শরতের মেঘ হয়ে নামো,
বিলম্ব করো না আর
তবে আকাশটা পড়বে ভেঙে চূড়ে
স্রষ্টার রোষানলে মরবে পুড়ে— অনলে
তাই বলি বিলম্ব করো না আর
নাহলে বাঁচিবো না আর প্রেমহীন পৃথিবীতে
হবে গো তবে লীন— আকাশটা ধমকে গেলো
বিজলীর আলোয় দু’চোখ রাঙিয়ে গেলো
দেরি করো না আর—এই মেঘ বৃষ্টির ক্ষণে
পড়িতেছে তোমায় মনে;
এমন মধুর ক্ষণ এমন মায়াবী রাত আসিবে আবার কখন?
ভালোবাসার মন্ত্রে তাতে ভাসিবে আবার কবে?
বারে বারে আমার অবলা মন;
চাহিছে তোমাকে কাছে — এ যেন নহে বৈরী আবহাওয়া
এ যেন মধুর লগন।




ফিনিক্স পাখি


দুখু মিঞা চল্লিশেই শেষ
দূরারোগ্য ব্যাধিতে পড়ে
রুদ্র গেছে মরে— সে-ই কবে!
সে কী ছিল আমার মতো
এতো জনপ্রিয়—ছাত্রনেতা?
স্বপ্ন দেখো—?
আমার তুল্য তিনি কখনই নন
মাঠ যাচাইয়ে দেখতো পারো
নিউরন বলে দেবে তীক্ষ্ণ কতো
আমি তোমার— ফিনিক্স পাখি
ভস্ম থেকে শুরু করি— নতুন করে পথচলা
দুখু মিঞার মতো হয়তো প্রেমি
আবার বিদ্রোহী —আমি
তিনি তো নন
আমি তো ফিনিক্স পাখি—
শুধু তোমার !
সুপ্ত আগ্নেয়গিরি
ভালোবেসে যেন অশেষ;
এই জ্বালামুখে পুড়ে তুমি শেষ
আমার অপ্রতিরোধ্য গন্তব্য কি— সে তুমিই জানো ।



মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: এখন মেয়েরা আর অত কোমলমতী নয় ।সবাই কেমন যেন যান্ত্রিক।
প্রেম চাই প্রেমময়ী ।
দাড়িয়ে আছি দেখ দু হাত বাড়িয়ে।
এসো এ তপোবনে নিয়ে কোমল ভালোবাসা।
বসে আছি প্রিয় শুধু তোমারই ভরসায় ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

নজসু বলেছেন:




হৃদয় বিগলিত হলো প্রিয় কবি।
ভালোবাসায় উদ্ভাসিত হোন এই প্রত্যাশা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: ফিনিক্স পাখিটা জটিল হয়েছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ওটাই আসল কবিতা।

অগ্রজ যারা তাদের শ্রদ্ধা করি, শ্রদ্ধাঞ্জলি জানাই কিন্তু প্রতিভাই আসল। স্রষ্টা যাকে বারবার অতল তল থেকে টেনে আনেন বুঝতে হবে তার মুজিজা। সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতাদ্বয়

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০১

Naseer Ahmed বলেছেন: সুন্দর প্রকাশ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরি,

কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা রহিলো আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.