নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

চাকরানি নয় রানি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

দাসীর গলায় কেহ পড়ায় না মালা?
যদি না হয় শূন্য কাফেলা?
সবাই রানি চায় —চাকরানির সাধ্য নাই
হৃদয়ের সিংহাসনে বসে— রানি সেজে..
থাকিবে সে পায়ের নিচে
দাসীর কথার কি দাম আছে?
সে যে মস্ত বড় ভুল— জীবন চলার পথে
কেন মাথা নিচু করে পথচলা কেবল গুনিয়া ভুলের মাশুল
হতে পারে তা পথের ধূলো—থাকুক পথেই পড়ে
অথবা আবর্জনা রেখে দাও তারে ঘৃণার আস্তাকুড়ে
হৃদয়ে তার হয়নাকো স্থান
বলেছিতো তারে ছূড়ে ফেল দূরে— বঙ্গোপসাগরে
তবেই দূর্গন্ধ বিলোবে না আর
ছলনার ষোলকলা পূর্ণ করে— করিতে পারিবে না আর বিস্তার
তার সুদীর্ঘ লোভী গ্রীবা,
আমরা বীরের জাতি, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে
আমরা স্বাধীন আমরা বলিতে পারি, আমাদের আছে মানবতা ঢের—
বিবেক ও বোধ অটুট রেখে ; দাসত্ব হয়েছে ভূলন্ঠিত সেই মহান একাত্তরে
যে পড়াতে চায় দাসত্ব শৃঙ্খল ধরিবো তার অধর টুটি
হে মহান স্বাধীনতা, পরাধীনতার অভিশাপ মুচন করে ভূস্বর্গে গড়ো সুখের আবাস—
মানবেরা প্রশান্তি লাভ করুক স্বাধীনতার ধ্বজা ধরে;
মুক্তি লাভ করুক জালিমের জুলুম থেকে— এই কামনা সদা প্রাণে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

ইসিয়াক বলেছেন: তেলা মাথায় সবাই তেল ঢালে।
ধন্যবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতার পর, ২/৩ কোটী মেয়েকে "চাকরাণী" বানায়েছে এই জাতি; এই জাতির ভয়ংকর অন্যায় করেছে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট। শ্রদ্ধেয় চাঁদগাজী

একটু বলে নিই রানি ও চাকরানি এটা শুদ্ধ বানান। আমাদের উন্নয়নের গতি আরো বেশি হত। মেয়েরা যদি মানুষের মত দাম পেত। দুঃখের বিষয় সেটি নেই।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দাসত্ব মুক্তি লাভ করুক মানুষ, এই কামনা সদা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.