নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমাদেরও আছে বিস্তর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩২



তোমাদেরও আছে বিস্তর অধিকার—
কামনার আজ্ঞাবহ হয়ে যদি বলি— আমি যে শুধু তার,
ক্ষ মা করে দিও;
রবির আলো— আলোকিত করে সব;
ফুলেদের–পাখিদের–অগণিত মানুষের,
নদীর আঁকাবাঁকা পথও —হয় না ব্যর্থ মনোরথ;
ঐ যে রঙিন প্রজাপতি, রঙধনু-সাতরং;—এমন কি নিকষ আধার! ভরা পূর্ণিমা চাঁদ।

তৃষিত চাতকের দৃষ্টি শুধু —সুশীতল বৃষ্টি, তৃষ্ণায় বাকিসব ভুলে যায়; তাতে কী? ক্ষতি কি!
আমিও ভুলোমন অবচেতন মনে স্বর্ণালি কিছুক্ষণ ,
শুধু থাকি নিমজ্জিত যখন— ঢঙ্গে তার; বর্ণালি রঙে তাঁর—
নৈঃস্বর্গের পাহাড়ে-নদীতে অবাক জলপ্রপাতে, সৌখিন আঙুলে- চিবুকে- চুলে তাঁর
—সে যেন এক অপরূপ সৃষ্টি, মহান বিধাতার।

ঐ টুকু না হলে—হতো না অক্ষরে অক্ষরে শব্দের বিন্যাসে বিরচিত কবিতার সম্ভার ।
প্রখর সূর্য ও ডুবে যায় পশ্চিমে অপার স্নিগ্ধ—তায়, সাগরেরই বুকে—
গায়ে গোধূলির আলো মেখে; তারপর ঠিকি হয় উদয়,
ভোরের আকাশে-স্নিগ্ধ বাতাসে- আলোকিত উচ্ছাসে চিরচেনা সার্বজনিন রূপ তার— জানে যে সকলে
নদীর স্তনে সর্পিল কোমরে মনে সঙ্গমে দু’চোখের কোটরে রৌদ্র প্রখরে—অথবা গোধূলীর আলোয়
নৌকো মাঝির স্বপ্নিল চোখে, ঘার্মাক্ত দেহে— শক্ত পেশীতে আছেগো অধিকার;
তোমাদেরও ঢের আছে আমার কাছে—বাকী সব সূদীর্ঘ সময়ে হাতে হাতে মেলাবার,
শুধু সুখপাখি বিলোবার ক্ষণ এলে— সে আমার কেবলই ভালোবাসার পারাবার ভ্রমর যেমন ফুলে।
তোমাদেরও আছেগো বিস্তর অধিকার—এই হৃদয়ে আমার..

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো লেগেছে স্যার। সেই সাথে ছবিটা। অনেক ধন্যবাদ আপনাকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। দীর্ঘ সময় পর ব্লগে আসলেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


কবিতার গঠন, প্রকাশ, শব্দমালা সবই আছে; কিন্তু কবিতা পড়ার কিছুক্ষণ পরেই ভুলে যাই কবিতাটা কিসের উপর ছিলো?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আসলে প্রগাঢ় প্রেমের প্রভাবে আরো মানুষের যে অধিকার আছে সেটি প্রচ্ছন্ন হয়ে গেছে । কী করবো কবিতা লিখতে চাই লাম কী আর হলো কী ???

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: জাস্ট ওসাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: তাৎক্ষণিক অনুভূতি লিখে ফেলি। তাজা কবিতা। জানেন তো অনুভূতিরা হারিয়ে যায় ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় কবি হাফেজ আহমেদ ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৫

জাহিদ অনিক বলেছেন: বাহ ! দারুণ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.