নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভ বাংলা নববর্ষ ও তিনটি কবিতা

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৫

শুভনববর্ষ চৌদ্দশত ত্রিশ


ষড়ঋতুর পরিক্রমায় আসছে বোশেখ মাস
নতুন বছরে নতুন ভোরে তাই এসেছে প্রাণে উচ্ছাস।
অযাচিত পুরোণো সব ঝেড়ে ফেলে
এ যেন এক সফল নবযাত্রার আশ্বাস।
বোশেখের তপ্ত রোদে পোড়ে
রোগ বালাই প্রতিবন্ধকতার এবার হোক বিনাশ
উৎসব মুখর দিন হোক প্রতিটি বাঙালির ঘরে
মনে তাই উদ্দীপনা নতুন এক শপথনামা
বাংলা গানের মধুর সুরে যেন হাজার বছর ধরে।
ষড়ঋতুর পরিক্রমায় বার বার আসে ফিরে
পদ্মা— মেঘনা— যমুনা অববাহিকায়
ওগো মোর নিরুপমা কালজয়ী এক প্রেমে
তোমাকে সঙ্গী করে, এসো করি আনন্দ উল্লাস।
লাউ শাক— শুকনো মরিচ
আম— ডাল পোলাও— কোর্মা পান্তা— ইলিশ ..
যার যার সাধ্যমত খেয়ে আনন্দচিত্ত মনে
উৎসবমুখর ক্ষণ হোক বিরচন হাসি আর গানে
বাংলার প্রতিটি ঘর উন্মুক্ত প্রান্তরে;
ষড়ঋতুর পরিক্রমায় আসছে যে সেইদিন।
শুভ নববর্ষ জানাই তাই— তোমাদের তরে
নব নব শুভ বার্তায় আসুক শুভক্ষণ তোমাদের জীবনে
সতত এই শুভকামনা মনে।
শুভ নববর্ষ চৌদ্ধশত ত্রিশ বাংলার ঘরে ঘরে।


বায়ন্নটি বসন্ত

হৃদয়ে যার গভীর ক্ষত
এমন রাতে হয়তো দু'চোখে তার
ভেসে ওঠে ক্ষত বিক্ষত রক্তাক্ত একটি লাশ।
এমনি করেই একাত্তুরের এক জননীর
বায়ান্নটা বসন্ত হয়েছে যে পার;
একাকিত্ব সঙ্গী করে।
সেই রাতে নারকীয় তান্ডবে
পাকহানাদারের দল মেতেছিল
ইতিহাসের বর্বরতম একটি রাত
রচেছিলো — পাষাণ পৃথিবীর বুকে।
স্বাধীনতার দাবি নিয়ে সেদিন দাঁড়িয়েছিলো নির্বিকার
শহীদ মুক্তাদির, দৃঢ় চেতা মাথা নত করেনি
শত্রুর রক্তচোখে নেই কোন পড়োয়া
বুলেটের আঘাতে তাই মৃত্যু হলো
রক্তাক্ত ঘরের মেঝে
বীর বাঙালি নয়তো মাথা নোয়াবার
এমনি করে বাংলাদেশ স্বাধীন হলো।
একাত্তুরের এক জননীর জীবন যুদ্ধ
নতুন এক মাত্রা পেলো— গর্ভে তার ইলোরা
যেন আশার হাজার তারার বাতি সম্ভানার ফুয়ারা
দুচোখে স্বপ্ন এক মহান বিজয়ের
বিজয়ের একান্নটি বছর গেছে কেটে
বায়ন্নটি বসন্ত হলো যে পার ।

ধর্ম নাকি সংস্কৃতি

ধর্ম নাকি সংস্কৃতি
এই নিয়ে চলছে দ্বিধাদ্বন্দ্ব;
চলছে তর্ক বিতর্ক খুব
জনমত পক্ষে নিতে গিয়ে
মাঝে মাঝে হারায় তারা ছন্দ
ঝগড়ার অনুরূপ।
মঙ্গল শোভাযাত্রা আনবে মঙ্গল
তার নিশ্চয়তা কী ? কে দেবে?
মহান স্রষ্টা রেখেছেন মঙ্গল ইসলামে।
ইসলামের সাথে যতটুকু সংঘর্ষিক
প্রতিটি মুসলমানের তা বাদ দিতে হবে,
নইলে তাতে হবে ক্ষতি দুজাহানের
অতটুকুই কেবল করা যেতে পারে
যতটুকু নিষিদ্ধ নয় পবিত্র কোরআনে
কিংবা হাদীসের আলোকে।
বাকি সব বাতিল
তাতেই মঙ্গল নিহিত দু’জাহানে
মঙ্গল শোভা যাত্রা হতে পারে মহামিলন বাঙালির
শুভ বাংলা নববর্ষ ১৪৩০; সমৃদ্ধি আগামীর,
বাংলার ঘরে ঘরে বয়ে আনুক উৎসব মুখর দিন।
অতীতের গ্লানি সব যায় যেন মুছে
সমৃদ্ধতর সফল হোক বাংলার প্রতিটি মানুষে।
-----------------------------------------------
এখানে উল্লেখ্য সম্রাট আকবরের দ্বীন-ই-এলাহী ইসলাম নয় সম্রাটের মুরতাদির দলিল। মুসলমান ইসলামের বিরুদ্ধে যায় এমন কিছু না করে বাংলা নববর্ষ পালন করবে এটাই স্বাভাবিক। মনে গড়া কোন কিছু ইসলাম সমর্থিত নয়। নববর্ষ সকল ধর্মের বাঙালির জন্য মঙ্গল বয়ে আনে যেন সেই শুভকামনা। শুভ নববর্ষ ১৪৩০।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: তিনটা কবিতাই অনেক সুন্দর হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৪ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

৩| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: শূভ নববর্ষ। রাজীব নূর ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.