নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মে দিবসের কবিতা!!!!

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩০

রোদে পোড়া বৃষ্টি ভেজা
কাদা মাখা বলি রেখা চোয়াল ,
নগ্ন পায়ে শক্ত হাতে
কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল।
এসব নিয়েই ব্যস্ত জীবন যাদের
ঘামে ভেজা জীর্ণ শীর্ণ রুগ্ন দেহ
প্রকৃতির কোন যে খেয়ালে
অবহেলা জুটে ললাটে তাদের !
তাদের শ্রমেই যে অন্ন জুটে,
তাদের শ্রমেই বস্ত্র।
তাদের শ্রমেই সচল থাকে
বিশ্ব অর্থনীতির চাকা গোটা রাষ্ট্রযন্ত্র,
সভ্যতার ক্রমবিকাশে তাঁরাই মূলমন্ত্র।

আজ তাদের বন্দনা করি
তাদের গুণ গাই , তাদের দুহাত চলে
যেন বিধাতার অপার মহিমায়
আমি ও যে কলম শ্রমিক তোমার প্রেমে
কবিতা লিখে লিখে তোমায় যুগ যুগ ধরে
ভালোবেসে যাই
মে দিবস যেন
সকল শ্রমিকের রক্ত ঘামের ন্যায্য অধিকারের
প্রতিশ্রুতির রক্ষা কবচ হয়ে মানুষের হৃদয়ে নেয় ঠাঁই
শ্রমিকের শক্ত দুহাত যেন স্রষ্টার অপার কুদরত
বিনম্র শ্রদ্ধা জানাই তাদের তাই।


মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতার যাদুকর, মে দিবসে সকল শ্রমজীবি ভাইদের প্রতি ভালোবাসা রইলো।


০২ রা মে, ২০২৩ সকাল ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: মে দিবসে সকল শ্রমজীবি ভাইদের প্রতি ভালোবাসা। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ০১ লা মে, ২০২৩ রাত ১২:০০

ডঃ এম এ আলী বলেছেন:




শ্রেণী বৈষম্য, শোষন আর নির্যাতন থেকে তীব্র অসস্তোষ দিনের পর দিন জমা
হতে হতে রক্তসিক্ত ক্ষোভের যে প্রকাশ ঘটেছিল শিকাগোতে তারই পথ খুঁড়ে খুঁড়ে
কিছু সুদুর প্রসারী সমাধান তথা আলোর পথ এসেছিল শ্রমজীবী জনতার তরে, যা
পরবর্তী সময়ে দেশে দেশে সমগ্র শ্রমজীবীদের একটা সন্মানজনক মানবিক কর্ম
পরিবেশ ও দৈনিক কর্মঘন্টার সন্ধানে জীবন যুদ্ধের মুখোমুখি হতে সাহস ও শক্তি
জুগিয়ে আসছে শতাব্দি পর শতাব্দি ধরে ।

শ্রমজীবী, পুজিজীবী , মসিজীবী আর হরেক পদের বুদ্ধিজীবীর মধ্যে সমতা বিধান
না হওয়া পর্যন্ত শোষিত শ্রমজীবী মেহনতি মানুষের জীবন সংগ্রাম চলতেই থাকবে।
কামনা করি মে দিবসের আবেদন সফল হোক ।

কবিতা ভাল লেগেছে ।

শুভেচ্ছা রইল

০২ রা মে, ২০২৩ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মালিক আর শ্রমিকের সমঝোতায় ও পরিপূর্ণ অধিকার লাভের মাধ্যমে সফলতা পায় যেন প্রতিটি মেহনতি মানুষ।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০১ লা মে, ২০২৩ ভোর ৫:০২

কামাল১৮ বলেছেন: মেহনতি মানুষের মুক্তির একটাই পথ ঐক্যবদ্ধ হওয়া।

০২ রা মে, ২০২৩ সকাল ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০১ লা মে, ২০২৩ সকাল ৭:২৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,



"রোদে পোড়া বৃষ্টি ভেজা
কাদা মাখা বলি রেখা চোয়াল ,
নগ্ন পায়ে শক্ত হাতে
কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল।
এসব নিয়েই ব্যস্ত জীবন যাদের
ঘামে ভেজা জীর্ণ শীর্ণ রুগ্ন দেহ
প্রকৃতির কোন যে খেয়ালে
অবহেলা জুটে ললাটে তাদের !"


মহান "মে দিবস"য়ে এমন কথার পর আর কোনও মহার্ঘ্য কথা চলেনা।
লাল সালাম এমন কবিতার জন্যে।

০২ রা মে, ২০২৩ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার আপনাকে অনেক ধন্যবাদ । মে দিবস সফল হোক স্বার্থক হোক এই শুভকামনা ।

৫| ০১ লা মে, ২০২৩ সকাল ৮:৪২

শেরজা তপন বলেছেন: ব্লগে আগের মত একটিভ হউন। আগে প্রায় প্রতি ভোর বেলায় আপনার একখানা কবিতা পেতাম।
সবগুলো না পড়লেও আপনার উপস্থিতি ভাল লাগত।

০২ রা মে, ২০২৩ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সবাই ব্লগিং এ আন্তরিক এবং শতভাগ নিবেদিত হলেই ব্লগ চলমান সংকট থেকে মুক্তি পাবে। ব্লগ মেধা চর্চার আধুনিকতম শক্তিশালী মাধ্যম। শুধু লিখেই জয় করা যায় বিশ্ব।


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ০১ লা মে, ২০২৩ সকাল ১১:২৫

বাকপ্রবাস বলেছেন: বেকারগণ কাজ জুটে পাক মে দিবসের প্রত্যাশা

০২ রা মে, ২০২৩ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: বেকাররা কাজ পাক
বন্দিরা মুক্তি পাক
তবেই মে দিবসের বিজয় লাভ
যাকে নিয়ে এতো কবিতা
সে আমার হয়ে যাক। :)

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

০২ রা মে, ২০২৩ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.