নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ নয়— শান্তি চাই— শান্তি চাই.....

১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৫


রক্তাক্ত যুদ্ধাহত শিশুর ম্লান অবয়ব
শেল হয়ে যেন বুকে বিঁধে
ফুলের মতই নিষ্পাপ শিশুরা
কিংবা সেইসব অবলা নারী
ঘর সংসার স্বামীর সোহাগ
নিয়ে যাদের- দিন কাটার কথা
সেই নারীর চোখে আজ দ্রোহের আগুন
বহ্নি শিখা হয়ে জ্বলে তারার মতন।
বিশ্ব বিবেকের বোধের দেয়াল
কেঁপে ওঠে বারে বারে
বিধবা রমনীর বেঁচে থাকার
একমাত্র অবলম্বন, এয়াতীম শিশুটিও
যে একদিন বলি হবে
হিংস্র শকুনেরা খুবলে খাবে
বিবেক কিংবা একদলা মানব মাংসপিণ্ড
এমন পৃথিবী চাইনা আর
লাশের মিছিলে বারুদের গন্ধে
আহতের হাহাকার— মিলে মিশে একাকার
যুদ্ধ যুদ্ধ খেলায়;
মানুষ নয় তো বিচার দিনের মালিক কোন
যে ইচ্ছে হলেই ছিনিয়ে নেবে উপহার কিংবা তিরস্কার
স্রষ্টার হুকুমের বিরুদ্ধে গিয়ে,— সাময়িক বাহাদুরী
ধ্বংস অনিবার্য তাতে, হে অমানব স্বৈরাচার!
যুদ্ধ নয় শান্তি চাই ইসরাইল এক বিষফোঁড়া
পৃথিবীর মানচিত্রে বিশ্বমানবতার ঘোরতর শত্রু ।
ইয়াসির আরাফাতের বিপ্লব কিংবা
ফিলিস্তিন রক্তু শুষে জন্ম যাদের
শত ধিক্কার তাদের-
বিজয়ী হয় যেন মানবতা
সৌহার্দ্র সম্প্রীতির অপার মেলবন্ধনে
যুদ্ধ নয়— শান্তি চাই— শান্তি চাই।
শান্তির সাদা পায়রা যেন উড়ে ফিলিস্তিনে
মানুষের অধিকার লয়ে
সুনাগরিকের মতন সুশাসন কাম্য সবার।
মানুষের পৃথিবী চাই— দেশ চাই— সমাজ চাই
বাঁচার মতো বাঁচতে চাই
মানুষ তো নয় কোন পণ্য্‌
ভালোবেসে মানুষ মানুষেরই জন্য …




মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: এই শান্তি হোক আমরা শান্তি চাই

১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার সবাই শান্তি কামী
তাই বিপথগামীর ধ্বংস চাই.....


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৩

বনজোসনা বলেছেন: বড় নির্মম সত্য কাব্যে ধরা পড়েছে। কিন্তু কে শুনবে এমন শান্তির বাণী? তারচেয়ে আমরা বরং একটু যুদ্ধ যুদ্ধ খেলা খেলি।

১৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: যুদ্ধ যুদ্ধ খেলায় অস্ত্র বিক্রি বাড়ে যুক্তরাষ্টের আয়ও বাড়ে তাদের দরকার টাকা ...মানুষ কষ্ট পেলে তাদের কী তারা থাকে নিরাপদ দূরত্বে।

৩| ১৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৪

খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন, অনেক ভালো! ++
কি আর বলবো, বলেন! কবিগুরুর ভাষায় বলে যেতে চাই---

"নাগিনীরা দিকে দিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস
শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে"|

রবীন্দ্রনাথ ঠাকুর; প্রান্তিক।

২৩ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: যুদ্ধাহত কত শিশু আজ পিতামাতা হীন
কতটা মর্মান্তিক এই সব যুদ্ধ
বিশ্ব মানবতার বিপর্যয়ে যেন অবরুদ্ধ
গোটা পৃথিবী অর্থহীন লাগে সবই
গন্তব্য যখন একটাই নিস্তব্ধ কবর
তবে কেন এই হানাহানি দ্বন্দ্ব
যুদ্ধ নয় শান্তি চাই
বাসযোগ্য পৃথিবী কাম্য সবার।

কমেন্টে ধন্যবাদ খায়রুল আহসান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.