নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সকল পোস্টঃ

একটি কালো রাত্রিসুপ্রিয় স্বাধীনতা হে !

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৯




একটি কালো রাত্রি

স্বাধীনতার অমিত সম্ভাবনার একটি কলি
ফোঁটবে বলে, কত বাঙালি যে হলো বলি।
পাকহানাদারের নির্মমতায় বয়েছিলো রক্তনদী
তারা চাইছিলো মৃত্যুর নিশ্চিৎ খবর
সকল বুদ্ধিজীবীর;
চিরোপরাধীন মেধাশূন্য অথর্ব একটি জাতি।
তারা গুনছিলো...

মন্তব্য৮ টি রেটিং+২

ইসলাম হলো সত্যের আলো!!!!

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪২

ইসলাম হলো সত্যের আলো,
করেছে দূর অজ্ঞতার কালো।
যেখানে নেই কোন ভেদাভেদ
মানুষে মানুষে, যে বেশি জানে,
যে ভালবাসে স্রষ্টায় অগাধ আস্থায়
আপন কর্মমাঝে নিরলস সাধনায়,
যেই জন নিবেদিত শান্তি প্রতিষ্ঠায়
মানুষে মানুষে , যে চলে স্রষ্টার...

মন্তব্য২৮ টি রেটিং+৫

দেয়া ডাকে বৃষ্টি নামে!!!!

২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৬

দেয়া ডাকে বৃষ্টি নামে চলতে থাকে
থেকে থেকে তাই আলোর ঝলকানি
যেন চোখ রাঙানি আমাদের বিচ্ছেদে।
বৃষ্টি ঝরে দৃষ্টি কাড়ে সৃষ্টির ঝংকারে
সুন্দর অলংকারে যেন পৃথিবী সাজে
এখন মিলন প্রহর তবুও তুমি যে নেই...

মন্তব্য৩ টি রেটিং+০

মোদের প্রেমের ষোলকলা করো হে এবার পূর্ণ।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২২



তুমি এখন ব্যস্ত ভীষণ আমিও ঠিক তাই
সময় ঠিকই বের করে নিতাম আামার এমন ব্যস্ততায়
এবার ভেবে দেখো কেটে গেলো কতোট সময়
ব্যস্ততা কীর আর কমে — এই...

মন্তব্য৪ টি রেটিং+১

মুষলধারে বৃষ্টি পড়ে

১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪০

মুষলধারে বৃষ্টি পড়ে
তুমি নেই যে পাশে
মনটা পড়ে থাকে
তাই তোমার কাছে,
মন বসে না কাজে ।

হয়তো তুমিও চাইছো আমায় কাছে
হয়তো তুমিও বসে আছো
আমার মতো জানালার ধারে।

এখন গুনগুনিয়ে গাইতে পারো গান
মুষলধারে বৃষ্টি যেন
তোমার...

মন্তব্য৬ টি রেটিং+০

শুভ জন্মদিন বঙ্গবন্ধু!!!!

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৭

তুমি জন্মেছিলে বলে জন্মেছিল একটি দেশ
নাম তার বাংলাদেশ ,
মরে গিয়েও তাই আছো বেঁচে, তোমার নেইকো শেষ ।
তোমার জন্মদিনে তাই করি মোরা তোমার বন্দনা
কেউ লিখি কবিতা কেউ গাই গান
কেউ খুঁজি প্রেরণা,...

মন্তব্য১২ টি রেটিং+১

ঝড় ওঠেছে মনে

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০১

ঝড় ওঠেছে মনে
সঙ্গোপনে কিঞ্চিৎ লঘুচাপ
স্মৃতির অ্যালবামে
সযতনে রাখা মানসপটে আঁকা
বসন্তের উত্তাপ,
ফুল ফোঁটেছে তাতে
ঝড় ওঠেছে তাই হিয়ার কোনে
পথের ধূলো দূরে উড়ে যায়।
বৃষ্টিও আছে যে সাথে
তপ্ত পৃথিবীর বুক
শীতল হলো তাই।
হৃদয়ে ওঠেছে ঝড়
আমার...

মন্তব্য১৪ টি রেটিং+৩

মাহে রমজান

১২ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৫৯

এসেছে রমজান এসেছে পরিত্রাণ লাভের
সুবর্ণ সেই সুযোগ
এসেছে প্রার্থনা আর সংযম সাধনার মাস,
স্রষ্টার কাছে তাই লাখো শোকরিয়া
আমরা আছি যে বেঁচে এই পবিত্র মাসে আছে
বিশ্ব মানবতার অফুরন্ত কল্যাণ,
এই মাসেই শবে...

মন্তব্য১৮ টি রেটিং+৫

আর নয় বেশি দূর!!!!

১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২০

এবার ও তুমি আসো নাই তাই
কবিতা লিখি নাই
তুমি আছো ঢাকাতে
আমিও যে যাচ্ছি তাই
চলছে প্রস্তুতি সবকিছু গুছগাছ
মনে মোর আনন্দ
বসন্ত হাওয়া আর বাহারি সাজ।
আর নয় বেশি দূর
এসেছে মিলন প্রহর
আবার ও হবো এক
আমরা...

মন্তব্য১৪ টি রেটিং+২

তুমি যেন প্রজাপতি

০৬ ই মার্চ, ২০২৪ রাত ১:২৫



যেন প্রজাপতি—
রঙিন পাখা মেলে দাও প্রতিটি বসন্ত এলে,
তুমি যেন সদ্য প্রস্ফুটিত ফুল
সুবাস ছড়াও চারিদিক মৌ মৌ গন্ধে ভরে ওঠে মন।
তুমি যেন বসন্ত কোকিল,
এখন প্রতিদিন ভোরে কুহু ডাকে হৃদয়ের কড়া...

মন্তব্য৬ টি রেটিং+১

বৃষ্টি তবে বিষাদ অশ্রু অভিসার কামনায়

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:২১



মাঝরাতে আমি তখন সাইটে বসে
মগ্ন ভীষণ, গবেষণায় খনিজের অন্বেষণে ;
এমন সময় বৃষ্টি এলো— টাপুর টুপুর
নিস্তব্ধ পৃথিবীটা তখন নিদ্রামুখর
হয়তো ভালোবেসেছো মনে মনে
তোমার আগমনেই বৃষ্টি নামে,
কোকিলের কুহুগানে প্রণয়ের...

মন্তব্য৮ টি রেটিং+২

এসো মোর প্রিয়তমা!!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৬




এসো মোর প্রিয়তমা, এই বাহুডোরে— একান্ত আদরে
এই পূর্ণিমা রাত ভাগ্য লেখার রাতে করি এই প্রার্থনা
তোমার ঐ হাত আমার হাতে করো গো সমর্পন
মম নিরূপমা অনেক ভালোবাসি যে শুধু...

মন্তব্য৮ টি রেটিং+১

ফাগুন পূর্ণিমা রাতে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫৭





মেঘে ঢাকা ঐ উদাসী চাঁদে ঘুর সন্ধ্যা নেমেছে
পৃথিবীর দু’চোখে লেগেছে যেন নেশা
চলো না আজ দু’জনে দেখবো চাঁদ সারারাত,
যৌবনের অনুরাগে খুব বেশি দূরে নইতো আমরা
যেন অপেক্ষার রাস্তার এপার ওপার।
এখন...

মন্তব্য৫ টি রেটিং+৩

একুশ তুমি চেতনা

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২০



একুশ তুমি চেতনা একুশ তুমি বিশ্বাস যেন দৃপ্ত আশ্বাস
একুশ তুমি বাংলা চর্চা রূপসী বাংলায়, স্বস্তির নিঃশ্বাস,
একুশে তুমি মহান একাত্তুরের মহান স্বাধীনতার প্রথম ধাপ।
রাষ্ট্র ভাষা...

মন্তব্য৪ টি রেটিং+২

জানা শুভকামনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১




তুমি বেঁচে থাকো বহুদিন
তোমাকে যে ভালোবাসি খুব
হে অগ্রদূত, শ্রদ্ধেয়া
সত্যের লড়াইয়ে এক নির্ভীক সৈনিক।

তুমি যে অজ্ঞতার অন্ধকার দূর করার এক অব্যর্থ প্রদীপ
দৃঢ় প্রত্যয়ে, তুমি চেতনার বাতিঘর অগ্রপথিক।

আমাদের...

মন্তব্য২৮ টি রেটিং+৫

>> ›

full version

©somewhere in net ltd.