নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলায় আমার প্রথম বই- রহস্য ও সাইকোলজিক্যাল থ্রিলারঃ টুকরো ছায়া টুকরো মায়া

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

আমি সারাজীবন বড় ভীতু একজন মানুষ। সাহস করে কিছু করে ফেলা বরাবরই আমার জন্য কেন যেন অসম্ভব কিছু। এই ভীতু মানুষটা এই কাজটা করে ফেলব, ভাবতেও পারি নি। ভাবতে পারি নি সত্যি আমার দ্বারা এ কাজটা সম্ভব। প্রতি বইমেলায় যেখানে ঘুরে বেরিয়েছি, বড় বড় নামী দামী লেখকদের বই দেখেছি, কিনেছি। সেখানে এক স্টলে আমার বই থাকবে, পুরো বই জুড়ে আমার এলোমেলো লেখা থাকবে। ব্যাপারটা সত্যি আমার কাছে বেশ উত্তেজনাকর।

কেউ এসে আমার অটোগ্রাফ নিবে, কাঁপা কাঁপা হাতে আমি তা দিব, জিনিসটা আমার কাছে খুব রোমাঞ্চকর।

সত্যি এবারের বইমেলায় বের হচ্ছে আমার প্রথম বই, একটা উপন্যাসের বই। রহস্য ও সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী, বইটার নামঃ টুকরো ছায়া টুকরো মায়া।



টুকরো ছায়া টুকরো মায়া, আমার বই নয়। এটা সে মানুষ গুলোর বই যাদের উৎসাহে লিখতে পারছি, লিখে যাচ্ছি। ব্লগ, ফেসবুকের সেই সব পাঠকদের বই যারা আমার পাশে ছিল সাহস হয়ে সবসময়। পাশে আছে বই বের হবার পরও।



বই সম্পর্কিত কিছু কথা-



বইয়ের নাম- টুকরো ছায়া টুকরো মায়া

ধরণ- রহস্য ও সাইকোলজিক্যাল থ্রিলার

লেখক- রিয়াদুল রিয়াদ

পরিবেশক- সাহিত্য এক্সপ্রেস

প্রাপ্তি স্থান- সাহিত্য এক্সপ্রেস স্টল (লিটল ম্যাগ কর্নার)

প্রকাশক- মিকসেতু মিঠু ( শব্দ প্রকাশ)

প্রচ্ছদ- আব্দুল্লাহ মামুর

বইয়ের পৃষ্ঠা- ৮৮

বইয়ের মূল্য- ১৩০

২৫% ছাড়ে- ১০০



বইমেলা থেকে না নিতে পারলে কুরিয়ারে নিতে হবে, এ ক্ষেত্রে এখানে ইনবক্স করে অর্ডার দিতে পারেন।



বইটা মেলায় আসার আগেই আমার শুভাকাংখিদের ভালবাসায় আমি মুগ্ধ। ভেবেছিলাম, পুরো মেলা জুড়ে বইয়ের উপর পড়ে থাকবে ধুলো। মানুষ গুলো আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে। সত্যি এ ভালবাসায় আমি মুগ্ধ। আমার বুকের ভিতরের হৃদস্পন্দন কিভাবে উঠানামা করে প্রতিবার বইয়ের অর্ডার পেয়ে ইনবক্সে, আমি জানি শুধু। এ ভালবাসা গুলোর বিনিময়ে কিছু দেবার সাধ্য সত্যি আমার নেই।



উপন্যাসের ফ্ল্যাপের লেখাঃ

একজন মেয়ে, সকাল বেলা বয়স যার দশ, বিকেল বেলা ষাটের উপরে, একা থাকলে ছেলে।

একই মানুষ একই সাথে নিজের মাঝে ধারণ করতে পারে কি একাধিক সত্ত্বা? এক সত্ত্বা খবর জানে না অন্য সত্ত্বার। এমন কি হয়?

ব্যাপার গুলো একটু বিশ্বাসের জায়গায় নাড়া দিবেই।

নৃ কথা বলে না কখনও বাবা মায়ের সাথে। কথা বলার একমাত্র মানুষ বশির স্যার, যে কিনা রক্তের সম্পর্কের কেউ ই নয়। নৃ খেতে চায় না আমরা যা খাই, খেয়ে বেরায় রঙ, সাবান, কাঠ, যে সবকে বলি আমরা অখাদ্য। নৃ একা একা কথা বলে যেন কার সাথে। জানে না কেউ। যেমন কথা বলতেন নৃর দাদী।

যে বাড়িটায় এসেছে সবাই সে বাড়িটা থেকে হারিয়ে যেত মানুষ। লাশ গুলোর পাওয়া যেত না কোন খোঁজ।

রাসেলের শরীরের আতরের ঘ্রাণটা মাঝে মাঝেই পায় স্নেহা, দূরে বহুদূরের অন্ধকারে পায় মৃন্ময়।

স্নিগ্ধা ভেবে বসে আছে ঠিক পারবে সব জটিলতার একটা সমাধান দিতে রাদিব।



টুকরো ছায়া টুকরো মায়া রহস্যের উপন্যাস, কিছু সুখ দুঃখের উপন্যাস, কিছু ভালবাসার উপন্যাস, জটিল কিছু মানসিক সমস্যার উপন্যাস, পুরোটা জুড়ে একটা সূত্রের উপন্যাস। যে সূত্রের প্রতিপাদন উপন্যাসের প্রতিটা লাইন।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক শুভকামনা রইল।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

কলমের কালি শেষ বলেছেন: অনেক শুভকামনা রইল ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬

আমি তুমি আমরা বলেছেন: শুভকামনা রইল আপনার বইটির জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.