নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

আমার দ্বিতীয় উপন্যাস একা আলো বাঁকা বিষাদ ও বন্ধু, পাঠক, ভক্ত ( ছবি )

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

একা আলো বাঁকা বিষাদের সাথে আহসান হাবীব স্যার ও আমি।


হেহে পাগলায় যেন কি লিখতেছে।



পাগলামিরও লিমিট থাকে। বন্ধু গুলো মেলার প্রথম দিনেই চলে এসেছিল, বই কিনতে।



জাহাঙ্গীর নগর থেকে শুধু আমার সাথে দেখা করার জন্য বন্ধুটা চলে এসেছিল।



এটি একটি পুঁজিবাদী ছবি। তাহাদের সি জিপিএ ভয়ংকর। উহা আমার জন্য স্বপ্ন।



বই পড়া, গল্প পড়া ছেড়ে দেয়া পাঠকটা, শুধু আমার বইটা দিয়ে পাঠক হয়ে আবার ফিরে এসেছে। ব্যাপারটা বড় আনন্দের আমার মত অনামী লেখকের জন্য।


থ্রিলার পাঠকটি আমার লেখার উপর আস্থা রেখে কিনে ফেলল,আমার জীবন ধর্মী উপন্যাসটা।


ফেসবুকে বন্ধু তালিকার ছেলেটা এসেছিল সাথে করে আরেক বন্ধু নিয়ে। সে বন্ধুর গার্লফ্রেন্ড নাকি আমার আমার লেখার ভক্ত। ভালবাসার মানুষকে আমার বইখানা উপহার দেবার জন্য মেলায় এসেছিল/



গত বইমেলার পর এই মেলাতেও বইটা মিস করে নি, প্রিয় পাঠক।


বান্ধবীর বান্ধবী। সে হিসেবে আমারও বান্ধবী। অফিস ফাঁকি দিয়ে এসেছিল বই কিনতে।


এরা ভাল ছেলে, শুধু ট্রিটের জন্য না। একা আলো বাঁকা বিষাদ কিনতেই এসেছিল।


পাঠিকা বই কিনলেও, দেখা হয় নি আমার সাথে।


কুমিল্লা থেকে ঢাকা আসা চাট্টিখানি কথা না। তবুও আমার বই কিনতে আর দেখা করতে চলে এসেছিল।


আমার বইটা প্রকাশে যে মানুষটার সবচেয়ে বেশি অবদান, তার সাথে।


আমার ফেসবুকের প্রায় সব গল্প পড়া, পাঠকটা বইটাও সংগ্রহ করে নিল।


সব প্রিয় ছাত্রের সাথে,


ভালবাসা দিবসে আমার সব ভালবাসার মানুষদের সাথে।


বই কেনার জন্য পরীক্ষার পড়া বাদ দিয়ে আসাটা একদম ঠিক নয়।


:) :)


একজন নারী সেলিব্রেটির সাথে।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

মানবী বলেছেন: আন্তরিক অভিনন্দন রিয়াদ(শেষ রাতের আঁধার)।

"একা আলো বাঁকা বিষাদের" বিপুল জনপ্রিয়তা ও সাফল্যের শুভকামনা রইলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দোয়া করবেন। :) :)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

সুমন কর বলেছেন: অভিনন্দন রইলো...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ডি মুন বলেছেন: শুভকামনা রইলো রিয়াদ।

বৈচিত্র্যময় লেখায় আপনার লেখালিখি সমৃদ্ধ হয়ে উঠুক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দোয়া করবেন ভাইয়া। আপনার জন্যও শুভ কামনা?

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভেচ্ছা রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

আমি তুমি আমরা বলেছেন: অভিনন্দন রইল। সাথে আগামীতে কোন এক বইমেলায় আপনার সাথে সেলফি খিচার আশাবাদ ব্যক্ত করে গেলাম :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দেখা হয়ে যাবে কোন একদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.