নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

গল্প: মায়া

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০০

- হ্যালো, মিস নন্দিতা বলছেন?
- মিস নন্দিতা নয়। মিসেস নন্দিতা। আর আমি মিসেস নন্দিতার হাসবেন্ড বলছি। কে বলছেন?
- জি স্যার, মিসেস নন্দিতার একটা পার্সেল এসেছে আমাদের কুরিয়ার অফিসে। আপনি কি নিয়ে যাবেন এসে নাকি আমরা বাসায় পাঠিয়ে দিব?
- কোথা থেকে এসেছে?
- এখানে প্রেরকের শুধু একটা মোবাইল নাম্বার দেয়া আছে। নাম দেয়া নেই। পাঠানো হয়েছে নরসিংদী থেকে।
- আচ্ছা আপনি বাসার ঠিকানায় পাঠিয়ে দিন।

টেলিফোন নামিয়ে চুপ করে কিছুক্ষণ বসে রইল নীল। কী যেন ভাবল! অফিসের রুমটায় এসি চলছে। তবুও কেনো যেন কপালে ঘামের বিন্দু জমছে। টেলিফোনটা তুলে বাসায় ফোন দিলো। তিন চার বার ফোন বাজার পর ফোনটা তুললো বাসার কাজের মেয়েটা।
- তোর আপা কই?
- আপা তো গোসল করে।
- আচ্ছা বের হলে আমাকে কল দিতে বলিস।
- আচ্ছা।

নীলের চিন্তাটা কমছে না। স্বাভাবিক একটা ব্যাপার তবুও চিন্তা হচ্ছে। খানিক পরে নন্দিতা কল করে, “ফোন দিয়েছিলে?”
- হ্যাঁ।
- বলো।
- কুরিয়ার অফিস থেকে ফোন এসেছিল। তোমার নামে কে যেন একটা পার্সেল পাঠিয়েছে।
- কে?
- জানি না। আবার তোমার নাম লিখেছে মিস নন্দিতা।
- ওওও।
- তুমি কথাটা হালকা ভাবে নিচ্ছ? কী পাঠিয়েছে তা নিয়ে চিন্তা হচ্ছে না?
- ও মা, আমি না দেখে বুঝব কী করে কী পাঠানো হয়েছে? আর চিন্তার কী আছে? তুমি বাসায় ফিরবে কখন?
- জানি না কখন ফিরব। তুমি কি জানতে তোমাকে কেউ পাঠাবে কিছু?
- আমি জানব কী করে?
- তুমি তাহলে ব্যাপারটা এত স্বাভাবিক ভাবে নিচ্ছ কেন?
- আরে, অস্বাভাবিক কিছু তো আমি দেখছি না। আচ্ছা, আসুক আগে জিনিসটা তারপর বোঝা যাবে।

নীল ছোট একটা নিঃশ্বাস ফেলে ফোনটা রেখে দিলো। টেবিলের উপর থাকা পেপার ওয়েটারটা বার কয়েক ঘুরিয়ে তার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নন্দিতার সাথে বিয়ে হয়েছে ছয় বছরের মত। ভালোবাসার বিয়ে। ভার্সিটিতে এক বছরের জুনিয়র ছিলো নন্দিতা। প্রথম দেখার সময়টায় মেয়েটাকে খুব ভালো লেগে যায় নীলের। দূর থেকে দেখত, ক্লাস শেষে পিছু পিছু বাস স্ট্যান্ড পর্যন্ত যেত, ল্যাব শেষে ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকত, উঁকিঝুঁকি দিত। এত সুন্দরী একটা মেয়ে, না চাইলেও চোখ আটকে যেত। বুঝতে পারত মেয়েটার জন্য একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে ভিতরে ভিতরে, ভাবত মেয়েটাকে আমার চাই। চাই আমার মেয়েটাকে, যে করেই হোক।

আকাশে মেঘ করেছে। ঠান্ডা হাওয়া বইছে। বৃষ্টি হয়েই বুঝি নেমে পড়বে শীত পুরোদমে। ছাতা নিয়ে আসেনি নীল। নিজের প্রাইভেট কারও নেই। ইচ্ছা করলেই কয়েক মাসের বেতন আর কিছু ব্যাংক লোন নিয়ে কিনে ফেলতে পারে। কেনা হয় না। এইটুকু দূর অফিস, গাড়ি কিনে কী হবে? রিকশার জন্য দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রিকশা যা পাওয়া যায়, যাবে না। হুট করেই ঝুম বৃষ্টি শুরু। হেঁটেই যাবার সিদ্ধান্ত নিলো বাসায়। আকাশে বেশ গর্জন দিচ্ছে মেঘ। বিজলি চমকাচ্ছে। এমন এক বৃষ্টির দিনেই বিয়ে হয় নন্দিতার সাথে। বাসর রাতেই ইচ্ছা করছিল সত্যিটা বলে দেয়, বলা হয় নি। বলা হয় নি আজও। হয়ত কখনও বলাও হবে না। বিয়ের পর প্রথম রাতে নন্দিতা জানতে চেয়েছিল, আমাকে বিয়ে করে কি তুমি সুখী?
- অবশ্যই।
- ভালোবাসবে সবসময়।
- বাসব।
নন্দিতা নীলের বুকের ভিতর মাথাটা লুকিয়ে বলে তখন, আমি আর কিছু চাই না।
এ কথাটা ছিল প্রচণ্ড আশ্বাসের, খুব বেশি বিশ্বাসের। এই বিশ্বাস ভেঙে কথাটা বলতে একদমই ইচ্ছা করেনি।

নীল কলিং বেল চাপতেই নন্দিতা দৌড়ে এসে দরজা খুলল।
- একদম ভিজে গেছ।
দরজাটা বন্ধ করতে করতে বলল নন্দিতা। একটা তোয়ালে দিয়ে মাথা মুছে দিয়ে হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলল, ড্রেস চেঞ্জ করে গোসল করে আসো। ক্ষুধা লাগছে। খাবো।
- ঠান্ডা লাগছে। গোসল করব না।
- আরে না। বৃষ্টিতে ভিজেছ। গোসল না করলে আরও ঠান্ডা জমে যাবে।

কথা বাড়ায় না নীল। বাথরুমে চলে যায় পোশাক পরিবর্তন করে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে গায়ে যখন পানি দেয় খুব ঠান্ডা একটা অনুভূতি বয়ে যায় শিরা উপশিরা জুড়ে। এমন ঠান্ডা এক অনুভূতি হয়েছিল সেদিনও। সেদিন শরীরে কোন ঠান্ডা পানি ছুঁয়ে যায় নি। তবুও।

বন্ধুরা বলে, মেয়েটাকে এতো ভালোবাসিস তুই। ভালোবাসার কথা বল।
- আমার এত সাহস নাই, মাথা খারাপ হইছে?
- মেয়ে তোর জুনিয়র। ভয় পাবার কী আছে?
- মেয়ে তো।
তখনকার সময়ে সবার হাতে ফোন ছিল না। ছিল না নীলেরও। তাই ছোট একটা মেসেজ দিয়ে ভালোবাসার কথা বলে দিবে তাও সম্ভব ছিল না। সবচেয়ে কাছের বন্ধু দিদার বুদ্ধি দেয়, একটা চিঠি লিখ। চিঠিতে ভালোবাসার কথা এমন ভাবে বলবি যেন, মেয়ে চিঠি পড়েই পাগল হয়ে যায়।
- চিঠি লিখব? সামনা সামনি বলাটাই ভালো না?
- তুই সামনা সামনি বললে সব তালগোল পাকিয়ে ফেলবি। চিঠিতে গুছিয়ে লিখতে পারবি। তুই যদি না দিয়ে আসতে পারিস। আমি দিয়ে আসব।

সেদিন রাতের বেলা, সারারাত জেগে একটা চিঠি লেখে নীল। চিঠি লেখবার সময়টায় বার বার মেয়েটার ছবি চোখের সামনে ভেসে ওঠে। গভীর মমতা নিয়ে চিঠি লেখার পর মনে পড়ে, আরে মেয়েটার নামই তো জানে না। কী বলে সম্বোধন করবে? পুরো চিঠিতে তুমি তুমি লেখা থাকলেও, ছিল না কোথাও নাম। পরদিন দিদারের সাথে দেখা হলে বলে, চিঠি লিখেছিস?
- হ্যাঁ।
- দে।
- সমস্যা আছে তো একটা।
- কী সমস্যা?
- আমি তো ঐ মেয়ের নামই জানি না।
- তুই কী গাধা? নামটাও জানিস না। নাম না জেনে ভালোবাসার ব্যাপার গুলো কল্পনা করিস কী করে?
- তুই কি জানিস?
- আমি কি ভালবাসি যে নাম জানব? তুই একটু দাঁড়া আমি নাম জেনে আসি।

চিঠি হাতে দাঁড়িয়ে থাকে নীল। শীতকাল শেষ হচ্ছে, গাছে নতুন পাতা গজাচ্ছে। বেশ মিহি একটা সবুজ ভাব গাছপালা জুড়ে। মানুষ প্রেমে পড়লে আশেপাশের প্রকৃতি খুব ভালো লাগে। ভালো লাগে প্রাকৃতিক সব কিছু। ইচ্ছা করে ভালোবাসার মানুষটাকে বলতে, দেখো না, কী সুন্দর!
ফিরে এসে দিদার বলে, নন্দিতা।
- কীসের নন্দিতা?
- মেয়েটার নাম নন্দিতা।
নামটা শুনে কেমন একটা অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যায় নীলের মন জুড়ে। ‘নন্দিতা’ কী দারুণ নাম!


গোসল করে বেরিয়ে নীল দেখে খাবার নিয়ে বসে আছে নন্দিতা। কাপড় জড়িয়ে শরীরে নীল এসে চেয়ার টেনে বসতে বসতে বলে, পার্সেলে কী এসেছে বললে না? কে পাঠিয়েছে?
নন্দিতা প্লেটে খাবার তুলে দিতে দিতে বলে, আজ ছোট মাছের চড়চড়ি করেছি। তোমার অনেক প্রিয়।
- আমি এটা জানতে চাইলাম?
- আরে বাদ দাও না। কে পাঠিয়েছে কী করে বলব?
- আচ্ছা পাঠিয়েছেটা কী?
নন্দিতা একটু ইতস্তত করে বলল, একটা লাল শাড়ি আর কতগুলো লাল চুড়ি।
নীল শান্ত চোখে তাকিয়ে থাকে নন্দিতার দিকে। নন্দিতা বলে, খাও। দেখো তো রান্না কেমন হয়েছে?
নীল বলে না কিছু। চুপচাপ মুখে পুড়ে নেয় খাবার।
- সত্যি বিশ্বাস করো আমি জানি না, কে পাঠিয়েছে!
- ঠিক আছে।
- তুমি তো রাগ করছ।
- রাগ করছি না।
- দাঁড়াও আমি ওগুলো ফেলে দিয়ে আসি।
- আরে ফেলতে হবে না। কারও উপহার ফেলতে হয় না। কেউ তোমাকে ভালবেসে কিছু পাঠিয়েছে, ফেলে দিবে কেনো?
- আমার তোমার আগে কারও সাথে সম্পর্ক ছিল না।
- আমি জানি। এখন, তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে না। অন্য কেউ যে তোমাকে তাই বাসতে পারবে না এমন তো কোনো কথা নেই।
- বাসলে বাসুক। আমি কী করব? তাই আমার তার উপহার নিতে হবে?
- নন্দিতা। আমি রাগ করছি না। রাগ করলে তো আগেই করতাম। যখন প্রতিদিন ফ্ল্যাটের সামনে তোমার নাম লিখে ফুল দিয়ে যেত কেউ।

বছর খানেক আগে থেকে এই ব্যাপারটা শুরু হয়েছিল। কেউ একজন প্রতিদিন সকাল বেলা নন্দিতা আর নীলের পাঁচ তলার এই ফ্ল্যাটের সামনে ফুল রেখে যেত। আর সেখানে বেশ জঘন্য রকম হাতের লেখায় লেখা থাকত, “নন্দিতা তোমার জন্য।”

কে দিত সে ফুল জানে না নন্দিতা। জানার কথা না নীলের। প্রথম দিকে একটু আধটু অভিমান অভিমান দেখাতো নীল। এরপর থেকে স্বাভাবিক ছিল। বরং সকাল বেলা নিজে থেকেই দরজা খুলে ফুল নিয়ে এসে নন্দিতার সামনে নিয়ে গিয়ে বলত, তোমার ফুল চলে এসেছে। একই লেখা, নন্দিতা তোমার জন্য। কেউ আর লিখে পাঠাল না, নীল তোমার জন্য। কী ভাগ্য নিয়ে আসলাম!
- দেখো বেশী হচ্ছে। ফেলে দিয়ে আসো তো ফুল। তুমি এত যত্ন করো, যেন তোমাকেই ফুলগুলো পাঠিয়েছে।
- আমার বউকে কেউ ভালবেসে কিছু পাঠাচ্ছে। কী করে ফেলে দিব বলো?

ফুল পর্ব শেষ হবার পর এখন কুরিয়ার পর্ব শুরু। এর আগে চলছিল, মেসেজ পর্ব। নন্দিতার মোবাইলে প্রতিদিন একটা করে মেসেজ আসত, কেমন আছে নন্দিতা। কেমন যাচ্ছে দিন। তুমি ভালো থেকো নন্দিতা। শেষমেশ ভালোবাসি নন্দিতা।

নীলের কাছে লুকাতে ইচ্ছা করত না কিছু। তাই সরল মনেই নীলকে দেখাতো তা নন্দিতা। এসব নিয়ে নীল মাঝে মাঝে বলত, নন্দিতা, সত্যি করে বলো না প্লিজ, কে কে তোমাকে ভালবাসত?
- আমি জানি না।
মোবাইলে কল দিলেও নাম্বার বন্ধ পাওয়া যেত।
মেসেজ এরপর ফুল এরপর কুরিয়ারে শাড়ি চুড়ি। কবে না জানি বাসায় এসে পৌঁছায়!

খাওয়া শেষ করে শুয়ে পড়ে দুজন। নন্দিতা চুলটা বেঁধে, নীলের বুকের উপর একটা হাত রেখে বলে, আমি সত্যি কিন্তু জানি না, কে পাঠিয়েছে!
- আমি জানি তুমি আমার সাথে মিথ্যা বলো না।
নন্দিতা গুটিসুটি মেরে নীলের শরীরের সাথে মিশে কখন ঘুমিয়ে গেল ঠিক নেই।
নীল জেগে আছে। ভাবনা গুলো মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। দিদারের মুখে সেদিন নাম শুনে বলে, কাল আবার ভালো করে চিঠি লিখে নিয়ে আসি। কাল দিব।
- আচ্ছা নিয়ে আয়। খুব ভালো করে লিখবি। যেন চিঠি পড়ে তোর কাছে আসেই।
সেদিন রাতটায় আবার চিঠি লেখে নীল। সে চিঠির অনেকটা জুড়ে ছিল, নামটার কথা। নন্দিতা। কী মায়াময় একটা নাম! চিঠি নিয়ে পরদিন দিদারের হাতেই দেয়। দিদারকে বলে, বন্ধু কাজ হবে তো?
- হবে না মানে? কিছুক্ষণের মধ্যে দেখবি নন্দিতা তোর সামনে হাজির।

হলোও তাই। চিঠি দিয়ে আসার পর, বন্ধুরা সব মিলে আড্ডা দেয়। আড্ডায় মন বসে না নীলের। বুকের ভিতর ধড়ফড় করে। কেমন কেমন যেন লাগে। একটু পর পর এদিক ওদিক দেখে। এই বুঝি নন্দিতা এলো।
- ভাইয়া একটু শুনবেন?
লাফ দিয়ে পিছন ফিরে তাকায় নীল।
- আমাকে বলছেন?
- জি।
- বলেন।
- আপনি তো নীল ভাইয়া, তাই না?
- হ্যাঁ। আপনি?
- আমি আপনার জুনিয়র। আপনি করে বলার দরকার নেই। আমি নন্দিতা। আমাকে তো আপনি দেখা করতে বললেন। চিঠি লিখে।

কথাটা শুনে, নীলের সারা পৃথিবী ভন ভন করে ঘুরতে থাকে মনে হয়। এক মুহূর্তের জন্য মনে হয় নীল এ পৃথিবীতে নেই, নেই নীলের কোনো অস্তিত্ব। শাওয়ারের পানিতে যেমন শরীরে ঠান্ডা অনুভূতি বয়ে গিয়েছিল। তেমন শরীর একদম ঠাণ্ডা হয়ে যায়। এই মেয়ে নিজেকে নন্দিতা বলছে। কিন্তু এ তো নন্দিতা না। একে নীল ভালোও বাসে না। চিঠিও দেয় নি। পাশ থেকে বন্ধু গুলো বলে, যাও নীল। একটু কথা বলো। মেয়েটা এত করে বলছে। তাছাড়া কত সুন্দরী একটা মেয়ে। সুন্দরীদের কথা ফেলতে নেই।
কথা গুলো শুনে মেয়েটা মাথা নিচু করে থাকে। কথা গুলো যেন সহ্য হয় না। চারপাশে একবার অসহায়ের মত তাকিয়ে, নীলকে ওর চিঠিটা দিয়ে বলে, আপনার চিঠি, আমি আসি।
মেয়েটা দৌড়ে চলে যায়। বন্ধুরা যে কথা গুলো বলেছে, জানে নীল ঠিক সে কথা গুলো মেয়েটাকে প্রচণ্ড আঘাত করেছে। মেয়েটা দেখতে সুন্দরী না। কালো, মুখের গড়নও যেমন তেমন, চোখেও সমস্যা, হালকা ট্যাড়া রকম। এই মেয়েকে যে কেউ সুন্দরী বলে ডাকলে, মেয়েটা নিজে থেকেই ভেবে নিবে এই সুন্দর বলাটার মাঝে মিথ্যা আছে। তুমি অসুন্দর, কুৎসিত, এই কথাটা সে কথার আড়ালে লুকিয়ে আছে। একটা ছেলের খাটো হওয়া আর একটা মেয়ের অসুন্দর হওয়ার মত অভিশাপ কমই আছে পৃথিবীতে। সমাজ এ দুটো জিনিস কেন যেন মানতে চায় না।

নীল দিদারের কাছে জানতে চায়, কী হলো এটা?
- কী হলো বন্ধু?
- এটা কে?
- নন্দিতা। যাকে তুই চিঠি লিখেছিস।
- আমি তো একে চিঠি লিখিনি। এই মেয়েকে পছন্দ করি না।
- এই মেয়েকে না? তাহলে কাকে? তুই বললি নন্দিতাকে চিঠি দিতে। আমি তো নন্দিতাকেই দিয়ে আসলাম।

নীল চুপ করে থাকে। খুব রাগ হয়, প্রকাশ করে না। নীল বুঝতে পারে, পুরোটাই ছিল দিদারের ফাজলামি। নীল যে মেয়েকে পছন্দ করত, তার নাম নন্দিতা ছিল না। অনেক দিন পর পর জানতে পারে, সে মেয়ের নাম ছিল, ঈশা।

নন্দিতার সাথে এরপর মাঝে মাঝেই কথা বলার চেষ্টা করেছিল নীল। নন্দিতা নীলকে দেখলেই দূরে দূরে থাকত। চেষ্টা করত এড়িয়ে যেতে। একদিন নীল সামনা-সামনি যায় নন্দিতার।
- নন্দিতা, শোনো।
নন্দিতা ধীর পায়ে মাথা নিচু করে নীলের সামনে এসে দাঁড়ায়।
- জি বলেন।
- আমাকে দেখে তুমি এড়িয়ে চল কেন?
নন্দিতা চুপ করে থাকে। নীল একটু এদিক ওদিক তাকায়। নন্দিতার হাতটা ধরে, হাতের ভিতর আবার সেই চিঠিটা দিয়ে দেয়। কেঁপে উঠে নন্দিতা।
- কী এটা?
- চিঠিটা। এটা তোমাকেই লিখেছিলাম।
- আপনি এটা রাখেন। আমি বুঝতে পেরেছি তো, আমি দেখতে ভালো না, তাই আমাকে নিয়ে আপনারা হাসি ঠাট্টা করেন। সেদিনও করেছেন।
- না না, আমার বন্ধুগুলো অমনই। আমি সত্যি তোমাকে চিঠিটা দিয়েছিলাম। মজা বা হাসি ঠাট্টা করার জন্য না। আর কে বলল, তুমি দেখতে ভালো না? দেখো তোমার আর আমার গায়ের রঙ একই। আমার মাঝে মাঝে কথা বলতে গেলে কথা আটকে যায়, সাহস কম, ঘুমালে নাক ডাকি, বারো মাস সর্দি থাকে। আমাকে ভালোবাসা যাবে তো এতো কিছুর পরও?
নন্দিতা আলতো করে একটা হাসি দেয়। নীলের চোখের দিকে তাকাতে খুব লজ্জা করে। চিঠিটা নিয়ে দৌড়ে চলে যায়।

সব বন্ধুদের সকল কথাকে উপেক্ষা করে, নন্দিতার সাথে সম্পর্ক চালিয়ে যায় নীল। নন্দিতা মাঝে মাঝে খুব বিষণ্ণ হয়ে থাকত। নীলকে বলত, তোমাকে খুব বাজে কথা বলে, আমার সাথে প্রেম করাতে তোমার বন্ধুরা। তাই না?
- আরে ধুর। কে কী বলবে? আর কার কথায় কী আসে যায়? আমি ভালোবাসি তোমাকে।

এই ভালোবাসাটা এসেছিল হয়ত সেদিন রাতেই, যেদিন বন্ধুরা খুব অপমান সূচক কথা বলছিল নন্দিতাকে উদ্দেশ্য করে। নন্দিতার প্রচণ্ড অপমানে চলে যাওয়াটা মনের ভিতর গেঁথেছিল নীলের। কেমন একটা মায়া মায়া লাগছিল মেয়েটার জন্য। সে মায়া করুণা হয় নি। হয়েছিল ভালোবাসা। সব মায়া করুণা হয় না, কিছু মায়া ভালোবাসার প্রকাশ।

ঈশার সাথে দেখা হতো এরপর মাঝে মধ্যে। কখনও বুকের ভিতর আর কাঁপন আসে নি, একটা সময় রাত জেগে ভাবত ঈশাকে নিয়ে, সে চিন্তাও আসে নি। মনে হতও নন্দিতা বড় ভালো। নন্দিতাকেই বড় ভালোবাসে। নন্দিতাকে নিয়ে ভালো আছে নীল। ঈশার সাথে সম্পর্ক হয়েছিল দিদারের। সে সম্পর্ক দেখেই পরিষ্কার হয়েছিল, কেন দিদার করেছিল কাজটা। অবশ্য এ জন্য দিদারকে একটা ধন্যবাদ দেয়া উচিৎ। ঈশার সাথে সম্পর্ক হলে নন্দিতাকে কখনই পেত না নীল। ঈশার সাথে দিদারের সম্পর্ক টিকে থাকেনি। এক মাস পরেই ভাঙন। এরপর ভার্সিটি জীবনটায় দেখেছে ঈশার বহুজনের সাথে যাওয়া আসা। কিন্তু নন্দিতার সাথে সম্পর্ক টিকে ছিল, টিকে আছে। নীল জানে সারাজীবন থাকবে এ ভালোবাসা।

সকাল বেলা ঘুম ভাঙে নন্দিতার ডাকেই। চা এনে বসে নীলের পাশে। একটু চুমুক দিয়ে নীলের দিকে বাড়িয়ে দেয়, নাও। এই কাজটা প্রতিদিন সকালেই করে। এক কাপ দুজনে ভাগাভাগি করে খায়।
নন্দিতা হাসে মিটিমিটি এ সময়টায়। নীল নন্দিতার হাত ধরে বলে, নন্দিতা, তোমার কি কখনও মনে হয় আমার সাথে খারাপ আছ?
- কী বলছ এসব? খারাপ থাকব কেন?
- এই যে ঘরে তুমি সারাদিন একা থাকো, আমাদের কোন বাচ্চা কাচ্চা নেই।
নন্দিতার মুখটা শুকিয়ে যায়। নীলের হাতটা আরও শক্ত করে ধরে বলে, না। আমি তোমাকে নিয়ে ভালো আছি। তুমি আমাকে অনেক ভালো রেখেছ।

নীল একটা দীর্ঘশ্বাস ফেলে।
- আমাকে যদি কখনও বিরক্ত লাগে বলে দিও।
বলে নীল।
নন্দিতা চায়ের কাপটা রেখে, নীলকে জড়িয়ে ধরে বলে, বিয়ের ছয় বছর পরে এই কথা বলছ? তুমি না আসলেই একটা পাগল।

নীলের মনে আছে, বিয়ের যখন তিন বছর পরেও যখন কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না, নন্দিতার। নন্দিতার জোরাজুরিতেই ডাক্তারের কাছে যেতে হয় দুজনের। নীল বলেছিল, থাক না, কী দরকার?
তবুও দুজনে ডাক্তারি পরীক্ষা করায়। রিপোর্ট যেদিন দেয়, নীল রিপোর্ট হাতে এসে ছলছল চোখে তাকিয়ে থাকে, নন্দিতার দিকে। এত বড় ছেলে, বাচ্চা মানুষের মত কান্না করে। কান্না করে বলে, নন্দিতা আমাদের কখনও বাচ্চা হবে না। আমি কখনও তোমাকে বাচ্চা দিতে পারব না। ডাক্তার বলেছে আমার বাবা হবার ক্ষমতা নেই।

নন্দিতা শক্ত করে সেদিন নীলকে জড়িয়ে থাকে। নীলকে সান্ত্বনা দেবার বিপরীতে নিজেই কাঁদে। কেঁদে কেঁদে বলে, আরে বাচ্চা না হলে কী হয়? কিছুই হয় না।

এ সংসারে ভালোবাসা আছে। সে ভালোবাসা বুঝে উঠবার ক্ষমতা সবার নেই।

অফিসের লাঞ্চের সময় বের হয় নীল। একটু শপিং মলে যাওয়া দরকার। নন্দিতাকে একটা মেসেজ পাঠিয়ে দেয়, আমি এখন মিটিংয়ে আছি। বেরিয়ে কল দিব তোমাকে।

শপিং মল থেকে লিপস্টিক, ক্রিম, পাউডার, পারফিউম, কানের দুল, নাক ফুল কিনে নীল। বিয়ের পরদিনও এমন বেরিয়েছিল নন্দিতাকে নিয়ে। নন্দিতা বার বার বলছিল, নীল আমার ভয় করছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো?
- যাবো না, কথা দিচ্ছি।
ভয় হতেই পারে। নন্দিতার ছবি যখন বাসায় দেখায় নীল, পরিবারের কেউ রাজি ছিল না। এই মেয়েকে ঘরের বউ করা অসম্ভব। পরিবারের অমতেই বিয়ে করে নন্দিতাকে নীল। ছোটখাটো একটা চাকরি করে তখন। সে চাকরি দিয়ে কোনোমতে ছোট একটা বাসা নিয়ে থাকত। নন্দিতার ভয় ছিল, পরিবারের অমতে বিয়ে করেছে, যদি কখনও হঠাৎ মন বদলে যায়? তখন নন্দিতার কী হবে? মন বদলায়নি। এখনও নন্দিতার সাথেই আছে। সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে, বুঝাতে চাচ্ছে, নন্দিতাকে ভালোবাসে, নন্দিতা সত্যি ভালোবাসার মত একটা মেয়ে, নন্দিতাকে নিয়ে নীল খুব সুখী, নন্দিতাকে পেয়ে নীল খুব ভাগ্যবান।

শপিং মল থেকে জিনিস গুলো নিয়ে বের হয়ে, একটা কুরিয়ার অফিসে গেল। সেখান থেকে পার্সেল করে জিনিস গুলো নরসিংদী পাঠাল। নরসিংদীর বন্ধু মিশুকে কল করে বলল, যে গুলো পাঠালাম জিনিস হাতে পেয়ে আবার আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিস। ফোন নাম্বার এবার আমি যেটা বলছিলাম ওটা দিবি। তোর নাম দিবি না, ঠিক আছে?
- এত ভালোবাসিস কেন নন্দিতাকে?
- ভালোবাসি তাই ভালোবাসি। ভালোবাসতে কারণ লাগে না। ঘৃণা করতে কারণ লাগে।
- তোদের দেখে মাঝে মাঝে হিংসা হয়। আমার তো মিনার সাথে সারাদিন ঝগড়া। শালা একদিন তোদের সংসারেও ঝগড়া লাগিয়ে দিব দেখিস।
- হাহা আচ্ছা লাগিয়ে দিস।

নীল আবার ফিরে যায় অফিসে। দুই তিন দিন পর আবার নন্দিতার ঠিকানায় একটা কুরিয়ার যাবে, নরসিংদী থেকে। নন্দিতাকে দেয়া থাকবে কিছু উপহার। নীল তখন বলবে, হয়ত তোমাকে কেউ পছন্দ করে সে পাঠিয়েছে।
নন্দিতার তখন একবার হলেও মনে হবে, নন্দিতা নিজেকে নিয়ে যতটা হীনমন্যতায় ভুগে, নন্দিতা মোটেও অতটা তেমন হয়। নন্দিতাকে নীল ছাড়াও কেউ কেউ ভালোবাসে। নন্দিতাকে ভালোবাসা যায়। নন্দিতা ভালোবাসার মতন মেয়ে।

একা থাকা সংসারে নন্দিতার একা দিন রাতে নানা বাজে চিন্তা আসতেই পারে, অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে। নন্দিতা একটু ব্যস্ত থাকুক, অন্য চিন্তায়। নিজের প্রতি সম্মান বাড়ুক। বাড়ুক নীলের ভালোবাসা নন্দিতার প্রতি। মোবাইলে মেসেজ গুলোও পাঠাত নীল, একটা সিম থেকে যে সিম কি-না বন্ধ থাকত দিনের বাকিটা সময়। ফুল গুলোও পাঠাত নীল। অফিস থেকে ফেরার পথে কিনে নিয়ে আসত। আর গেটের দারোয়ানকে কিছু টাকা দিয়ে বলত, একদম ভোর বেলা নীলদের ফ্ল্যাটের সামনে রেখে আসতে। আর দারোয়ানকে দিয়েই লেখাতো কাগজের নন্দিতাকে উদ্দেশ্য করে লেখাটা।

নীল চায় নন্দিতা ভালো থাকুক, ভালোবাসুক, কখনও কষ্ট না পাক। তাই কিছু মিথ্যে, কিছু অভিনয়ে দিন রাত চলে যাচ্ছে। সবচেয়ে মিথ্যেটা ছিল, ডাক্তারের রিপোর্টটা। সে রিপোর্টে ছিল, মা হবার ক্ষমতা নেই নন্দিতার। সমস্যা নেই কোনো নীলের। এ কথা মানতে বা সহ্য করতে পারবে না নন্দিতা। তাই মিথ্যেটা বলেছিল, যেন ঘৃণা আসলে আসুক নীলের প্রতি। আর ঘৃণা না বাড়ুক নন্দিতার নিজের প্রতি।


আবার একটা পার্সেল এসেছে নন্দিতার কাছে। পার্সেলে আছে লিপস্টিক, ক্রিম, পাউডার, পারফিউম, কানের দুল, নাক ফুল। নন্দিতা মাথা দুই পাশে নেড়ে ছোট করে একটা নিঃশ্বাস ফেলল। খুব যত্ন করে টেবিলে সাজিয়ে রাখল জিনিস গুলো। নীল আসলেই একটা পাগল। নন্দিতাকে ভালো রাখার জন্য, বুঝাবার জন্য নীল ছাড়াও পছন্দ করে কেউ নন্দিতাকে, তাই কত কিছু করছে। নন্দিতা হাসে। নীলের মিথ্যে অভিনয়টা অনেক আগেই বুঝতে পেরেছে নন্দিতা। মেসেজের ব্যাপার থেকেই শুরু। মেসেজ দেখেই কেন যেন মনে হত নীল পাঠায়। শুধু মনে হওয়াই। একদিন নীল অফিসে যাবার আগে যখন বাথরুমে যায় গোসল করতে, নন্দিতা অফিসে যাবার শার্ট প্যান্ট খুঁজে পায় একটা সিম। চালু করে দেখে, এই সিম থেকেই মেসেজ আসে। বলে না কিছু নন্দিতা। ফুলও পাঠাতো নীল, ব্যাপারটা জানে দারোয়ানের কাছ থেকেই কিছু টাকা দিয়ে। আর পার্সেলে পাঠানো শাড়িটা, নীল নন্দিতাকে যে দোকান থেকে সবসময় শাড়ি কিনে দেয় সে দোকানেরই। নন্দিতা জানে মিথ্যা বলেছে বাচ্চা হবার ব্যাপার খানা নিয়েও। নন্দিতার ডাক্তার বান্ধবীকে দিয়ে রিপোর্ট দেখিয়ে আবার জেনেছিল, সমস্যা নন্দিতারই।

নন্দিতার মাঝে মাঝে খুব কান্না পায়। ভাবে এতো ভালো কী করে একটা মানুষ একজনকে বাসতে পারে? নন্দিতা নীলের মিথ্যে গুলো বুঝতে পেরেও কখনও বলে না কিছু। নীল থাকুক ব্যস্ত ওর ভালোবাসার মানুষটাকে আরও ভালোবাসায়। নন্দিতা থাকুক ব্যস্ত, নীলের মিথ্যে কিছু ব্যস্ততার অভিনয়ে। ভালোবাসা বাড়ুক দুজনের মাঝে এ অভিনয়ের মিথ্যে ঘিরে।

কিছু অভিনয়ে , কিছু মিথ্যেতে কিছু হয় না। কিছু অভিনয়, কিছু মিথ্যেতে পাপ নেই। কাউকে ভালো রাখার, কেউ ভালো থাকার যে সুখগুলো, মায়াগুলো এ অভিনয়, এ মিথ্যে ছুঁয়ে আসে তা অমূল্য। মায়া বড় অদ্ভুত জিনিস। কিছু মায়া এমন ভালোবাসা হয়ে ধরা দেয়, তা কাটিয়ে উঠা কখনই হয় না। কখনও পারাও যায় না। বরং আরও বেশি আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে, ভালোবাসা বাড়ায়। অভিনয়, মিথ্যে আর মায়ার বেড়াজালে, একটা ঘোরে ভালোবাসাকে আটকে রাখে। এ মায়া, এ ভালোবাসা হয়ত সবার জন্য নয়।
৩০-১০-২০১৫

রিয়াদুল রিয়াদ


মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১১

এম ডি মুসা বলেছেন: এই সব গল্প বই আকারে ছাপাতে পারেন , শুভচ্ছো থাকলো । তবে আপনাকে একটা কথা বলি , কাজে দেবে। আপনি দেশের
নানা সমস্যা দিক নিয়ে , মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আরো, নানা রকম দেশের গুরত্বপূর্ণ ঘটনা নিয়ে গল্প লিখন অনেক দিন িএগিয়ে যাবেন। তবে প্রেমের গল্প প্রজন্ম বেশি পছন্দ করে বেঁচা কেনা বেশি হয়া কিন্তু নক্ষত্র হতে সমাজে নানা দিক সমস্যা তুলে ধরে লেখেন। আজকে উপস্থপনা সুন্দর ছিল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমি প্রধানত থ্রিলার লিখি এখন। এটা ২০১৫ সালের লেখা। এখন প্রচুর নন ফিকশন পড়ি। মুক্তিযুদ্ধ, রাজনীতি, সমাজ নিয়ে লেখার মতন জ্ঞান এখনও আমার হয়নি বলে মনে হয়। বয়স আছে, আরও পড়ি, আরও জানি, আপনার এই মন্তব্যের কথা আমি অবশ্যই মাথায় রাখব। দোয়া করবেন, লেখায় পরিবর্তন আনার চেষ্টা তো সবসময়ই করে যাচ্ছি।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:





আমি গল্পের কোন প্লট দেখছি না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাই এটাকে ননসেন্স গল্প বলতে পারেন। জাস্ট দুজন মানুষের ভালোবাসার কথা, আর কিছুই নাই এ গল্পে।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১১

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার একটা গল্প পড়লাম। শুরুর দিকে বর্তমান আর অতীতে ফিরে নন্দিতার সাথে পরিচয়ের বিষয়টা বেশ ভালো লাগলো। খুব কম লেখককেই এইটা করতে দেখেছি। আপনার গল্প পড়তে পড়তে ভুল মানুষকে ভালোবাসতে দেখে, হুমায়ূন স্যারের ছোট গল্প 'রূপা'র গল্পটা মাথায় ঘুরপাক দিয়েছিলো...
পড়ে ভালো লাগলো...

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি সব লেখা একই প্যাটার্নে না লেখারই চেষ্টা করি। চেষ্টা করি একটু একটু করে পরিবর্তন আনার। এই গল্পের সাথে দেখবেন, আমার বর্তমান লেখার স্টাইলের খুব একটা মিল নেই। ধন্যবাদ গল্পপাঠের জন্য।

বেশিরভাগ মানুষই ভুল মানুষকে ভালোবাসে, কিন্তু সঠিক মানুষের সাথে আজন্ম কাটিয়ে দেয় হয়ত।

রূপা গল্প ও নাটক দুটিই আমার ভীষণ প্রিয়।

ভালোবাসা জানবেন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: এই প্রজন্মের প্রেম ভালোবাসা আমি বুঝি না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এ প্রজন্মের প্রেম ভালোবাসা আগের মতন সহজ সরল নয়, এটা তো অবশ্যই। আমি যেমন একদম তরুণ প্রজন্মের ভাবনা চিন্তা ধরতে পারি না। তবু বোঝার চেষ্টা করি। তাদের লেখা পড়ি, কনটেন্ট দেখি, ধারণা নেই। জেনারেশন গ্যাপ হয়ত মিটানো সম্ভব নয়, তবু জানতে দোষ কি?

অবশ্য রাজীব ভাই, এই গল্পে অমন জটিলতা আনিনি। বেশ সহজ সরল দুজন মানুষের কাহিনী। একে অপরকে ভালোবেসে স্পেশাল ভাবাতে চাচ্ছে। হয়ত রুটিন ধরা জীবন এমন নয়, তবু একদমই অবাস্তব তেমনও নয়।

আপনার মন্তব্য ও গল্প-পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১২

মিরোরডডল বলেছেন:




যখন প্রতিদিন ফ্ল্যাটের সামনে তোমার নাম লিখে ফুল দিয়ে যেত কেউ।

এটুকু পড়েই বুঝতে পেরেছি এই কাজগুলো নীল নিজেই করে।
কেনো করে এই কারণটা অবশ্য পরে জানলাম।

ভালোবাসলে মানুষ তার প্রিয়জনের জন্য কতকিছুই না করে!

কিছু অভিনয়, কিছু মিথ্যেতে পাপ নেই। কাউকে ভালো রাখার, কেউ ভালো থাকার যে সুখগুলো, মায়াগুলো এ অভিনয়, এ মিথ্যে ছুঁয়ে আসে তা অমূল্য। মায়া বড় অদ্ভুত জিনিস।

সত্যি মায়া বড় অদ্ভুত!!!
শেষ প্যারার কথাগুলো মন ছুঁয়ে গেছে।


১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অনেক দিন পর আপনার কমেন্ট পেলাম। বিভিন্ন লেখায় আপনার কমেন্ট দেখে ভাবছিলাম, আমার লেখা হঠাৎ করে পড়া বাদ দিয়ে দিলেন কেনো? :) আবার পড়া ও কমেন্ট করার জন্য ধন্যবাদ।

শেষ প্যারার কথাগুলো মন ছুঁয়ে গেছে।

আগের লেখায় এই কাজটা ভীষণ করতাম, পুরো গল্পের চেয়ে, শেষ লাইনগুলো লেখায় আমার মনোযোগ বেশি থাকত। নিজের ভাবনাগুলো জোর করে বসিয়ে দিতাম।

একটা উদাহরণ দেই। আমার লেখা শেষ উপন্যাসিকা "অভিসন্ধি"র শেষ লাইনগুলো হলো-

এ পৃথিবীতে অকারণে অনেক কিছুই হয়। সব ঘটনার পিছনে হয়ত গূঢ় কোন অভিসন্ধি থাকে না। অথবা থাকে প্রতিটা অভিপ্রায়ের বিষণ্ণতায়। মানব মনের জটিলতায়, অসহায় একাকীত্বের বিমর্ষ আর্তনাদে৷ নিমিষে হারালে যা মিলিয়ে যায়, তা ধরতে পারা বড় কঠিন। বুঝতে পারা প্রায় অসম্ভব। হারিয়ে ফেলাটা বড় সহজ, হারিয়ে যাওয়া কিছু খুঁজে পাওয়ার থেকে৷ শরীরের অসুখে মরে যাওয়া মানুষ, একবার মরেই বেঁচে যায়। মনের অসুখে মরে যাওয়া মানুষ, বেঁচে থাকার ব্যর্থ চেষ্টায় বার বার মৃত হয়।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

মিরোরডডল বলেছেন:




বিভিন্ন লেখায় আপনার কমেন্ট দেখে ভাবছিলাম, আমার লেখা হঠাৎ করে পড়া বাদ দিয়ে দিলেন কেনো?

নাহ সেরকম কিছুনা রিয়াদ।
আসলে এতো এতো পোষ্ট কোনটা রেখে কোনটা পড়ি, তাই অনেক সময় গ্যাপ হয়ে যায়।
রিয়াদের লেখার সাথে আছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার নিজেরও অনেক লেখা পড়া বাকি ব্লগের। পড়তে হবে।

আপনিসহ দু তিন জনের কমেন্ট আমি নিয়মিত আশা করি আমার লেখায়। সময় পেলে ভালো মন্দ জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.