নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

ইফতারির ঠিক আগ মুহূর্তে

২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৩


ইফতারির বাকি আধা ঘন্টা, আমি দাঁড়িয়ে আছি বাইকের জন্য। বাসায় পৌছাতে পারলে বাসায় ইফতারি করব, না হয় রাস্তায়। এমন অবস্থায় এক ছেলে আমার হাতে প্যাকেট দুটো ধরিয়ে দিলো। আমি বললাম, কী এগুলা?
ছেলেটা উত্তর দিলো, যারা বাসায় পৌছাতে পারবে না ইফতারির আগে বা রাস্তায় ইফতারি করবে, তাদের জন্য আমাদের কোম্পানি থেকে ফ্রি ইফতারি দেয়া হচ্ছে।
আমি থ্যাংক ইউ বলে প্যাকেট দুইটা নিয়ে নিলাম। খেয়াল করে দেখলাম, রাস্তায় আরও অনেকের হাতে দুইটা করে এই কেকের প্যাকেট। অপরিচিত কোম্পানি, নিশ্চিত কোম্পানির মার্কেটিং করছে।

বাইক পেয়ে গেলাম। চলা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পুলিশ প্লাজার কাছাকাছি এসে বাইকওয়ার বাইক থেকে, কিছু একটা পড়ে যাওয়াতে বাইক থামিয়ে দিলো।

আমি জিজ্ঞেস করলাম, কিছু পড়ে গেছে ভাই?
"হ্যাঁ ভাই, ইফতারি কিনছিলাম, পড়ে গেছে।"
আমি বললাম, "আপনি বসেন৷ আমি তুলে নিয়ে আসতেছি।"

আমি ইফতারি তুলে এনে বাইকওয়ালে দিলাম। বললাম, কিছু হয় নাই, ঠিক আছে।

বাইকওয়ালা বলল, "রাস্তায় কখন ইফতারির সময় হয়ে যায়। তাই ইফতারি কিনে রাখছি।'
" আচ্ছা৷"
"দুই প্যাকেট কিনছি ভাই। সাথে যে থাকবে, সেও যেন খেতে পারে।"
আমি আবারও, আচ্ছা, বলে চুপচাপ বাইকের পিছনে বসে রইলাম।

ইফতারির মিনিট দশেক আগেই বাইক আমাকে নামিয়ে দিলো। একবার ভাবলাম, বাইকওয়ালাকে বলি, "ভাই আমিও দুই প্যাকেট কিনেছি। রাস্তায় কখন ইফতারির সময় হয়ে যায়, যেন আমি আর বাইকওয়ালা দুজনে একসাথে খেতে পারি। তবে মজার বিষয় কি জানেন? আপনি যে কোম্পানির কেক কিনেছেন দুই প্যাকেট, আমিও সে কোম্পানির কেক কিনেছি, তাও আবার দুই প্যাকেট।"

কিন্তু কিছুই বলা হয় নাই, আমি চুপচাপ চলে আসলাম বাসায়। মাঝে মাঝে চুপ থাকা ভালো।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :(

কী বলবো বুঝতে পারছি না। আসলে মানুষের মনের ভেতরটা জানার কোনো উপায় নেই বলেই মানুষ এমনটা করে বা বলে থাকে।

২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মানুষের মন বুঝতে পারা আসলেই ভীষণ কঠিন। আমার সাথে তার এই মাত্র মিনিট বিশেকের পরিচয়ে, মিথ্যেটা বলার কোনো প্রয়োজনীয়তা কিংবা গুরুত্ব আমি বুঝতে পারিনি৷ আমি যদিও তাকে লজ্জা না পাওয়ার জন্য কিছুই বলিনি। চুপ থেকেছি৷

২| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: "দুই প্যাকেট কিনছি ভাই। সাথে যে থাকবে, সেও যেন খেতে পারে।" - ঘটনা আঁচ করতে পারছিলাম, কিন্তু মনে প্রাণে চাইছিলাম যেন আঁচ করাটা ভুল প্রমানিত হয়।

আফসোস!

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কিন্তু আমার জানা বিষয়টা আনপ্রেডিক্টেবল ছিল৷ এই সামান্য বিষয়ে মিথ্যেটা আমি আশা করিনি৷

৩| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: বাইকওলাকে বাসায় ডেকে নিয়ে ইফতার কয়ারতে পারতেন। কিন্তু ইফতার করানো সঠিক কাজ হতো না। দেশে বেশির ভাগ মন্দ। মানুষের উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়। তাই সাবধান ও সর্তক থাকাই ভালো।

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: রাস্তায় ইফতারির সময় হলে, তাকে আমি ইফতারি করতাম৷ বাসায় ওভাবে ইফতারি খাই না৷ আমি ভাজা পোড়া কিছুটা এড়িয়ে চলি। ইফতারিতে শরবত আর দই চিড়া ছাড়া আর কিছুই খাই না

আর রাস্তাঘাটে মানুষজনকে চেনা বড় দায়, কে ভালো, কে খারাপ বোঝা কঠিন৷

৪| ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: ছবি দেখে আমি ভেবেছিলাম তুমি বুঝি এই কেক খেতে খুবই পছন্দ করো। তাই ইফতারেও খাও ভাইয়া। :)

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, অসম্ভব। আমি মিষ্টি জাতীয় জিনিস একদমই পছন্দ করি না। যত ঝাল, তত আমার খাবারে আনন্দ

আমার বউ পৃথিবীতে একটা জিনিসই খুব ভালো রান্না করে, তা হলো, পায়েস।

আমাকে পায়েস খাওয়াতে পারে না, এই দুঃখে সে বাঁচে না।

৫| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: "দুই প্যাকেট কিনছি ভাই। সাথে যে থাকবে, সেও যেন খেতে পারে।" - ঘটনা আঁচ করতে পারছিলাম, কিন্তু মনে প্রাণে চাইছিলাম যেন আঁচ করাটা ভুল প্রমানিত হয়।

আফসোস!৷

এই প্রথম উনার কোন মন্তব্য আমার এতো ভালো লাগলো। উনি আমার ব্লগে ব্যান ছিলেন। এই মুহুর্তে ব্যান উঠিয়ে নিলাম।



একটা কোম্পানি পন্যের মার্কেটিং করছে স্ট্রেটেজি ভালো। আরেকজন উদ্ভট মিথ্যুক।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এই উদ্ভট মিথ্যার পিছনে আমি কোনো যথাপোযুক্ত কারণ খুঁজে পাইনি।

আর আপনাদের দুজনের সুন্দর মিটমাট আশা করি।

৬| ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

শেরজা তপন বলেছেন: আপনার কেনা দু প্যাকেট ইফতারিও দিয়ে আসতেন তাঁকে। মহান সাজার কত সহজ প্রবণতা! :(

২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভালো বলেছেন ভাই। সবাই সবকিছুতে শর্টকাট খুঁজে। মহান সাজার জন্যও।

৭| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সে হয়তো ফ্রি যে পেয়েছে সে বিষয়টা ঢাকার জন্য মিথ্যেটা বলেছে। আপনি তার দোষটা গোপন করতে পারতেন। তাতে আপনি যাযা পেতেন।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কিন্তু এটা ঢাকার মতন কোনো বিষয় না। আমি তার অপরিচিত, একই সাথে আমার সাথে পরিচয়ের মাত্র বয়স কাল তখন ১০ মিনিট।

তাকে লজ্জায় না ফেলার জন্যই আমি তাকে কিছু বলি নাই৷

৮| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ। আবার ফিরে আসার জন্য।

৯| ৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন:




কি আর বলবো!
কেনো যে মানুষ অকারনে অপ্রয়োজনীয় মিথ্যা বলে!!!

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি এত এত মানুষ দেখি, মন দিয়ে আশেপাশের সবার কথা শুনি৷ রাস্তাঘাটে মানুষজনকে খেয়াল করি। কিন্তু মানুষের মনের জটিলতা বুঝতে পারি না। কেন কী করে? কী বলে? বোঝা আসলেই বেশ মুশকিল।

১০| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:২১

মিরোরডডল বলেছেন:




কিন্তু রিয়াদের পোষ্ট পড়ে, মন্তব্য প্রতিমন্তব্য দেখে কিছুটা বোঝা যায় যে রিয়াদ একজন খোলা মনের সুস্থ চিন্তার সহজ মানুষ।


৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, যদিও আমি আমার পুরো মনের ভাব ব্লগে প্রকাশ করি না৷ আমি নির্ভেজাল মানুষ। ঝামেলা এড়িয়ে চলি, তাই। তবে এতটুকু বলতে পারি, আপনিসহ আরও কয়েক জন ব্লগারের সাথে আমার ভাবনা চিন্তার অনেক মিল রয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.