নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

মফিজ রহস্যের গূঢ় তথ্য এবং বাঙ্গালী অস্থিমজ্জায় এর প্রভাব

০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০১



আজকাল বিভিন্ন ইসলামিক নাম আমাদের হাসি তামাশার খোরাক হয়ে উঠেছে। একজন মুসলিম হয়েও অজ্ঞতার বশবর্তী হয়ে এই গোনাহর কাজ করে চলেছি।এর পিছনে মার্কিন ইহুদি খ্রিষ্টান সমথনযুক্ত বহুজাগতিক মাল্টি ন্যাশনাল কোম্পানির হাত অস্বীকার করা যায় না। আসুন দেখি এর কিছু উদাহরণ - . ১) মোখলেস: টিভি-রেডিওতে ‘প্রাণ ম্যাঙ্গো ক্যান্ডির কল্যাণে’ এই নামটিকে ফান হিসেবেই দেখা হয়। এমনকি যাদের নাম মোখলেস, তারাও এই নাম নিয়ে বেশ বিপাকে পড়েন আমরা কি কখনো চিন্তা করে দেখেছি, এই নামটির অর্থ কী ? মোখলেস নামটি আরবি ‘এখলাস’ শব্দ থেকে এসেছে। যার অর্থ,একনিষ্ঠভাব এবাদত করা। আল্লাহর নিকট ইখলাস ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য নয়। আর সেই নামকেই আমরা ফান বানিয়েছি? . ২) মফিজ: এটি একটি আরবি নাম, যার অর্থ সফলকাম হওয়া। সাধারণত পরকালের সফলতা বুঝাতেই শব্দটি ব্যবহৃত হয়। আমরা কে না চাই পরকালে সফল হতে ? তবে কেন ‘ম্যাজিক টুথ পাওডারের কল্যাণে’ এই নাম নিয়ে ঠাট্টা করি। পরকালের সফলতা নিয়ে যদি ঠাট্টা করি, তবে কি আসলেই আমরা পরকালে সফল হতে পারবো? . ৩) আবুল: এই নাম নিয়ে সবচেয়ে বেশি ফান করা হয়। আমরা কি এই নামের মাহাত্ম্য জানি ? আমাদের নবীর (স.) এর উপনাম আবুল কাসেম। যার অর্থ হল "কাশেমের পিতা" ভাবুন, কি নিয়ে ফাজলামি করছি। যেখানে তার নামকে সন্মান করা দরকার ছিলো, সেখানে আমরা তাঁকে নিয়ে ব্যঙ্গ করছি ! হায়রে মুসলিম ! . ৪) কুদ্দুস: সর্বাধিক ফান করা হয় এই নামটি নিয়ে। অথচ আল্লাহর একটি গুনবাচক নাম। যার অর্থ ‘মহাপবিত্র’। কেউ যদি কাউকে শুধু কুদ্দুস বলে, তবে তার পাপ হবে। কারণ এটি আল্লাহর সিফাতী নাম। বলতে হবে আব্দুল কুদ্দুস। চিন্তা করে দেখুন, আমরা আল্লাহর নাম নিয়েও রসিকতা করছি। আমাদের ঈমানের অবস্থা কেমন?

ফুটবলের জাদুকর মফিজ

.৫) মমিন: আসলে এর শুদ্ধ উচ্চারণ হবে মুমিন। একজন পূর্ণাঙ্গ ঈমানদারকেই মুমিন বলে। কিন্তু দেখুন, ফেসবুকসহ বিভিন্ন স্থানে "কস কি মমিন" বলে নামটিকে ব্যঙ্গ করা হচ্ছে। এবার বলুন, আর কী নিয়ে আমাদের ফান করা বাকী আছে? আমরা কী একটু সচেতন হতে পারি না? কবে আমরা আমাদের ইতিহাস জেনে নিবো? . ৬)মা আমেনা ও ফাতেমা, যারা একজন হচ্ছেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মাদ (সাঃ)এর গর্ভধারীনি মা,আরেকজন তাহার কন্যা যিনি জান্নাতের সরদারনী,কিন্তূ বর্তমানের কিছু ডিজিটাল মেয়েরা এই নাম গুলোকে নিচু করে দেখে,আর ওদের ধারনা যে এই নাম গুলো শুধু বাড়ির কাজের মেয়েদের মানায়,নাউজুবিল্লাহ, একটু ভেবে দেখেছেন? আমরা মুসলমান হয়েও ইসলামকে কতোটুকু মর্যাদায় রেখেছি? , আবার আমাদের শহরে কাজের লোকদের কে বুঝাতে আবদুল্লাহ শব্দটি ব্যবহার করা হয়। অথচ আবদুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। আর আমরা সেটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে শহরের ধনীদের গোলাম বানিয়ে দিয়েছি। আবার কেউ কেউ ছোট জাতের লোকদের কে অবহেলায় তাচ্ছিলের সুরে বলে থাকে “চ্যাটের বাল আবদুল্লাহ” (নাউজু বিল্লাহ) এর বণনা দিতে আমার নিজের ও অস্বত্বি লাগছে। এছাড়া ও আমাদের দেশে বর্তমানে ইসলামিক নামগুলোকে সেকেলে, পুরানো গোছের ভাবা হয়।

বিজ্ঞাপন চিত্রে বহুল পরিচিত মফিজ

আর সবশেষে কোরআন মাজীদের একটি আয়াত দিয়ে শেষ করতে চাই- "একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্হাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম।" [সূরা হুজরাত-আয়াতঃ১১] . -

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:১৭

বিজন রয় বলেছেন: হা হা হা হা
জম্পেস।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
............... দাদা কোনটা জম্পেস? এই নামটা নাকি এই নামে যারা ব্যবসা করে খাচ্ছে তারা?

২| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:১৭

সেলিম৮৩ বলেছেন: অাসলে ইসলামী জ্ঞান না থাকার কারণে এই অবস্থা। অাল্লাহ অামাদের সঠিক পথ দেখান।
এই সমস্ত পাপ থেকে হেফাজত করুন। অামিন।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

সহমত

৩| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:২৭

বিজন রয় বলেছেন: আপনার লেখার উপস্থাপনা, প্রকাশভঙ্গি।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
এই লাইনে নতুন আইছি।
................ ধন্যবাদ...............
মন্তব্য করার জন্য...........।
........................শিক্ষার আছে অনেক কিছু.............
আশা করি পাশে থাকবেন।

৪| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩১

লক্ষ্মীছেলে বলেছেন: "একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্হাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালেম।" [সূরা হুজরাত-আয়াতঃ১১] . -

এই লেখাটি পড়ার পরে উপরে উল্লেখিত আল্লাহ্‌র নামের গুনাগুন গুলি থেকে কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু অবশেষে গিয়ে [সূরা হুজরাত-আয়াতঃ১১] পরে এই - সূক্ষ্ম চিহ্ন টিতে চোখ আটকে গেল। মফিজ বটে ...
তবে ভাই কবি, আমি যে নাম নিয়ে এসেছি, এই নামটিও আমার কাছে বড় মূল্যবান সন্মানিও, নামের মানুষটি না থাকুক কিন্তু নামটি থেকে যাক। আপনার লেখাতে ++ ভালো থাকুন কবি।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
........... আপনার চিন্তা রহস্যের প্রতি আমার সম্নান আছে। বাট যে নামগুলো আমরা উপহাস করছি তাদের প্রতি আমাদেরও একবার ভাবা দরকার।

৫| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: ওয়ালাইকুম।

অবশ্যই পাশে পাবেন। লিখুন বেশি বেশি।

শুভকামনা।

৬| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৭

মোস্তফা ভাই বলেছেন: মফিজ , আবুল, কুদ্দুস এই নাম গুলোকে বেশী পচানো হয়ে গেছে।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
...............সহমত............

৭| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৮

ব্লগ সার্চম্যান বলেছেন: খুবই সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ভাই শাহাদাৎ হোসাইন । ধন্যবাদ ।

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
............ভাই আপনাকেও (ব্লগ সার্চ ম্যান) ধন্যবাদ, কষ্ট করে লেখাটা পড়ছেন।

৮| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৫০

গুরুর শিষ্য বলেছেন: শব্দটা মপীজ (মঙ্গা পীড়িত জনগণ)...এক সময় উত্তরবঙ্গের লোকেদের জন্য ওই ক্যাটাগরিতে সাহায্য বরাদ্দ থাকতো...তারই বিকৃতি মফিজ...আর যে শব্দগুলো নিয়ে ব্যাঙ্ক হচ্ছে সেগুলোর অর্থ লোকেরা বোঝে না...

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
............ ধন্যবাদ...... একটি নতুন তথ্য প্রদান করার জন্য

৯| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৬

লক্ষ্মীছেলে বলেছেন: আপনি লিখেছেন... ''আপনার চিন্তা রহস্যের প্রতি আমার সম্নান আছে।'' আমার চিন্তা রহস্যের প্রতি যে আপনার সন্মান নেই, তা আপনার ''সম্নান'' লেখাতেই প্রকাশ। কি বলবেন কবি ++

০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
দু:খ প্রকাশ করছি। এটা টাইপ জনিত ভুল।

১০| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:২৪

তানভীরএফওয়ান বলেছেন: +++++++
খুবই important একটি বিষয় তুলে ধরেছেন ভাই । ধন্যবাদ ।

০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
আপনাকে ও ধন্যবাদ পোষ্টে মন্তব্য করার জন্য।

১১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪০

দিস ইজ ইব্রাহিম বলেছেন: খুবই সৃজনশীল লেখা । খুব ভাল হয়ছে লেখাটা

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
ধন্যবাদ

১২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

মহা সমন্বয় বলেছেন: আসলে এর সবই হচ্ছে ইহুদী নাসাড়াদের চক্রান্ত।

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
............সহমত......।

১৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ১২:১২

মিঃ অলিম্পিক বলেছেন: খাইচে দেহী মহা-সমন্বয় ভাউ চ্যইতা গেচে.....

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
ভাউ চ্যইতা (ভাই চেইত্যা) যাইনি এখন টোটাল জাতি চ্যইতা গেচে.......... বুঝছইন?

১৪| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
............আপনি টোটালি একটা রাবিস সংবাদ পরিবেশন করেছেন। কারণ প্রথম আলু বলতে কোন সংবাদ সংস্থা বাংলাদেশে নেই। আছে ‘প্রথম আলো’।
............................. তাই দেখছি আপনিও জাতির সাথে ফান করা শুরু করে দিয়েছেন।
চিত্র নায়ক রিয়াজের মৃত্যুর ভুয়া সংবাদ এই প্রথম আলু থেকে প্রকাশিত হয়েছে। এতে বেচারা মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন। আমার মনে হয় এর সাথে আপনিও জড়িত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.