নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

প্রযুক্তির আগ্রাসনে এই আলোকবর্তিকাগুলো হারিয়ে যেতে বসেছে (ছবি ব্লগ)

১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৬


ছোট কালে বাবার বালিশের কাছে যে জিনিসটি পড়ে থাকত সেটি হলো.........।




মা’কে সন্ধ্যার পর এই জিনিসটি নিয়ে সব সময় দৌড়যাপ করতে দেখতাম। আযানের আগে তাকে যেভাবেই হউক জ্বালাতে হবে। না হলে যে অমঙ্গল হবে।


বৃদ্ধ দাদুর ঘরে যে জিনিষটি পিন্ পিন্ করে জ্বলত .......


সেই ১৯০০ শতকে এডিসন আবিস্কার করার পর জ্বলেই চলছে..। হয়ত কিছু দিন পর ক্ষ্যান্ত দিতে হতে পারে।


আগে প্রতি ঘরে ঘরে থাকলেও এখন নেই। এখন ময়লার স্তুপে দেখা যেতে পারে।


কিছু দিন পর তারও অবসর নিতে হবে।


এই মশাল একাত্তরে জ্বলছে, নব্বইয়ে জ্বলছে, গণজাগরণ মঞ্চে জ্বলছে। হয়ত কিছু দিনপর ভোটের অধিকারের জন্য জ্বলতে পারে।

মন্তব্য ৩৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরিবর্তনের হাওয়ায় এসব আলোকবর্তিকা ক্রমশ ফিকে হয়ে যাবে, হারিয়ে যাবে- এটাই তো স্বাভাবিক।

১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
জ্বি, ঠিকই বলেছেন; কিন্তু এ জিনিসগুলো নিয়ে আপনার যে আবেগ, অনুভূতি রয়েছে তা কি আপনি সহজেই ফিকে করে দিতে পারবেন?

২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

এখনো কিছু পাড়া গায় থাকলেও ধীরে কমে আসছে।


আহ সেই প্রথম ইলেকট্রিক বাত্তির আলোতে কি উত্তেজনা! তা জন্ম থেকে দেখা মানুষ অনুভব করতে পারেব না। ;)

সারা বিকেল দৌড় ঝাপ ছোটাছুটি.. সন্ধ্যার আগেই সব কানেকশন ঠিক আছে কিনা চেক বারবার চেক করা! বিদ্যুতে অসতর্ক হলে কি হবে তার ব্যাপক িবশাল সাবধানতা ...
অত:পর সাঝের আধার নামতেই উদ্বোধনী সুইচ!
আহ কি আলো!
:)

+++++++++++++++

১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
আপনার জীবনে ঘটে যাওয়া গ্রামে প্রথম ইলেকট্রিসিটি সংযোগের ঘটনা আমার জীবনেও ঘটেছিল। আমরা পাড়ার ছেলেরা সে সময় কার বাড়ির ওয়ারিং ঠিক মত হয় নাই। কার বাড়ির গাছ কাটা লাগবে। সম্ভাব্য দুর্ঘটনা ঘটলে কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে নিয়মিত গবেষণা করতাম। যেদিন ইলেকট্রিসিটি সংযোগ দেয়া হলো সেদিন আমরা দুপুরে অনেকে ভাত পর্যন্ত খাই নি। এতো এতো উত্তেজনা ছিল।

পরিশেষে ধন্যবাদ। মন্তব্য করার জন্য।

৩| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১৯

আহলান বলেছেন: মশা তাড়ানোত জন্য সন্ধ্যা বেলায় ধুপ দেয়া. ....

১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,
ধুপ জ্বালানো হয় মশা তাড়ানোর জন্য আলোদানের জন্য নয়। হে. হে..

৪| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:২৮

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: টর্চলাইট

১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

টর্চ লাইট আপনার প্রিয়, ভালো লাগলো।

আমার বাবারও প্রিয় ছিল।
আমারও প্রিয়। কিন্তু টর্চ আছে বাট সেই আগেরকার লাইট টা নেই।
এখন মোবাইলে টর্চের আলো জ্বালাই।
সমস্যা নাই।
দুধের সাধ ঘোলে মিটে!! হ্যা হ্যা

৫| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: প্রযুক্তির আগ্রাসন নয়, প্রযুক্তির উন্নয়ন। পুরনো প্রযুক্তি নুতুন প্রযুক্তি দিয়ে রিপ্লেস হয়েছে মাত্র। টর্চ, বাতি, হারিকেনের যে অসুবিধা গুলো ছিল সেগুলা আপনি ভেলে গেছেন, শুধু মনে আছে এগুলো এক সময় আপনার সাথে ছিল। সেই দিনের অন্ধকার রাত, ল্যম্প পোস্ট ছাড়া কাদা মাখা বর্ষার পথ এগুলোর ভোগান্তি গুলা সরন করেন মন ভালো হয়ে যাবে।

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

হুম....,
কথা গুলো ফাঁও প্যাঁচাল মনে হলেও যথেষ্ট যুক্তি আছে।
আরে কিছুক্ষণ পেরে যান।

৬| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৭

আলগা কপাল বলেছেন: আমার প্রিয় হক ব্যাটারি এবং টর্চ লাইট। অনেকদিন পর দেখে খুব ভাল লাগলো। আসলেই এগুলোর সাথে জরিয়ে আছে কত না মধুর স্মৃতি। ধন্যবাদ শেয়ার করার জন্য। কিছুক্ষণের জন্য অতিতে হারিয়ে গেলাম। :(

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আপনারও টর্চ লাইট ও ব্যাটারি পছন্দের তালিকায় আছে জেনে খুশি হলাম।
আশা করি অতীত কে ধরে রাখার জন্য ঘরে এ দুটি জিনিস সংরক্ষণ করবেন।

৭| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: মনে পড়ে গেল সব.....

১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আপনার মনে পড়ে গেছে জেনে খুশি হলাম।

ভালো থাকবেন।

৮| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:০২

আরাফআহনাফ বলেছেন: চান্দা ব্যাটারী আর এভারডি টর্চলাইট..... আহা দিনগুলো।

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আহা দিনগুলো কতই না ভালো ছিল। অত্যন্ত এই সময়ের কুটিল মনের মানুষদের থেকে সেই সময়ের মানুষগুলো অনেক ভালো ছিল।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

ধন্যবাদ আপুনি।

১০| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৬

জহুরুল কাইয়ুম বলেছেন: মনের গহীনটা ছুয়ে গেল। ভাল পোষ্ট।

২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আপনাকেও মহীনের গহীন থেকে শ্রদ্ধা জানালাম।

১১| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ নং মন্তব্যের প্রতিমন্তব্যের উত্তরে বলছি, না, এসব আবেগ অনুভূতি কখনো ফিকে হবার নয়। কিন্তু আমি বাস্তব মেনে নিতে চাই। নস্টালজিয়ায় ভুগে কষ্ট পেতে চাই না।

ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

সুন্দর মন্তব্য।

১২| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

হাসান মাহবুব বলেছেন: দারুণ পোস্ট। নস্টালজিক হলাম।

২০ শে জুন, ২০১৬ সকাল ৯:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আমিও আপনার সাথে শেয়ার করলাম।

১৩| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: মনটাকে নষ্ট্যালজিক করে দিলেন ভাই

২০ শে জুন, ২০১৬ সকাল ৯:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আপনার নষ্ট্যালজিকের প্রতি দ্বিতীয় বার সালাম।

১৪| ২০ শে জুন, ২০১৬ রাত ৩:০৯

সম্রাট৯০ বলেছেন: উপরে টচ লাইট, আমার খুব প্রিয় একটা বস্তু, এভারেডি হংকং এর লাইটে প্রায় সবার স্মৃতি জড়িয়ে আছে ,এই এক নষ্টালজিক বস্তু,

পোস্টে ভালো লাগা

২০ শে জুন, ২০১৬ সকাল ৯:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আপনার ভালো লেগেছে জেনে আমি উৎসাহ পেলাম। সামনে হয়ত নতুন কিছু দেওয়ার চেষ্টা করব।

১৫| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: কালের স্রোতে অনেক কিছুই কালের গর্বে হারিয়ে যাবে এটাই নিয়ম।
ভাল পোস্ট।
+++++++++++++

১৬| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

ঠিক কথা বলেছেন ভাই।

ধন্যবাদ।

১৭| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:২০

ইমরান হাসান পরশ বলেছেন: আহ! শৈশব। নস্টালজিক করে দিলেন ভাই।
ধন্যবাদ

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

ধন্যবাদ আপনাকে।

কষ্ট করে মন্তব্য করেছেন।

১৮| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমার মাথার কাছে এখনো তো এই রুপালী টর্চ নিয়ে শুই :|

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি এখনও আবেগটাকে ধরে রেখেছেন। আমার পক্ষ থেকে ধন্যবাদ।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

মাদিহা মৌ বলেছেন: আলোকবর্তিকা সব বিলুপ্তির পথে …

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সহমত,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.