নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

নিজস্ব অর্থায়নে বাংলাদেশ নির্মিত হচ্ছে মৎস্য সম্প্রদায়ের জন্য বিশ্বের প্রথম পাঁচ তারকা হোটেল !!

২২ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৮


নির্মাণধীন পাঁচ তারকা হোটেল।

আহ্ মৎস্য প্রেমিক! মৎস্য সম্প্রদায়ের জন্য ওনাদের কতই না দরদ! আমরা মনুষ্য জাতি কত আরাম আয়েশে দিন কাটাচ্ছি। ইট পাথরে বিল্ডিংএ আলিশান জীবন যাপন করছি। গার্ল ফ্রেন্ড কে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমোদ ফূর্তি করছি অথচ আামাদের অতি প্রিয় মৎস্য সম্প্রদায় তা থেকে বঞ্চিত হচ্ছে। একি মেনে নেওয়া যায়? যায় না। তাহলে কি করতে হবে? অবশ্যই মৎস্য সম্প্রদায়ের জন্য নিরাপদ হাউজ তৈরি করতে হবে। এই হাউজের বৈশিষ্ট্য হবে হাওয়া হাউজ কিংবা হোয়াইট হাউজ থেকেও উত্তম।

• এটি মুক্তি যুদ্ধের চেতনা দ্বারা পরিচালিত হবে।
• এখানে যারা আসবেন তারা হবে অসাম্প্রদায়িক।
• 72 সংবিধান অনুযায়ী এর পরিচালন কাঠামো নির্ধারন করা হবে।
• মাঝে মাঝে ‘মদিনা সনদের’ আওয়াজ তুলা হবে।
• এটি একটি নিরাপদ এলাকা।এখানে সার্বক্ষণিক সিসি ক্যামরা দিয়ে পর্যবেক্ষন করা হবে।
• মৎস্য সম্প্রদায়ের প্রেমিকা-প্রেমিকারা যাতে নিরাপদে ডেটিং মারতে পারে তার ব্যবস্থা এখানে রাখা আছে।
• এখানে কোন ‘কাপল’ ডুকলে এলাকার বড় ভাই বলে খ্যাত বোয়াল, গজার, শৈল দ্বারা ফিটিং খাওয়ার কোন চান্স নেই।
• মনুষ্য সম্প্রদায়ের মধ্যে যেমন জঙ্গি আছে ঠিক তেমনি মৎস্য সম্প্রদায়ের মধ্যে কিছু জঙ্গি আছে। তারা যাতে লেখক, বুদ্ধিজীবী, ব্লুগার, বিজ্ঞান মনস্কা মাছদের এখানে আশ্রয় দেয়া হবে, যাতে জঙ্গিরা এখানে প্রবেশ করে হত্যা করতে না পারে।
• দলীয় ক্যাডারদের জন্য কিছু আসন সংরক্ষণ করা হবে।
• তথা কথিত ‘সুশীল সমাজের’ কিছু বুর্জোয়া টাইপের মৎস্য সম্প্রদায়ের ফ্রি লাঞ্চের ব্যবস্থা আছে।
• মৎস্য কন্যাদের জন্য রেন্ডিয়ান টিভি সিরিয়াল যেমন ‘নস্টা জ্বলসা, জিনা ভাংগা, প্রভুতি চ্যানেল দেখার সু-ব্যবস্থা থাকবে।
• বিম্পি-জামায়াতী মার্কা মাছদের এখানে আশ্রয় দেয়া হইবে না।
• ক্রশ ফায়ারে পারদর্শী ব্যাব ও পুলিশ মাছদের এখানে তিন দিনের থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা থাকবে।
• রেন্ডিয়া বলে খ্যাত বড় ভাই কুমিরদের আবদার রক্ষার জন্য এখানে তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা থাকবে। বিনিময়ে কিছু চাওয়া যাইবে না। তাদের অর্ডার সাপ্লাইয়ের ব্যবস্থা ইমাজেন্সি ভিত্তিতে করা হবে।
• তিস্তার পানি এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারবেনা। কারণ তিস্তার পানি এখানে প্রবাহিত হলে এই বাঙলার মৎস্য সম্প্রদায়ের জন্য বিতৃষ্ণার সৃষ্টি হতে পারে। সেটি রেন্ডিয়ান বড় ভাইয়েরা ভোগ করবে।
• লেলিন ও মার্কসবাদী বিশ্বাসী যারা মেম্বার হওয়ার যোগ্য নয় তাদের কে এই হাউজে তুলে মন্ত্রীর পদ দেওয়ার বিধান থাকবে।
• সর্বপরি এখানে ছোট মৎস্য সম্প্রদায়ের জন্য তেমন কোন ভালো ব্যবস্থা না রাখতে পারার জন্য দু:খিত।
• আর এই ‘মৎস্য হাউজ’ জাতির পিতার স্বপ্ন ছিল। তাই এটি নিয়ে কোন কথা বলা যাবে। কথা বললে সেই মৎস্য কে দেশদ্রোহী ও মুক্তিযুদ্ধের চেতনা’ বিরোধী বলে বিবেচিত হবে।
• এর পরিচালনা পর্ষদ সদস্যরা বেশির ভাগ বিনা ভোটে নির্বাচিত হবেন।
• এর ভিতর ‘আগে উন্নয়ন পরে গণতন্ত্র” জিগির তোলা হবে।

এই খবর পড়ে যারা আহ্লাদে আটখানা হচ্ছেন তারা হলো ছাগলের তিন নম্বর বাচ্ছা।

আসল খবর হলো:
শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার গোসাইরহাট বাজারে জেলা পরিষদের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছে প্রভাবশালী মহল। ভূমি অফিস, পৌরসভা ও জেলা পরিষদের বাঁধা অমান্য করেই নির্মাণ কাজ চলছে। স্থানীয়দের শান্তনা দিতে জেলা পরিষদ লিজ বাতিল করেছে। এখন ভবন নির্মাণে আর বাঁধা নেই বলে জানায় জেলা পরিষদ।

গোসাইরহাট উপজেলার ইদিলপুর তহশিল অফিস, গোসাইরহাট পৌরসভা, শরীয়তপুর জেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬২নং মহিষকান্দি মৌজার ৭৫১নং দাগে ৭.১১ শতাংশ জমি জেলা পরিষদের।

এই জমি গোসাইরহাট বাজার থেকে হাটুরিয়ার সংযোগ রাস্তা। রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া খাল মেঘনা নদী ও আড়িয়াল খাঁ নদের সাথে সংযুক্ত। সেই খালই দখল করে নির্মাণ হচ্ছে বহুতল ভবন।

তহশিল অফিস সূত্রে আরও জানা যায়, বাংলা প্রদেশ কমুনিকেশন এন্ড ওয়াকর্স ডিপার্টমেন্ট এর পক্ষে ডিস্ট্রিক্ট বোর্ড কর্তৃক রক্ষিত জমিটি স্থানীয় প্রভাবশালী শহীদ রাড়ী ও সেরাজুল ঢালী দখল করে বহুতল ভবন নির্মাণ করছে। ইতি মধ্যে দখলদারদ্বয় জেলা পরিষদ থেকে খাল লিজ নেয়।

কৌশলে জেলা পরিষদের কতিপয় কর্মচারী ও কর্মকর্তা মোটা অংকের টাকা খেয়ে লিজ বাতিল দেখিয়েছে। কিন্তু ভবন নির্মাণে কোন বাঁধা দিচ্ছে না জেলা পরিষদের পক্ষ থেকে সে অভিযোগও উঠেছে এলাকায়।

এবার আপনারা কে কি বলতে চান দয়া করে একটু জানান।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:১৫

মহসিন ৩১ বলেছেন: রেন্ডিয়া ...... !!! ।। হা হা ... হাস্যকর । :) আন্দিয়ার ভাই, না বোন ...।

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

.............আপনার হাসি সন্দেহ জনক মনে হচ্ছে। “আন্দিয়ার ভাই’ ভাই না বোন বলে কি বুঝাতে চাচ্ছেন? একটু বুঝিয়ে বলেন, এই মাথা মোটার বুঝ একটু কম!!

২| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৪১

উড়ালপক্ষী বলেছেন: চমৎকার লিখেছেন জনাব। দলমত ছাড় দেননি একেবারেই। আপনার লিখা পরিয়া আমার খুব বলিতে সাধ হইল " (এই দেশে) জন্মই আমার আ-জন্ম পাপ"। অভীনন্দন সুন্দর উপস্থাপনার জন্য।

২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আপনার ভালো লাগলো জেনে অনুপ্রেরিত হইলাম। আশা করি সব সময় পাশে থাকবেন।

৩| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৭

মহসিন ৩১ বলেছেন: সন্দেহ কেন ভাই ...... আপনি লিখেছেন তাই ভাষার কপিরাইট ত আমার না। আমার রাইট হল দেশের রাইট ; ......... লেখার ব্যাপারে কোন কিছুই তো নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.