নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

আমি জঙ্গি কিনা! প্লিজ কেউ কি বলবেন? (জীবন থেকে নেওয়া)

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪১



ইদানিং ফোন কল অত্যাধিক পরিমান বেড়ে গেছে। সকালে মায়ের ফোন, দুপুরে বড় ভাইয়ের ফোন, বিকালে বাবার ফোন। ভার্সিটি থেকে ঘন ঘন ফোন আসে। এই ফোন লিস্টে আছে সহপাঠীরাও। গতকাল সমাজকর্ম বিভাগীয় প্রধান ড. মাকসুদুল হক স্যারের ফোন। ফোন করে স্যার বলল,
এই তুই কোথায়?
স্যার অফিসে আছি।
কিসের জব করিস।
গ্রাফিক্স ডিজাইনে।
সর্বশেষ ভার্সিটিতে আসছিলি কবে?
মাস ছয়েক আগে।
বলিস কি! তাহলে ত’ পুলিশের খাতায় তোর জঙ্গি হিসেবে নাম উঠবে
যদি ভালো চাস তাহলে কালকে এসে এজেন্সিতে (যেখানে সমাজ কর্মে ফিল্ড ওয়ার্ক করি) হাজিরা দিয়ে যা। বেটা মাস্টার্স শেষ করবি আর একটা সার্টিফিকেট নিবি আর ছয় মাস অনুপস্থিত থাকবি তা হবে না।
জ্বি স্যার।

পরে বন্ধুদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারলাম সরকার নাকি দীর্ঘ দিন অনুপস্থিত ছাত্রদের বিষয়ে জানতে চেয়েছে। যদি নিম্নতম দশ দিন হয় তাহলেও জানাতে বলছে। তবে আশার কথা হলো- স্যার আমাকে সরকারের নির্ধারিত ফর্মে নিয়মিত ছাত্র হিসেবে দেখিয়েছেন।
স্যারের ধারণা তার ছাত্ররা জঙ্গি নামে সন্ত্রাসী হতে পারে না। কত বিশ্বাস তার ছাত্রদের উপর। অথচ আমাদের সমাজে স্যারদের এই বিশ্বাসে অনেক কুঠার মারতে শুরু করছে। যা অশুভ লক্ষণ।

এবার আসি পরিবারের কথায়;



ছোটকাল থেকে আমি চুপচাপ থাকি। শান্তশিষ্ট স্বভাবের। আগে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতাম। ক্রিকেট খেলা ছাড়া অন্য কোন খেলা ধূলাতে তেমন একটা খেলা হত না। বন্ধু-বান্ধবও ছিল সীমিত সংখ্যক। লেখা পড়ায় মোটামুটি ভালো ছিলাম। কিন্তু বর্তমানে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। নামাজ! তাও সপ্তাহে দু’এক বার। শুক্রবারে রুমমেটদের পীড়াপীড়িতে। খেলার সময়ও সুযোগও হয়ে ওঠে না। বন্ধু-বান্ধবদের সাথে একান্ত প্রয়োজন না হলে ফোন করা হয় না।

কিন্তু পরিবারের ধারণা আমি আগের মত আছি। এলাকাবাসীর ধারণা আমার কোন পরিবর্তন নাই আর হবেও না। বন্ধুদের ধারণা আমি বয়সে বড় হয়েছে কিন্তু মনের দিক থেকে এখনও শিশু পর্যায়ে আছি।

আর এ কারণে তাদের দুশ্চিন্তা আরো বেড়ে গেছে!

কারণ-

বতর্মান সময় মিডিয়া এবং আমরা যাদের কে জঙ্গী হিসেবে চিহ্নিত করি তাদের বৈশিষ্ট্য হলোঃ

1। তারা উচ্চবিত্ত ঘরের সন্তান।
2। তারা বেশীর ভাগ প্রাইভেট ভার্সিটি এবং ইংলিশ মিডিয়ামে পড়ে।
3।তাদের বাবাদের অটেল সম্পদ আছে।
4। তারা কোন না কোনভাবে হতাশায় ভুগেন।
5। অনেকক্ষেত্রে তাদের বা-মায়ের টানা-পোড়ন থাকে।
6। তারা ভন্দ্র, শান্তশিষ্ট বিশিষ্ট হয়।
৭। নিয়মিত নামাজ পড়েন।
8। পাড়া-প্রতিবেশীদের সাথে তত একটা মিশেন না।
9। হঠাৎ পরিবার থেকে বিছিন্ন হয়ে পড়েন।
10। তাদের ভেতর এ্যাডভেঞ্চার কাজ করে।



এখন উপরোক্ত জঙ্গিদের বৈশিষ্ট্য সাথে আমার লিখিত নিজের বৈশিষ্ট্যের মাত্র দুটি (৬ ও ৭ নং) মিল পাও্রয়া যায়।

আর,
বাকি সব বৈশিষ্ট্য আমার সম্পূর্ণ বিপরীত।
নোট: উপরোক্ত 6 ও 7নং বৈশিষ্ট্যগুলো আমি প্রকৃতিভাবে পেয়েছি।
এই দুটি বৈশিষ্ট্য (৬ ও ৭) থাকার কারণে আমিও কি জঙ্গি?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৭

অহনাব বলেছেন: মজার পোস্ট। না আপনি জঙ্গি না। ক্লাসে যেয়ে এখন হাজিরা দিয়ে আসেন।

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,

মন্তব্য করার জন্য।

হয়ত দু’এক দিনের মধ্যে ক্লাসে যাব।

২| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৮

পথহারা মানব বলেছেন: যাব মানে কি........আরে ভাই দৌড়ান
আপনি জব করেন না কি করেন পুলিশ কিছুই শুনবে না

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বলেন কিরে ভাই!
এ দেখছি মহা ছমস্যা।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.