নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

বস্তির চিত্র (ছবি ব্লগ)

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫

০১।



দেখলে মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে আগত কোন শরনার্থী শিবির।

০২্।



হেতারা হয়ত স্বপ্ন দেখে বাংলা ছবির ছাকিব খানের মত কোন রাজপুত এসে কেউ ভালোবেসে বউ করবে। কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা। অনেক সময় তাদের কে বখাটে যুবকেরা বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজ করে চম্পট দেয়। অথবা তারা বিভিন্ন যৌন হয়রানির শিকার কিংবা তাদের অপমৃত্যুর খবর পত্রিকার পাতায় পাওয়া যায়।

০৩।



মশার সাথে তাদের অলিখিত চুক্তি হয়েছে- পরস্পর মিলে মিশে থাকবো। তা না হলে তাদের পক্ষে বছরের পর বছর এভাবে জীবন ধারণ করা অসম্ভব।

০৪।



বসত ভিটা পাশাপাশি অবস্থান করলেও তারা দুই মেরুর বাসিন্দা। তাদের জাত আলাদা, সমাজ আলাদা, পরিবেশ ও মান মর্যাদা এলাদা।

০৫।

জেল খানায় যেমন থালা বাটি সম্ভল তেমনি গরীবের সম্ভল হলো বাঁশ। কোথায় বাঁশের ভূমিকা নেই, একাত্তরে পাক হানাদের বিরুদ্ধে তারা বাঁশ হাতে নিয়েছিল। মরণের পর বাঁশ দিয়ে কবর দেয়া হবে। এমন কিং আজীবন সমাজে তারা বাঁশ খেতেই থাকবে।

০৬।



বস্তিবাসীর আগত শিশুরা খিদের চোটে যখন চোঁ-চোঁ করে তখন তাদের মায়েরা পাশের সু-উচ্চ দালান দেখিয়ে তাদের খিদে নিবারণ করার চেষ্টা করেন।

০৭।



সাকিব-মাশরাফি কিংবা ফুটবলে মামুনুল হওয়ার স্বপ্ন তারা নাও দেখতে পারে। কিন্তু মারবেল কিংবা ডাংগুলি খেলতে তাদের কোন মানা নেই।

০৮।



জীবনের তাগিদে এভাবেই ছুটে বেড়ায় এক যায়গা থেকে আরেক জায়গায়।

০৯।



বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর জন্য তাদের ঘরে টিনের চাল ফুটা রাখতে হয়।

১০।



তারা মেসি হওয়ার জন্য আফগানিস্তানের যুদ্ধ পীড়িত শিশু আ: রহমানের মত প্লাস্টিক দিয়ে জার্সি বানিয়ে গায়ে দেয়নি কিংবা মেসুত ওজিল বা বাস্তিয়ান সোয়ানস্টাইনগারের সার্পেোটার হওয়ার স্বপ্নে বিভোড় হয়ে জার্মানীর জার্সি গায়ে জড়ায়নি। আর গায়ে দিলেও তাদের প্রতি নজর জার্মানীদের পড়বে না। কারণ তাদের নিয়ে মাতা-মাতি করার রুচিবোধ এই দেশের মানুষের তেমন একটা নেই। জার্সিটা হয়ত কোথায় কুড়িয়ে পেয়েছে। হয়ত সোনার চামুচ মুখে দিয়ে জন্মানো কোন শিশু ডাস্টবিনে ফেলে দিয়েছে। ভাগ্যের ফেরে সেখান থেকে হাত বদল হয়ে তার গায়ে উঠেছে।

লোকেশন: ছবিগুলি তুলা হয়েছে রাজধানীর অভিজাত এলাকা বলে খ্যাত উত্তরার ১০ নং সেক্টরের ২২নং রোডের পূর্ব পাশে এবং আব্দুল্লাহ্পুর-সাভার মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত বাঙালি বস্তি থেকে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩

সুমাইয়া আলো বলেছেন: বাস্তব চিত্র, বাংলাদেশের অলিগলিতে এমন হাজার হাজার বস্তি মিলবে, শুধু মিলবে না তাদেরকে সাহায্যকারীর হাত। বরং রাস্তাঘাটে দেখলে আমরা শুধু দিই লাৎ।।।

ছবি গুলো দারুন হয়েছে

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, বইনা সুমাইয়া আলো।

দেশে এতো এতো উন্নয়ন হয়, উন্নয়নের জোয়ারে আমারা গাঁ ভাসিয়ে দিয়ে তৃপ্তির ঠেকুর তুলি অথচ এই মানুষগুলোর ব্যাপারে আমরা মুখে কুলুপ এঁটে রয়েছি। সরকারও এ ব্যাপারে কেন জানি নিরব!

দেশ থেকে যে ৪০ চল্লিশ হাজার টাকা পাচার হয়েছে সেই টাকা যদি ফেরত এনে এই গরীব/বস্তিবাসী মানুষের কল্যাণে বা উন্নয়নমূলক কাজে ব্যায় করা হত তাহলে আমাদের দেশে এত গরীব কিংবা বস্তিবাসী থাকত না।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুমাইয়া আলো বলেছেন: বাস্তব চিত্র, বাংলাদেশের অলিগলিতে এমন হাজার হাজার বস্তি মিলবে, শুধু মিলবে না তাদেরকে সাহায্যকারীর হাত। বরং রাস্তাঘাটে দেখলে আমরা শুধু দিই লাৎ।।।

ছবি গুলো দারুন হয়েছে

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩২

রক্তিম দিগন্ত বলেছেন:
সামনে অট্টালিকা আর পিছনে পিছিয়ে পড়া মানুষগুলোর বাসস্থান।

অদ্ভুত খুবই।

তবুও এটাই পরিচিত দৃশ্য।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটাই বাস্তবতা, এটাই মধ্য আয়ের দেশ হওয়ার নমুনা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫

সুমন কর বলেছেন: সমাজের আরেক বাস্তব চিত্র !

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাস্তব চিত্র হিসেবে অনুভব করার জন্য ধন্যবাদ

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,




ছবি ও লেখাতে সত্যের ছায়াই পড়েছে ।
সুন্দর ছবি, বক্তব্যও ভালো ।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, মন্তব্য করার জন্য

৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৩

সামুর ইমু বলেছেন: চোখে পড়ে সদা কিন্তু ভাবা হয়নি............।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন থেকে আপনার সীমাবদ্ধতার মধ্য থেকে হলেও তাদের কে নিয়ে কিছুটা সময় ভাববেন- আশা করি।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাস্তব চিত্র! পিছিয়ে পড়া সমাজের অন্যতম কারণ। দালানবাসী ফিরে তাকালে অন্য রকম হতো ছবিগুলো।

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, ভাই দিশে হারা রাজপুত্র। আসলে এ ধরণের স্পর্ট এর ছবি তুলতে গেলে বিভিন্ন কিছুর মুখা-মুখি হতে হয়। তারপরও সাধ্যমত চেষ্টা করেছি স্টিল ইমেজ করার জন্য ।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাস্তব চিত্র! পিছিয়ে পড়া সমাজের অন্যতম কারণ। দালানবাসী ফিরে তাকালে অন্য রকম হতো ছবিগুলো।

০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ, ভাই দিশে হারা রাজপুত্র। আসলে এ ধরণের স্পর্ট এর ছবি তুলতে গেলে বিভিন্ন কিছুর মুখা-মুখি হতে হয়। তারপরও সাধ্যমত চেষ্টা করেছি স্টিল ইমেজ করার জন্য ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশের কিছু বস্তি আছে এর চেয়েও বয়াবহ মানের জীবন যাত্রা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.