নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

গুলশান-১ ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন ও পরবর্তী ক্ষত চিহ্ন!!

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

০১।


আগুন লাগলে ভবন ধ্বসে পড়ে সেটা ২০১৭ সালের সেরা চমক হয়ে থাকবে।

২।


বাংলা ফিল্মের শেষ দৃশ্যের মত পরিস্থিতি ঠান্ডা করতে বসানো হয়েছে নিয়ন্ত্রণ রুম।

০৩।


আগুন লাগার পর বর্তমান অবধি জ্বলাটা তাজ্বব না হয়ে পারা যায় না।

০৪।


সব খারাপের মাঝে কিছু ভালো থেকে যায়, সেই ভালোটাই খুঁজছে।

০৫।


ইহা কপাল পুড়ার চিহ্ন!

০৬।


ধ্বংসযজ্ঞ যে কতটা মারাত্মক ছিল তা না দেখলে বোঝা যায় না।

০৭।


ব্যবসায়ীদের হুদয়ের কালোদাগ মুছতে কয়েক প্রজন্ম লেগে যাবে।

০৮।


এই প্রজন্মের ছেলেগুলো পরবর্তীতে আগুনের ভয়াবহতা বুঝানোর একটি উপমা খুঁজে পেয়েছে।

০৯।

নরকের জ্বালামুখ।

১০।


তান্ডবনীলার শেল এতই মারাত্মক ছিল যে তা পার্শ্ববর্তী ভবনেও আঘাত করেছে।

১১।



ব্যবসায়ের লক্ষ্মী আজ জ্বলসানো রুটি!

১২।


এ যেন এক মৃত্যুপুরী।

১৩।


এ যেন আটলান্টিক মহা সাগর কে বুড়িগঙ্গার পানি দিয়ে ভরানো অবস্থা।

১৪।



‘কারো যায় ঘর জ্বইল্যা কেউ খায় আলু পোড় দিয়া’ এখানেও ব্যানারবাজি করে প্রচারণা চলছে।

১৫।


একাত্তরের ধ্বংসনীলা থেকে ফিরে আসা এদের প্রেরণা জুগায়।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: মর্মান্তিক! ক্ষতিগ্রস্থদের প্রতি শুধু সহানুভূতি নয়, আর্থিক সহায়তা এবং সরকারী পৃষ্ঠপোষকতার দাবী জানাচ্ছি।
"সকাল বেলার আমীর সে যে ফকির সন্ধ্যাবেলা" - এমন কথার সত্যতা অত্যন্ত দূুর্ভাগ্যজঙ্কভাবে বহু পরিবার নতুন করে উপলব্ধি করবে।

০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনাকে, পোস্ট টি প্রথম পাতায় যায়নি তারপরও এখানে এসে পড়েছেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সরকারের উচিৎ এসকল মধ্যবিত্ত দোকানদার দের কিছুটা সহযোগীতা করা।যদি একজন ক্রিকেটার যদি কে সহযোগিতা করা যায় এদের কেউ করা উচিত

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকারের এত কিছু ভাবার সময় নেই। তারা কিছু উড়াল সেতু আর পদ্মা সেতু নিয়ে বসে আছে। মিডিয়াতে গলাবাজি করতেই তাদের সময় শেষ, এদের নিয়ে ভাবার সময় কোথায়!

ধন্যবাদ,
ফ্রন্ট পেইজে এক্সসেস ব্যান খাওয়ার পরও এখানে এসে পড়েছেন।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

পবন সরকার বলেছেন: সরকারী সহযোগীতা করা দরকার।

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সরকারী সহযোগিতা দরকার এটা ঠিক আছে। তার আগে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে হবে। এতে কারো গাফিলতি থাকলে বা কারো কারণে ঘটে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

ধন্যবাদ,
ফ্রন্ট পেইজে এক্সসেস ব্যান খাওয়ার পরও এখানে এসে পড়েছেন।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: মর্মান্তিক! এ ক্ষতি হয়তো অনেকে সামাল দিতে পারবে না।

১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এমন ক্ষতি অনেকেই সামাল দিতে পারবে না সেটা আমরা জানি।

কিন্তু প্রাণহানি হয়নি তাই এই যাত্রায় রক্ষা পেয়েছে- এ্টা ঢাকা মেয়র সাহেবের কথা।

ধন্যবাদ,
ফ্রন্ট পেইজে এক্সসেস ব্যান খাওয়ার পরও এখানে এসে পড়েছেন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ ক্ষেত্রে সরকারের ভূমিকাই বেশী দরকার।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমিও আপনার সাথে একমত।

ধন্যবাদ,
ফ্রন্ট পেইজে এক্সসেস ব্যান খাওয়ার পরও এখানে এসে পড়েছেন।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

খোলা মনের কথা বলেছেন: ভয়াবহ!!!
আগুন লাগার ৩য় দিন আমি গিয়েছিলাম সেখানে। মোটামুটি নাটকের সুটিংয়ের মত অবস্থা।
কিছু ব্যবসায়ী অসহায় মুখ দেখতে পেলাম। তাদের হাতে ধরে পঙ্গু করে ফেলা হয়েছে। সব মিলে এক ভয়ানক অবস্থা তৈরি হয়েছে...

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সেখানে ব্যবসায়িদের মাঝে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। ব্যবসায়ীদের মাঝে অর্থনেতিক দাসত্ব ভর করেছিল।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

খোলা মনের কথা বলেছেন: আপনার লেখা প্রথম পাতায় না আসার কারণ কি???
ট্যাকনিক্যালের প্যাচে পড়েছেন না কি???

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বর্তমানে সামুতে টার্মস এন্ড কন্ডিশনের আয়ত্বে থাকার কারণে বলা সম্ভব হচ্ছে না।

জিঙ্গেস করার জন্য ধন্যবাদ।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাসলে কি বলবো। মুখে ভাষা নেই।

এটা সারা দেশের চিত্র

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আগুন-আগুন খেলা বন্ধ না করলে জাতির সমূহ বিপদের আশংঙ্কা থাকে।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১

ঢাকাবাসী বলেছেন: অনেকে অনেক রকম কথা বলেন তবে ব্যাবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্হ হয়েছেন যা পূরণ করা যাবেনা্ । লেখার জন্য ধন্যবাদ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। কেউ রাজনৈতিক, কেউ অর্থনৈতিক কেউবা ব্যক্তিস্বার্থে অনেক কিছু বিচার করে। এটা তার ব্যতিক্রম ছিল না।

ধন্যবাদ আপনাকে, পোস্ট টি প্রথম পাতায় যায়নি তারপরও এখানে এসে পড়েছেন।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: বিভিন্ন দৃম্টিকোন হতে দেয়া ভয়াবহ অগ্নিকান্ডের এই সচিত্র কিছু বিবরণ দেখে আৎকে উঠার মত । ক্ষতি গ্রস্তদের জন্য রইল গভীর সহানুভুতি । এই অগ্নিকান্ডের দায় দায়ীত্ব নিরোপন একান্ত আবশ্যক । ভবিষ্যতের জন্য যথোপযোক্ত ব্যবস্থা নেয়া প্রয়োজন । দেশে প্রতিবছর অগ্নিকান্ডে কত হাজার কোটি টাকা বিনস্ট হয় ও জীবনহানী হয় ও তার বিপরীতে ফায়ার সার্ভিসের জন্য বাৎসরিক সরকারী বাজেট কত তা জাতি জানতে চায় ।

হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ ব্যয়ে দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য হাতে নেয়া হয়েছে , ঠিক অনুরূপভাবে
ফায়ার সার্ভিসের জন্য এমন হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা উচিত বলে মনে করি । তবে তার আগে সর্ষের ভিতরের ভুত তারাতে হবে । নগড় পরিকল্পনা, ভবন নির্মাণ ও তদারকীর সাথে যুক্ত সরকারী সংস্থাগুলির কর্মকান্ড নতুন করে মুল্যায়নের অবকাশ আছে বলে মনে হয় ।

ভবন সমুহের সেইফটি রুলস এন্ড রেগুলেশন এর তদারকী ও বাস্তবায়নের সাথে যুক্তদেরকে এই ধরণের ভয়াবহ অগ্নিকান্ডের জন্য চুড়ান্ত পর্যায়ে দায়ী করা যায় কারণ এটা তাদের ব্যর্থতারই একটি নমুনা , তাই সেমত দেশ জুরে সামাজিক মাধ্যমে জনমত গঠন জরুরী , তা না হলে সংষ্লিষ্টদের টনক নরবেনা ।

ধন্যবাদ মুল্যবান পোস্টটি দিয়ে গঠনমুলক আলোচনার সুযোগ করে দেয়ার জন্য ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মার্কেটে আগুন লাগার পাঁচ দিন পরও জ্বলতে দেখিছি। এটা অবাক করা ব্যাপার। তাদের দায়িত্ব ও কর্তৃব্য এবং নিষ্ঠা নিয়ে জনগণের মনে সন্দেহ আছে।

এর আগে শিশু জিহাদের কথা ভুলে যাননি। সে সময় সাধারণ মানুষের চেষ্টায় রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের কাছে রেলওয়ের পানির পাম্পের পাইপের ভেতর থেকে শিশু জিহাদকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ স্থগিত ঘোষণা করার পাঁচ মিনিট পরই নাটকীয়ভাবে উদ্ধার হয় জিহাদ। ফায়ার সার্ভিসের এত বড় বড় কর্তা, আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে ২৩ ঘন্টায় ভিতরে জিহাদ কে উদ্ধার করতে না পারলেও তিন যুকত আংটা আর বাশ দিয়ে মাত্র পাঁচ মিনিটেই জিহাদ কে উদ্ধার করেছে। এবার বুঝুন কেমন গদর্ভগুলো শাজাহানপুরে গিয়ে ছিল জিহাদ কে উদ্ধার করতে।

থাক আর বলতে চাই না। এমনিতেই সামুর ব্যান খেয়ে বসে আছি। সু-চিন্তিত মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

সামিয়া বলেছেন: অনেক তথ্য বহুল পোস্ট ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ, বইনা।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

অতৃপ্তচোখ বলেছেন: হ্যা ভাই, সতেরো সালের চমক হয়েই থাকবে এই ভয়াবহতা।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-/ সেখানে এক ধরণের নাটক হয়েছে। পরিচালক ছিল শক্তিমান, তাই কেউ সত্যিকার সমালোনা করতে সাহস করে নাই।

ধন্যবাদ আপনাকে, পোস্ট টি প্রথম পাতায় যায়নি তারপরও এখানে এসে পড়েছেন।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২

অতৃপ্তচোখ বলেছেন: সত্যের মরণ হয় না কখনওই , না করা যায় ধ্বংস।
ঠিক এরকম বের হয়ে আসে সত্য তার নিজস্ব নিয়মেই।

শুভকামনা সবসময়

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনাকে, পোস্ট টি প্রথম পাতায় যায়নি তারপরও এখানে এসে পড়েছেন।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:



সরকার ২টি, একটা শেখ হাসিনার, অন্যটা ছাত্রলীগ ও যুবলীগের

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আরেকটা আছে, সেটা হলা পুলিশের।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


আপনাকে নাকি জেনারেল করা হয়েছে? আপনার জন্য সহানুভুতি রলো; এডমিনদের কাছে বলুন যে, আপনি নীতি মেনে চলবেন, উনারা বিবেচনা করবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,
আমি সেটি করেছি কিন্তু কোন রেসপন্স পাইনি।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

শামীম সরদার নিশু বলেছেন: খুব খারাপ লাগল

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

মো: ওসমান গনি তালুকদার বলেছেন: সুন্দর বিষয় উপস্থাপন করেছেন। জনসচেতনতা ও সরকারের বোধদয় দু’ক্ষেত্রেই বিষয়টা জরুরী।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জনসচেতনতা ও সরকারের বোধদয় দু’টিই মাঠে মারা যাচ্ছে।

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
আপনার মতো লোককে জেনারেল বানিয়ে বসিয়ে রাখা হয়েছে! বিষয়টা তদন্ত করা দরকার।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জাতীয় সংলাপ ছাড়া আপনার এ ধরণের মন্তব্য করা ঠিক না।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

মাঝিবাড়ি বলেছেন: সচিত্র বর্ণনায় কষ্টের চিহ্নগুলো তুলে ধরার জন্য অভিনন্দন আপনাকে

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পড়ে মন্তব্য করেছেন।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


ব্লগার কাল্পনিক_ভালোবাসাকে আপনার অবস্হা জানান।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,

আপনার টনিকে কাজ হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.